VIP Qurani wazifa ভিআইপিদের ওজিফা। সফলতার চাবি দোয়া। Dua wazifa for succ...


সকল কামিয়াবির কুঞ্জি

وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন, তবে আল্লাহর শরণাপন্ন হোন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।সুরা হা-মীম ৪১:৩৬ ]

শয়তানের কুমন্ত্রনা কি?

যখন আপনার দিলে গুনাহের আগ্রহ সৃষ্টি হয়, গুনাহ করার প্রতি আপনি ধাবিত হতে থাকেন, এটাই হল কুমন্ত্রনা।

এমন অবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তানে রজিম থেকে। তখন বলুন (আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম) হে আল্লাহ আমি শয়তান থেকে বাঁচার জন্য আপনার আশ্রয় প্রার্থনা করছি।

কোন কারনে রেগে গেলেন, সে রাগ কন্ট্রোলের বাহিরে চলে গেল, এমন রাগের অবস্থায় যে কোন লোক জুলুম করে বসে, গালাগালি করতে পারে, মারধর করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, আত্মহত্যা করে বসে, খুন খারাবি করে বসে,

তাই রাগ অনেক খারাপ জিনিষ যা মানুষকে অগনিত গুনাহে লিপ্ত করে দেয়,

এক সাহাবী হুযুর (দ) এর কাছে আরজ করলেন এয়া রাসুলাল্লাহ আমাকে কোন সংক্ষিপ্ত নসিহত করে দিন। তখন জবাবে আল্লাহর হাবিব বললেন রাগ গোস্বা করিওনা। শুধু এতটুকুই নসিহত করলেন,

সুতরাং যদি আশংকা হয় যে রাগের কারনে আপনি নিজের উপর নিয়ন্ত্রণহীন হয়ে যাবেন, এবং কোন অন্যায় কাজ করে ফেলবেন,

(ফাসতাইজ বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম) শয়তানে রাজিম থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রাথনা করো। আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পড়তে থাক।

মানুষের কাজ হল আল্লাহর পানাহ চাওয়া। (কুল আউজু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক) এর অথ হল এটাই। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, [ সুরা ফালাক ১১৩: ]

وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকেসুরা ফালাক ১১৩: ]

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।সুরা ফালাক ১১৩: ]

সে জন্য যখনই দুনিয়াবী যে কোন পেরেশানি দুঃখ কষ্ট হতাশা আসুক আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর সাথে সম্পক স্থাপন কর। আর এতে আল্লাহর সাথে বান্দা সম্পক মজবুত হয়। আর এই সম্পক মজবুত হওয়াই হল সকল কামিয়াবির কুঞ্জি।


কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.