এমন ১টি ওজিফা যা সোজা আরশে গিয়ে পৌঁছে।
এমন ১টি ওজিফা যা সোজা আরশে গিয়ে পৌঁছে।
ইমাম আবু হানিফা (রহ) তার
মসনদে লিখেন, জাহান্নামের ফেরেশতারা সে সব জাহান্নামিদের বের করবেন যাদের সামান্য পরিমাণ
ঈমান আছে, যখন এ সকল জাহান্নামিকে বের করে শেষ করবেন তখন সেখান থেকে এক আওয়াজ আসবে,
আল্লাহ তায়ালা জিবরাইল
ফেরেশতাকে বলবেন হে জিবরাইল এখনো কাকে দোযখে রেখে দেয়া হয়েছে? জিবরাইল বলবেন কেহ নাই,
যারা যারা বের হওয়ার উপযুক্ত সকলকে বের করা হয়েছে,
হক তায়ালা বলবেন একটি আওয়াজ
আসছে, (এয়া হান্নানু এয়া মান্নান) হে মেহেরবান আল্লাহ আমাকেও বাঁচান।
হক তায়ালা জিবরাইলকে বলবেন
তুমি তোমার কান আরশের সাথে লাগাও তাহলে শুনতে পাবে, আরশের সাথে কান লাগানের সাথে সাথে
শুনতে পেলেন এয়া হান্নানু এয়া মান্নান,
জিবরাইল সাথে সাথে দ্রুত
জাহান্নামের দিকে রওয়ানা হবেন, জাহান্নামের দারোগা মালেক ফেরেশতাকে জিজ্ঞেস করবেন,
মালেক ফেরেশতা বলবেন তালিকা মোতাবেক সকলকে জাহান্নাম থেকে বের করে দেয়া হয়েছে, একজনও
জাহান্নামে বাকী নাই।
এ কথা শুনে জিবরাইল ফিরে
যাবেন আল্লাহ তায়ালা আবার বললেন জিবরাইল আরশের সাথে কান লাগিয়ে শুন আমার এক বান্দা
জাহান্নামে আমাকে ডাক দিচ্ছে, জিবরাইল কান লাগিয়ে শুনে কাঁদবেন, সেখান থেকে আওয়াজ আসছে
(এয়া হান্নানু এয়া মান্নান) জিবরাইল আবার রওয়ানা হবেন,
জিবরাইল (আ) জাহান্নামের
সকল দায়িত্বরত ফেরেশতা ও মালেক ফেরেশতাকে বলবেন ভালো করে জাহান্নামে খুঁজে দেখতে, কিন্তু
তারা অনেক খুঁজে এমন কাউকে পাবে না, তখন হক তায়ালা বলবেন জাহান্নামের একদম নিচে পোকার
সুরতে একটি আগুনে পোড়া কয়লা আছে সেটাকে তুলে আন, ফেরেশতারা যখন সেটা তুলবেন দেখবেন
সেটা থেকেই আওয়াজ আসছে (এয়া হান্নানু এয়া মান্নান)
সুবহানাল্লাহ আল্লাহ তায়ালা
অনেক বড়, সকল জ্ঞান আল্লাহক কাছে। সকল দায়িত্বরত ফেরেশতারা নিজেদের অজ্ঞতার কারনে লজ্জিত
হবে এবং ক্ষমা চাইবে।
এয়া হান্নানু এয়া মান্নান
এত শক্তিশালী ওজিফা যার আওয়াজ আল্লাহ তায়ালার আরশ থেকে শুনা যায়। যার বরকতে আল্লাহ
জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন।
আগুনের তাপে সে কয়লায় পরিণত
হয়ে গেল, তারপর তার শরীর বাঁকা হয়ে গেল, আর সে বাঁকা শরীর একটি পোকার আকৃতি ধারন করল,
আর সে আগুনের কয়লা থেকে আওয়াজ ভেসে আসছে (এয়া হান্নানু এয়া মান্নান) ঈমানের কারনে এক
না একদিন জাহান্নাম থেকে মুক্তি নসিব হবে। আসুন আমরাও বেশী বেশী জিকির করি (এয়া হান্নানু
এয়া মান্নান) প্রতিদিন অন্তত ১০০ বার এই ওজিফা করুন।
কোন মন্তব্য নেই