সকালে সন্ধ্যার দোয়া। অভাব, দুশ্চিন্তা, ঋণ থেকে মুক্তির দোয়া
সকালে সন্ধ্যায় শুধু ১০ বার পড়ুন- সারা জীবনের জন্য খাজানার দরজা খুলে যাবে
সম্মানিত দশক মন্ডলী আজ কুরআন থেকে ১টি এবং হাদীস থেকে ১টি দোয়া ও ওজিফা বলব,
প্রথম দোয়াটি হল আবু দাউদ শরীফের কিতাবুস সালাত এর শেষ হাদীস এই হাদীসের পর কিতাবুজ জাকাত শুরু। অত্যন্ত মুজাররব দোয়া
এক লোক অভিযোগ করল (হুমুমুন ওয়া দুয়ুনুন) খুব কজ খুব পেরেশানি। তখন হুজুর (দ) বললেন তুমি সে দোয়াটি জান না? সেটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ১০ বার করে পড়। তোমার জিন্দেগী বদলে যাবে
সারা জীবনের জন্য ধন সম্পদের খাজানার দরজা খুলে দেয়া হবে, কখনো অভাবের চেহেরা দেখতে পাবেনা।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ
مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ
بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ
الرِّجَالِ " .
(আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, ওয়া আউজুবিকা মিনাল আজাজি ওয়াল কাসাল, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দায়নি ওয়া কাহরির রিজাল)
(অর্থাৎ, ইয়া আল্লাহ! আমি তোমার নিকট যাবতীয় চিন্তা-ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার নিকট দুর্বলতা ও অলসতা হতে আশ্রয় কামনা করছি, তোমার নিকট কাপুরুষতা ও কৃপণতা হতে নাজাত কামানা করছি এবং আমি তোমার নিকট ঋণভার ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি।
আর ২য় ওজিফাটি হল ফজরের নামাজ পড়ার পর বসা থেকে উঠবেন না সে বসাতেই সুরা শূরার ১৯ নং আয়াত ৭০ বার পড়বেন
اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ
يَرْزُقُ مَن يَشَاء وَهُوَ الْقَوِيُّ العَزِيزُ
আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা, রিযিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী।
[সুরা শূরা - ৪২:১৯]
আল্লাহ তায়ালা সারা জীবন অভাবের মুখও দেখাবেন না।
আল্লাহর ওয়াদা হল ওজিফাটি কর এটি রিযিক
বৃদ্ধির দোয়া।সকল দুঃখ কষ্ট দুর করার আমল।
যখনই
দুঃখ দুর্দশা নাযিল হয় ওজিফাটি পালন করুন। যারা এই ওজিফাটি করেন তাদের দুঃখ কষ্ট আল্লাহ
সহ্য করতে পারেন না।
যদি
দুঃখ দুনিয়াবী কস্টের কারনে হয়, কোন রোগের কারনে হয়, কোন মানুষর ষড়যন্ত্রের কারনে হয়
তাহলে সুরা আনফাল দেখুন এই ওজিফাটির কারনে সব দুঃখ পেরেশানি, কষ্ট, দুর হয়ে যাবে।
আর
যদি স্বাস্থ্যগত সমস্যা, ইজ্জত সম্মানের সমস্যা, মানসিক অশান্তির সমস্যার কারনে দুঃখ
কষ্ট হয় তাহলে সুরা হুদ দেখুন এই ওজিফাটির কারনে এসব সমস্যা সমাধানের হওয়ার ওয়াদা রয়েছে।
আর
যদি ধন সম্পদ চান বাগান চান, সন্তান চান, পানির সমস্যার সমাধান চান, দুই জাহানের খুশী
চান, তাহলে একই ওজিফার কথা বলা হয়েছে সুরা নুহে।
দেখুন
এই একটি ওজিফার বিনিময়ে আল্লাহ সব সমস্যার সমাধানের ওয়াদা করেছেন সুরা আনফালে, সুরা
হুদে, সুরা নুহে।
ও্জিফাটি
কি তা বলব- তার আগে বলে রাখি আপনি যদি ইসলামী শরীয়তের আধুনিক বিভিন্ন মাসায়ালা মাসায়েল
জানতে চান, বিভিন্ন ইসলামীক অজানা বিষয় জানতে চান তার জন্য আমাদের অন্য একটি চ্যানেল
আছে (জাআল হক) সেটি ভিজিট করার অনুরোধ রইল। আর আউলিয়াকেরামের জীবনী ও কারামত সংক্রান্ত
১টা চ্যানেল আল্লাহ ওয়ালা মিডিয়া ভিজিট করার অনুরোধ রইল।
এবার
আসুন সে মূল্যবান ওজিফাটি জেনে নিই যার ব্যপারে আল্লাহ এত সব নেয়ামতের ওয়াদা করেছেন
তা হল হল। এসতেগফার। আসতাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহ দিনে ১০০ বার পড়বেন অথবা শুধু আসতাগফিরুল্লাহ
দিনে ১০০বার পড়ুন। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়না।
(আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, ওয়া আউজুবিকা মিনাল আজাজি ওয়াল কাসাল, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দায়নি ওয়া কাহরির রিজাল)
(অর্থাৎ, ইয়া আল্লাহ! আমি তোমার নিকট যাবতীয় চিন্তা-ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার নিকট দুর্বলতা ও অলসতা হতে আশ্রয় কামনা করছি, তোমার নিকট কাপুরুষতা ও কৃপণতা হতে নাজাত কামানা করছি এবং আমি তোমার নিকট ঋণভার ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি।
আর ২য় ওজিফাটি হল ফজরের নামাজ পড়ার পর বসা থেকে উঠবেন না সে বসাতেই সুরা শূরার ১৯ নং আয়াত ৭০ বার পড়বেন
اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَن يَشَاء وَهُوَ الْقَوِيُّ العَزِيزُ
আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা, রিযিক দান করেন। তিনি প্রবল, পরাক্রমশালী। [সুরা শূরা - ৪২:১৯]
আল্লাহ তায়ালা সারা জীবন অভাবের মুখও দেখাবেন না।
প্রথম দোয়াটি হল আবু দাউদ শরীফের কিতাবুস সালাত এর শেষ হাদীস এই হাদীসের পর কিতাবুজ জাকাত শুরু। অত্যন্ত মুজাররব দোয়া
এক লোক অভিযোগ করল (হুমুমুন ওয়া দুয়ুনুন) খুব কজ খুব পেরেশানি। তখন হুজুর (দ) বললেন তুমি সে দোয়াটি জান না? সেটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ১০ বার করে পড়। তোমার জিন্দেগী বদলে যাবে
সারা জীবনের জন্য ধন সম্পদের খাজানার দরজা খুলে দেয়া হবে, কখনো অভাবের চেহেরা দেখতে পাবেনা।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ " .
(আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, ওয়া আউজুবিকা মিনাল আজাজি ওয়াল কাসাল, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দায়নি ওয়া কাহরির রিজাল)
কোন মন্তব্য নেই