১০০% রিজিকের সব পেরেশানি দুর হয়ে যাবে

 

যখন রিজিকের বিষয়ে কোন পেরেশানি আসে তখন এই ঘটনাটি মনে করুন ১০০% রিজিকের পেরেশানি দুর হয়ে যাবে



ইমাম ফখরুদ্দিন রাজি যিনি ৬০৬ হিজরীতে ইন্তেকাল করেন তিনি লিখেন

একবার হযরত মুসা (আ) এর উপর যখন অহি নাজিল হচ্ছিল সে সময় তিনি তার ঘরবাসীর ব্যপারে চিন্তিত হয়ে গেলেন, তিনি চিন্তা করছিলেন তারা খানা খেয়েছি কিনা খায়নি। মুসা (আ) যখন পরিবারের রিজিকের চিন্তায় চিন্তিত হয়ে গেলেন তখন আল্লাহ তায়ালা মুসা (আ) কে বললেন হে মুসা আপনি আপনার সামনে যে পাথরটি আছে তাতে লাঠি মারুন। মুসা (আ) লাঠি মারার সাথে সাথে তার ভিতরে আরো ১টি পাথর বের হয়ে আসল, সেটাতেও লাঠি মারার হকুম হল, মুসা (আ) লাঠি মারলে তার ভিতর থেকে আরো ১টি পাথর বের হয়ে আসল, যে পাথরে কোন ছিদ্র ছিলনা, যখন তাতেও লাঠি মারলেন সে পাথরের ভিতর একটি ছোট্ট পোকা দেখা গেল যার মুখে সবুজ খাবার মওজুদ ছিল। আল্লাহ তায়ালা হযরত মুসা (আ) কে সে পোকার কথা বা জিকির শুনার ক্ষমতা দিলেন,

সে পোকাটি বলছিল

سُبْحانَ مَن يَرانِي، ويَسْمَعُ كَلامِي، ويَعْرِفُ مَكانِي، ويَذْكُرُنِي ولا يَنْسانِي.

ছুবহানা মান এয়ারানি, ওয়া এয়াসমাউ কালামি, ওয়া এয়ারাফু মাকানি, ওয়া এয়াজকুরুনি ওয়ালা এয়ানসানি

অর্থ্যাৎ পবিত্র হলেন সে জাত যিনি আমাকে দেখেন আমার কালাম শুনেন এবং আমার অবস্থান সম্পর্কে জানেন এবং আমাকে মনে রাখেন আমাকে কখনো ভুলেন না।

সুত্র- তফসিরে কবির ৬ষ্ঠ খন্ড, ৩১৮ পৃষ্ঠা বৈরুতের ছাপা

 

আমাদের সবচেয়ে বড় টেনশন হল রিজিক রুজি রোজগার নিয়ে, অথচ আল্লাহ তায়ালা সৃষ্টি প্রাণীর রিজিকের দায়িত্ব নিজ জিম্মায় নিয়েছেন যেমন সুরা হুদ এর ৬ নং আয়াতে এরশাদ করেন

وَمَا مِن دَآبَّةٍ فِي الأَرْضِ إِلاَّ عَلَى اللّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ

আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। [সুরা হুদ -]

 

আপনার রিজিক যতটুকু দুনিয়ার সকলে যদি তা থেকে আপনাকে বঞ্চিত করতে চায় বঞ্চিত করতে পারবে না, আর যা আপনার রিজিকে নাই তা যদি আপনি সর্বশক্তি দিয়ে আকঁড়ে ধরতে চান ধরে রাখতে পারবেন না।

আপনার ভাগের রিজিক যা আছে তা ভোগ না করা পর্যন্ত আপনার মৃত্যুও হবেনা।

তাই রিজিক নিয়ে টেনশন না করে রিজিকের মালিককে রাজি করতে সময় ব্যয় করুন, ইনশা আল্লাহ দুনিয়াতেও রিজিকের অভাব হবেনা আখেরাতেও জান্নাত ও জান্নাতের নাজ ও নেয়ামত মিস হবে।

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.