২৪ ঘন্টা দোয়ার চেয়ে উত্তম এই সময়টিতে দোয়া করা

 

২৪ ঘন্টা দোয়ার চেয়ে উত্তম এই সময়টিতে দোয়া করা



রাসুলুল্লাহ (দ) এরশাদ করেন তিরমিযি শরীফের ৩৫৯৪ নং হাদিস (আদ্দোয়া লা ইউরাদ্দু বায়নাল আযানে ওয়াল একামাত) আপনি যদি ২৪ ঘন্টা দোয়া করেন হতে পারে তা কবুল হবে হতে পারে তা কবুল হবেনা তা আল্লাহ জানেন। কিন্তু হাদীসের বাণী যে আযানের পর থেকে নিয়ে জামায়াত শুরুর আগ পযন্ত  সময়টিতে দোয়া করে তার সে দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয়না, সে সময়টিতে দোয়া কবুল হয়, এই সময়টি আল্লাহর কাছে খুবই পছন্দনীয়।

সাহাবাগন প্রশ্ন করল এয়া রাসুলাল্লাহ সে মুহুতে আমরা কি দোয়া করব? নবী করিম (দ) ফরমান (ছালুল্লাহাল আফিয়াতা ফিদ্দুনিয়া ওয়াল আখিরা) তোমরা দুনিয়া ও আখেরাতের নিরাপত্তার দোয়া কর

সুতরাং আপনি এভাবে দোয়া করুন (আল্লাহুম্মা ইন্নি আছআলুকাল আফিয়াতা ফিদ দ্দুনিয়া ওয়াল আখিরা) হে আল্লাহ আমি দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা কামনা করছি।

সংক্ষেপে বার বার এই দোয়াটি করবেন, অথবা নিজ ভাষায় নিজের দুনিয়ার নিরাপত্তা ও আখেরাতের নিরাপত্তার জন্য দোয়া করবেন। এভাবে বলবেন হে আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতের কল্যাণ দাও, আমাকে দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে বরকত দাও, হে আল্লাহ আমার হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও।

তেমনি ভাবে আল্লাহর রাসুল এরশাদ করেন জুমার দিন এমন একটি মুহুত আছে সে মুহর্তে যে দোয়াই করবে আল্লাহ তা ফিরিয়ে দেননা। আর সে মুহুতটি আছর থেকে নিয়ে মাগরীব পযন্ত।



কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.