মাথায় কোরআন নিয়ে এমন দোয়া দিল ভাগ্য খুলে যাবে। সব আশা পুরণ সমস্যা সমাধানের দোয়া।

 

মাথায় কোরআন নিয়ে এমন দোয়া দিল ভাগ্য খুলে যাবে। সব আশা পুরণ সমস্যা সমাধানের দোয়া।


আমার মন চায় আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য কোরানে করিম মাথায় নিয়ে বলি এগুলি সরাসরি রহমতের দুয়ারের চাবি সরাসরি রিজিকের দুয়ারের চাবি
, সরাসরি বরকতের দুয়ারের চাবি, সরাসরি সুখের দুয়ারের চাবি, সুখের গোডাউনের চাবি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্ন আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে ফজল বা অনুগ্রহ চাই ফজল মানে ঈমান, ফজল মানে কোরান, ফজল মানে এলম, ফজল মানে রিজিক, ফজল মানে সুস্থতা, ফজল মানে শয়তান থেকে বাঁচা ফজল মানে জান্নাত, ফজল মানে আল্লাহর দিদার, যার জীবনে যখন যা লাগে সবগুলিকে একসাথে ফজল বলে যার চাকরি নাই সে যখন মসজিদ থেকে বের হওয়ার সময় বলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক- এর অর্থ হল আল্লাহ আমাকে চাকরি দিয়ে দেন  যার সন্তান নাই তার জন্য ফাদলিক অর্থ হল আমাকে সন্তান দিয়ে দেন, যার রিজিকের অভাব- তার জন্য ফাদলিক অর্থ হল আমাকে রিজিক দিন।

যার সন্তান বিদেশ যেতে পারেনা- তার জন্য ফাদলিক অর্থ হল আমার সন্তানকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও যার মেয়ের বিয়ে হয়না- তার জন্য ফাদলিক অর্থ হল আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দাও, যার ছেলেটা অসুস্থ- তার জন্য ফাদলিক অর্থ হল আমার ছেলেটাকে সুস্থতা দাও মুরগির ফার্মে মুরগি মরে যায়- ইন্নি আসআলুকা মিন ফাদলিক, গরুর খামারে অসুখ লেগেছে- ইন্নি আসআলুকা মিন ফাদলিক যখনই মসজিদ থেকে বের হবেন এইভাবে দরখাস্ত দিয়ে বের হবেন। আর ঢুকার সময় দরখাস্ত দিয়ে ঢুকেন (আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রহমাতিক) (আল্লাহ রহমতের যতগুলি দুয়ার আছে সবগুলি খুলে দেন) আল্লাহর রহমতের দুয়ার কতগুলি জিবরাইল ফেরেশতাও জানেনা

মসজিদের দরজায় দাঁড়িয়ে মুলত আপনি দরখাস্ত করছেন হে আল্লাহ আপনার রহমতের যতগুলি দুয়ার আছে সবগুলি খুলে দেন সুস্থতার দুয়ার খুলে দেন, হেদায়েতের দুয়ার খুলে দেন,  ঈমানের দুয়ার খুলে দেন, ইসলামের দুয়ার খুলে দেন, রিজিকের দুয়ার খুলে দেন আপনি ব্যবসা করছেন রিজিকের আশায় আর রিজিকের দুয়ার খোলার জন্য মসজিদে গিয়ে দরখাস্ত দিয়ে আসুন, তারপর ব্যবসা করুন দেখবেন রিজিকের দুয়ার খুলে যাবে

মসজিদ হল রহমতের গোডাউন, এটা সুখের গোডাউন, এটা শান্তির গোডাউন, এটা সফলতার গোডাউন, এটা দুনিয়া আখেরাতের গোডাউন যদি বিশ্বাস হয় তাহলে আগামী কাল থেকে ৫ ওয়াক্তে ৫ বার মসজিদে যাবেন, মনে রাখবেন আপনার সুখের জন্য যা যা লাগবে সব আছে এখানে আপনার ছেলের যা যা লাগবে তাও আছে মসজিদে, আপনার মেয়েটার যা যা লাগবে তাও আছে।

وَاللّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
 আল্লাহ মহান অনুগ্রহদাতা

فَلَوْلاَ فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنتُم مِّنَ الْخَاسِرِينَ
 আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানী যদি তোমাদের উপর না থাকত, তবে অবশ্যই তোমরা ধবংস হয়ে যেতে। [সুরা বাকারা - ২:৬৪]

إِنَّ اللّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَـكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَشْكُرُونَ
নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী। কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করে না। [সুরা বাকারা -
 ২:২৪৩]

قُلْ إِنَّ الْفَضْلَ بِيَدِ اللّهِ يُؤْتِيهِ مَن يَشَاء وَاللّهُ وَاسِعٌ عَلِيمٌ
বলে দিন, মর্যাদা আল্লাহরই হাতে; তিনি যাকে ইচ্ছা দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। [সুরা ইমরান -
 ৩:৭৩]

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.