বেশী করে দোয়াটি পড়তে থাকুন মাটির ব্যবসায় স্বর্ণের মূল্য মিলবে।

 

বেশী করে দোয়াটি পড়তে থাকুন মাটির ব্যবসায় স্বর্ণের মূল্য মিলবে।



নবী করিম (দ) যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে সকলে ক্বারী ছিলেন না, হযরত আবদুর রহমান বিন আউফ (রা) ও জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের তালিকায় ছিলেন। আর আবদুর রহমান বিন আউফ (রা) এর বৈশিষ্ট ছিল তাঁকে আল্লাহ তায়ালা অঢেল ধন সম্পদ দান করছেন আর তিনিও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে রব আমাকে এত সম্পদ দান করেছেন সে রবের পছন্দনীয় দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে এক ফোটাও কৃপনতা করবনা।

আশ্চর্য়্যের বিষয় হয় তিনি এক একটি মজলিশে ২ কিলো আড়াই কিলো স্বর্ণ আল্লাহর ওয়াস্তে খরচ করতেন।

তিনি যখন ওমরা করতে আসলেন তখন লোকজন এর জানার আগ্রহ হল আবদুর রহমান বিন আউফ ওমরার তাওয়াফের সময় আল্লাহর কাছে কি দোয়া করেন? যে জন্য আল্লাহ তায়ালা তার ব্যবসায় এত বরকত দান করন, সে মাটির নিয়ে ব্যবসা করলেও স্বর্ণের মূল্য পায় এটা কিভাবে সম্ভব?

দেখা গেল হযরত আবদুর রহমান বিন আউফ (রা) দোয়া করছেন (রাব্বি কিনি শুহহা নাফসি) হে আল্লাহ আমার নফসকে কৃপনতা থেকে রক্ষা কর।

তার এই দোয়া দেখে একজন প্রশ্ন করলেন আপনি এক বৈঠকে ২/২.৫ কিলো স্বণ দানকরেন এরপরও আপনি কৃপণতা থেকে পানাহ চাচ্ছেন? আর বলছেন (রব্বি কিনি শুহহা নাফসি)? হে আল্লাহ আমার নফসকে কৃপণতা থেকে রক্ষা কর।

এই আবদুর রহমানের জন্য সৈয্যদা আয়শা (রা) দোয়া করেন (সাকাল্লাহু আবাকা মিন সালসাবিলিল জান্নাহ) হে আবদুর রহমান তোমাকে আর তোমার পিতাকে আল্লাহ জান্নাতের সালসাবিল থেকে পান করাক। এত বড় দোয়া দিয়েছেন। 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.