রমজানে সেহরীর সময় কলমাটি পড়ে যা চাইবেন তাই পাবেন, সব দোয়া কবুল হবে।
রমজানে সেহরীর সময় কলমাটি পড়ে যা চাইবেন
তাই পাবেন, সব দোয়া কবুল হবে।
রমজানে সেহরী খাওয়ার জন্য সকলই উঠেন, সে
সময় যদি শুধু ১টি দোয়া পড়ার পর আল্লাহ তায়ালার কাছে যা চাইবেন তাই পাবেন। যা দোয়া করবেন
সব দোয়া কবুল হবে।
রমজান ছাড়া অন্য সময় এই আমলটি করা সম্ভব
হয়না কিন্ত রমজান মাসে চাইলে এই আমলটি সকলেই করতে পারেন।
হাদীসটি পাবেন সহীহুল বুখারী ১১৫৪, তিরমিযী
৩৪১৪, আবূ দাউদ ৫০৬০, আহমাদ ২২১৬৫, দারেমী ২৬৮৭, ইবনে মাজা ৩৮৭৮ নং হাদিস
উবাদা ইবনুস সামিত (রাঃ) থেকে বর্ণিত।
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি রাতে ঘুম থেকে
জাগ্রত হয়ে বলে,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু
লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শায়্যিন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাউলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আজিম
এই দোয়াটি পড়ার পর সে যদি ক্ষমা চাই আল্লাহ
তাঁকে ক্ষমা করে দিবেন, এই দোয়া করার পর সে যে দোয়া করবে সে দোয়াই কবুল করা হবে, এরপর
যদি সে অজু করে কোন নামাজ পড়ে সে নামাজও কবুল হবে।
অতএব প্রতিদিন সেহরীর সময় উঠে প্রথমে হাদীসের
দোয়া কলমাটি পড়বেন তারপর ক্ষমা চাইবেন আর নিজের জন্য পরিবার পরিজন আত্মিয় স্বজন এবং
মুসলিম মিল্লাতের জন্য দোয়া করবেন নিশ্চয়ই আপনার সে দোয়াও কবুল হবে এর পর যদি আপনি
কোন নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন আপনার নামাজও কবুল হবে।
কোন মন্তব্য নেই