শবে মেরাজের আমল।শবে মেরাজের রোজা। মেরাজের নামাজ। লায়লাতুল মেরাজের দোয়া

  

শবে মেরাজের আমল।শবে মেরাজের রোজা।

মেরাজের নামাজ। লায়লাতুল মেরাজের দোয়া



২০২২ সালে শবে মেরাজ কোন দিন? মেরাজ এর নামাজ কখন পড়বেন, কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কি কি দোয়া  ও ওজিফা পড়বেন, এই রাতে হযরত ইবরাহিম (আ) উম্মতে মুহাম্মদীকে কি কি আমলের উপহার দিয়েছেন, রোজা কখন রাখবেন কয়টি রোজা রাখবেন এ ব্যপারে আজ বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ।  শেষ পযন্ত অবশ্যই শুনবেন নিশ্চয়ই ভালো লাগবে।

নবী করিম (দ) মেরাজের রাতে ১ম আসমানে হযরত আদম (আ) এর সাথে সাক্ষাৎ করেন, সালাম কালাম করেন, ২য় আসমানে এয়াহিয়া ও হযরত ঈসা (আ) এর সাথে সাক্ষাৎ হয়,

৩য় আসমানে হযরত ইউসুফ (আ)

৪থ আসমানে হযরত ইদ্রিস (আ)

৫ম আসমানে হযরত হারুন (আ)

৬ষ্ঠ আসমানে হযরত মুসা (আ)

৭ম আসমানে হযরত ইবরাহিম (আ)এর সাথে সাক্ষাৎ হয়

হযরত ইবরাহিম (আ) ছিলেন খুবই সুন্দর নবীজি বলেন আমার দাদা আবদুল মোত্তালিবের মত ছিল হযরত ইবরাহিম (আ) এর চেহেরা,

হযরত ইবরাহিম (আ) বায়তুল মামুরে হেলান দিয়ে বসে ছিলেন উনার সাথে ২ দল লোক ছিল এক দল ছিল সাদা কাপড় পরিধানকারী  অপর দল ময়লা কাপড় ওয়ালা,

হযরত ইবরাহিম (আ) এর সাথে আমাদের প্রিয় নবীর সালাম কালাম হওয়ার সময় হযরত ইবরাহিম (আ) বললেন আমি আপনার উম্মতের জন্য উপহার দিতে চাই,

যদি কেহ মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রনা থেকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাই, তাদেরকে বলবেন তারা যেন বেশী বেশী আল্লাহর জিকির করে।

আর যদি আপনার উম্মত দুঃখ কষ্ট ও টেনশন থেকে বাঁচতে চাই তাহলে সে যেন (লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম) বেশী বেশী পাঠ করে।

লা হাওল শরিফ যদি কেহ নিয়মিত পাঠ করে সে জীবনে কোনদিন দুঃখিত হবেনা। টেনশন তার কাছে আসতে পারবেনা। বালা মসিবত থেকে হামেশা মাহফুজ থাকবে। প্রতিদিন অন্তত ১০০ বার লা হাওল শরীফের জিকির করবেন।

হুজুর (দ) বায়তুল মামুরে প্রবেশ করিলেন, হুজুরের সাথে সাদা কাপড় পরিধানকারীরাও প্রবেশ করল ময়লা কাপড় পরিধানকারীরা প্রবেশ করতে পারলনা। বায়তুল মামুরে হুজুর ২ রাকাত নামাজ পড়লেন।

এই সফরে হুজুর (দ) বায়তুল মুকাদ্দাসে সকল আম্বিয়াদের নিয়ে ২ রাকাত নামাজ পড়লেন, সফরের সময় এয়াসরিব বা মদিনায় ২ রাকাত, তুরে সিনাতে ২ রাকাত, হযরত ইসা (আ) এর জন্ম স্থান বায়তুল লাহামে ২ রাকাত, বায়তুল মামুরে ২ রাকাত নামাজ পড়ার কথা বিভিন্ন হাদিসে পাওয়া যায়,

