৩ প্রকার লোকের রিযিক ও জান্নাতের জামিনদার স্বয়ং আল্লাহ তায়ালা।





সহিহ ইবনে হিব্বান
হাদিস নাম্বার ৪৯৯।
আল্লাহ গ্যারেন্টার
জামিনদার
 হযরত আবু উমাম (রা) হতে বর্ণিত নবিয়ে মুকাররাম (দ)
এরশাদ করেন- ৩ প্রকার লোক এমন যাদের জামিনদার (গ্যারান্টার) স্বয়ং আল্লাহ  যদি সে ৩ প্রকার লোক জীবিত থাকে তাহলে তাদের রিযিক
দিবেন, আর মৃত্যু বরণ করলে আল্লাহ তাদের জান্নাত দান করবেন। (১) যে নিজের ঘরে প্রবেশ
করে সালাম দেয় (২) যে ব্যক্তি মসজিদে দিকে যায় (মসজিদের দিকে যায় মানে বেশী বেশী মসজিদে
যায় ৫ ওয়াক্তে ৫ বার মসজিদে যায়, যে কোন পরিস্থিতিতে মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায়
করে) (৩) যে আল্লাহর রাস্তায় বের হয়। (অর্থ্যাৎ সে হয়ত জিহাদ ফি সবিলিল্লায় বের হয়,
অথবা দ্বীন ইসলাম প্রচারে বের হয়, কিংবা দ্বীনি জ্ঞান অজনে বের হয় অথবা হালাল রুজি
হাসিল করার জন্য বের হয়) এই ৩ প্রকারের লোকের জন্য আল্লাহ তায়ালাই গ্যারান্টার বা জামিনদার।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.