মহানবী (দ) কসম করে বলেন ইসমে আজমটি পড়ে যেটা চাইবেন সেটাই পাবেন

 

কোটি লোকের প্রিয় দোয়া ওজিফা। মহানবী (দ) কসম করে বলেন ইসমে আজমটি পড়ে যেটা চাইবেন সেটাই পাবেন


 

বিসমিল্লাহির রাহমানির রাহিম- সকল প্রসংশা আল্লাহর জন্য, তিনিই নেক লোকদের বন্ধু, আমি সাক্ষি দিচ্ছি আল্লাহ ছাড়া কেহ এবাদতের যোগ্য নাই। তিনি এক তার কোন শরিক নাই। তিনিই সকল মাখলুকাতের মাবুদে বরহক।

আর আমি এটাও সাক্ষি দিচিছ আমাদের নবী আল্লাহর বান্দা ও রাসুল।

তিনি সকল আম্বিয়া কেরাম ও রাসুলদের ইমাম। হে আল্লাহ তার উপর তার আহাল ও তামাম সাহাবা কেরাম এর উপর রহমত সালামত ও বরকত নাজিল কর।

আসসালামু আলাইকুম অল বাংলা চ্যানেলের প্রিয় বন্ধুরা,

আজ আমি এমন একটি ওজিফার কথা বলব যে ওজিফাটি প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু দারদা (রা) খুব বেশী বেশী করতেন।

এটি এমন এক ওজিফা যা করতে অজু লাগেনা, সদা সবদা করা যায় হাটতে বসতে চলতে ফিরতে অজু সহকারে অজু ছাড়া সব সময় করা যায়।

সেটি হল আল্লাহ রাব্বুল ইজ্জতের একটি পবিত্র নাম যে নামটির সাহায্যে হুজুর (দ) প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন

তাছাড়া এক সাহাবী যখন এই পবিত্র নামের মাধ্যমে দোয়া করল হুজুর (দ) কসম করে  ফরমালেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করল? তারা বললেন, আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ! সে আল্লাহর ঐ ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যদ্দারা কোন কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। (ইবনে মাজা ৩৮৫৮)

সে পবিত্র ইসমে আজমটি হল (এয়া যাল জালালি অল ইকরাম)

সালাম ফিরিয়ে নবীজি যে দোয়া করতেন তাতেও এই ইসমে আজম আছে


اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ

সুতরাং (এয়া যাল জালালি অল ইকরাম) এই ইসমে আজমটি সব সময় পড়তে পারবেন সাথে সাথে আল্লাহর কাছে চাইতে থাকবেন ইনশা আল্লাহ সব চাওয়া পুরণ হবে।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.