তাছাড়া আল্লাহ তায়ালা এরশাদ করেন (ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন) আমি জীন ও মানব জাতিকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি, আর নামাজ রোজা ইত্যাদি হল এবাদত, এখন কেহ যদি নফল নামাজ নফল রোজা রাখে তার জন্য আর দলিলের প্রয়োজন নাই। যে কেহ যে কোন সময় যদি হারাম ওয়াক্ত না হয় নফল রোজা নফল নামাজ পড়তে পারে এতে কোন বাঁধা নাই, সুতরাং লাইলাতুল মেরাজ উপলক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ দিবাগত রাত অর্থ্যাৎ সোমবার দিবাগত রাত নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির ও দরুদ যত বেশী করতে পারবেন,  আর পরের দিন ১লা মাচ মঙ্গলবার ১টি রোজা রাখবেন।

 

শবে মেরাজের নামাজ-রোজা কিভাবে করবেন?

নামায ও রোযা!দুই রাকআত বিশিষ্ট ১২ রাকাআত নামায পড়বেন।

প্রতি রাকআতেঃ
 একবার সূরা ফাতিহা,
 ৩ বার/৭ বার/ ২১ বার সূরা ইখলাস সহ বা অন্য যেকোন সূরা পড়লে তরতীব আদায় হবে ইনশা আল্লাহ।
 নামায শেষেঃ
 ১০০ বার পড়ুনঃ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার।
 ১০০ বার যেকোন ইস্তেগফার পড়ুনঃ আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিওঁ ওয়া আতুবু ইলাইহি; লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।’
 ১০০ বার যেকোন দরুদ শরীফ পড়ুনঃ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিম মাদানিল জুদি ওয়াল কারামি মাম্বাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী ওয়া বারিক ওয়া সাল্লিম।
এরপর পরম দয়ালু ও ক্ষমাশীল আল্লাহ পাকের নিকট দুনিয়া ও আখিরাতের যেকোন কল্যাণকর দো'আ করুন এবং দিনে রোযা রাখুন। ইনশা'আল্লাহ দো'আ কবুল হবে।
Reference :
 ইমাম হিন্দি (রহঃ) : কানযুল উম্মাল, খন্ড-১২, পৃষ্ঠাঃ ৩১২-৩১৩, হাদিস নম্বরঃ ৩৫১৭০, 
 ইমাম গাজ্জালি (রহঃ) : এহইয়া উলুমুদ্দীন,  ইমাম বায়হাকী (রহঃ) : বায়হাকী শরীফ, খন্ড-৩, পৃষ্ঠাঃ ৩৭৪,  ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (রহঃ) : মাসাবাতা বিসুন্নাহ, পৃষ্ঠাঃ ৭০


২. ১০০ বছরের ইবাদতের সওয়াব!
শবে মেরাজের রোযাঃ হযরত সালমান ফারসী (رضي الله عنه) হতে বর্ণিত, 
নবী করিম (দ) ইরশাদ করেন, রজব মাসের মধ্যে এমন এক দিন ও রাত আছে, যা বড় মর্যদাবান। যেই ব্যক্তি ঐ দিনে রোজা এবং রাতে ইবাদত করবে, আল্লাহ পাক তার আমলনামায় ১০০ বছর লাগাতার রোযা রাখা এবং ১০০ বছর রাত জেগে নামায পড়ার সওয়াব দান করবেন। আর ঐ সময়টি হল, রজব মাসের ২৭ তারিখের (শবে মেরাজের) দিন ও রাত।
Reference : 
 ইমাম সুয়ূতী (রহঃ) : দুররুল মনসুর, আল জামেয়ুল কবীর, ইমাম বায়হাকী (রহঃ) : শুআবুুল ঈমান, খন্ড-৩, পৃষ্ঠা-৩৭৪, হাদিস নং-৩৮১১
আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.