রিজিকের পেরেশানি দুর করার আমল। রিজিক বৃদ্ধির দোয়া।

 

রিজিকের পেরেশানি দুর করার আমল। রিজিক বৃদ্ধির দোয়া।



জুলফিকার নকশবন্দী উনার বয়ানে খুব সুন্দর সুন্দর ওজিফা শিখিয়ে থাকেন, সেসব ওজিফা থেকে গুরুত্বপূন ৪টি ওজিফা আজ শেয়ার করব, এ ওজিফাগুলি পরীক্ষিত, যারাই এগুলি করেছে ফল পেয়েছে, আজকের আলোচনায় যে সব ওজিফা আছে তা হল, যারা ছাত্র ছাত্রী আছেন তাদের জন্য ১টি ওজিফা আছে, যারা বিদেশে থাকেন তাদের জন্য ওজিফা আছে, যারা শত্রুর সামনে ডাকাতের সামনে পরে গেছেন তাদের জন্য ১টি ওজিফা আছে, যারা বদ নজরে আক্রান্ত তাদের জন্য ওজিফা আছে আর যারা রিজিকের পেরেশানিতে আছেন তাদের জন্যও ওজিফা আছে

১ম ওজিফা হল ছাত্র ছাত্রীদের জন্য,  সুরা আলাম নাশরাহ  এর ওজিফা যেটি প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য খুবই উপকারী, যখনই পড়ার জন্য বসবেন তখন ১ বার সুরাটি তেলাওয়াত করলে মুখস্থ শক্তি বাড়ে, এবং যা পড়ে তা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, এই ওজিফাটি হেফজখানার অসংখ্য ছাত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে, যারা এই আমলটি করেছে তাদের হেফজ শক্তি মজবুত হয়েছে।

তেমটি ভাবে আরো ১টি ওজিফা তিনি বলেন তা হল যখন আপনি সফরে যাবেন এয়ারপোটে যদি কোন কাস্টম, পুলিশ এসবের ঝামেলা থেকে বাঁচতে চান কিংবা কোন শত্রু বা ডাকাতের পক্ষ থেকে ক্ষতির ভয় থাকলে সুরা এয়াসিন এর ১টি আয়াত (ওয়াজ আলনা মিম বাইনি আইদিহিম সাদ্দাও ওয়ামিন খালফিহিম সাদ্দান ফা আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন) এটি পড়ে যদি সে পুলিশ বা বিচারকের দিকে ফুক দেয়া যায় তাহলে আল্লাহ তায়ালা সে শত্রুর চোখের উপর পদা ঢেলে দেন, আর সে শত্রু আপনাকে আর কষ্ট দিতে পারবেনা। পীর সাহেব বলেন আমি এই আমলটি নিজে অনেক বার করেছি এবং হাতেহাতে এর ফল পেয়েছি।

তিনি মাদের জন্য ১টি ওজিফা দেন তা হল বেশীর ভাগ ছোট ছেলে মেয়েদের উপর বদ নজর পরে, আর এই বদ নজর প্রতিদিন মা কিংবা বাবা ১টি আয়াতের মাধ্যমে দুর করতে পারেন, কুরআনের আয়াত (ইন্নাল্লাহা সাইউবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন) এ আয়াত ৩ বার পরে মা নিজের সন্তানকে ফুক দিবে, এভাবে প্রতিদিন আপনি নিজে আপনার সন্তানের বদ নজর এর আছর কাটতে পারবেন।

আর যাদের টাকা পয়সার সমস্যা, রুজি রোজগার বা রিজিকের পেরেশানি তারা প্রতিদিনি ৫ ওয়াক্ত নামাজের পর ১ বার দরুদ পড়ে ৭ বার সুরা কুরাইশ পড়বেন আবার ১ বার দরুদ শরীফ পড়বেন এরপর দোয়া করবেন এই ওজিফা করার ফলে সব ধরনের রিজিকের পেরেশানি আল্লাহ তায়ালা দুর করে দিবেন।

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.