আয় রোজগার ও রিজিকে বরকতের ওজিফা। রমজানের চাঁদ দেখার আমল।
আয় রোজগার ও রিজিকে বরকতের ওজিফা। রমজানের চাঁদ দেখার আমল।
আগামী ১লা এপ্রিল ২০২২ মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদ এবং ২রা এপ্রিল ২০২২ বাংলাদেশ সহ এই উপমহাদেশে উদিত
হতে পারে, সেদিন কুরআনের ২টি ওজিফা শিক্ষা দিয়েছেন আমিরে আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস
আত্তার কাদেরী।
২টি ওজিফাই খুবই চমৎকার
এবং অত্যন্ত সহজ। যারা রিজিকে বরকত চান, কামাই রুজি রোজগারে বরকত চান, তাদের জন্য এই
ওজিফাতে অত্যন্ত বরকত রয়েছে।
১ম ওজিফাটি হল
যখন রমজানের চাঁদ উদিত
হবে যে রাতে উদিত হবে সে রাতে মাগরীবের নামাজের পর ২১ বার সুরা কদর ইন্না আনজালনাহু
ফি লাইলাতিল কদর পড়তে হবে।
যে
২১ বার রমজানের চাঁদ রাতে সুরা কদর পাঠ করবে তার রুজি রোজগারে এত বেশী বরকত হবে যেমন
উপরের দিক থেকে পানি ঝর্ণার মত খুব দ্রুত পতিত হয় এমন দ্রুত তার রোজগার ও রিজিকে বরকত হবে।
আর
২য় ওজিফা হল রমজানের চাঁদ দেখে সে রাতে ১ বার সুরা মুলক পাঠ করবেন, এই সুরাটি এমনিতেই
প্রতি রাতে পাঠ করলে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায়, আর এই সুরাতে ৩০টি আয়াত আছে আর
এই ৩০ আয়াতের বরকতে সে ৩০ রোজায় সব ধরনের পেরেশানি ও মসিবত থেকে মাহফুজ থাকবে।
সুতরাং
রমজানের চাঁদ উদিত হলে সে রাতে মাগরিবের পর ২১ বার সুরা কদর পাঠ করবেন, এতে রুজি রোজগারে
বরকত হবে আর এশারের পর বা রাতের যে কোন সময় ১ বার সুরা মুলক পাঠ করবেন এর ৩০ আয়াতের
বরকতে ৩০ রোজায় সব ধরনের মসিবত থেকে পেরেশানি থেকে মাহফুজ থাকবেন।
কোন মন্তব্য নেই