পেটের অসুখ দুর করার দোয়া আমল ওজিফা

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম



প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম! আজ এমন একটি রোগ সম্পকে আলোচনা করব যে অধিকাংশ লোকের হয়, সেটি হল পেটে যে কোন ধরনের গ্যাস বা বদ হজম হওয়া, টক ঢেকুর আসা, মুখে পানি আসা, এ ব্যপারে আজ ৩টি ওজিফা আলোচনা করব, প্রত্যেকের জন্য এটা অনেক উপকারি হবে ইনশা আল্লাহ।

প্রিয় বন্ধুরা আমাদের প্রত্যেকের এই বিশ্বাস আছে যে আল্লাহর নামের মধ্যে বরকত এবং শেফা রয়েছে। কুরআনের মধ্যে শেফা রয়েছে,  যদি পরিপূণ বিশ্বাসের সাথে আমল করেন তাহলে অবশ্যেই এর ফায়দা হবে। বান্দা আল্লাহর প্রতি যে রকম ধারনা করেন আল্লাহ তায়ালাও বান্দার প্রতি সে রকম মোয়ামালা করেন। সুতরাং বিশ্বাস পরিপূণ হলে ফায়দাও পরিপূণ হবে।

আজকে যে ৩টি ওজিফা বলব ৩টি ওজিফাই পরীক্ষিত একটি ওজিফা জান্নাত থেকে এসেছে, ২য় ওজিফাটি পবিত্র কুরআনের ওজিফা, ৩য় ওজিফা আল্লাহর নামের ওজিফা, সুতরাং প্রত্যেকটি ওজিফাই খুবই গুরুত্ব পূণ, তাই যারা এই ওজিফাগুলি করবেন তাদের পেটের সমস্যা আর থাকবেনা। ইনশা আল্লাহ।

প্রিয় বন্ধুরা এবার আসুন ওজিফাগুলি আলোচনা করা যাক

প্রথম ওজিফা যা জান্নাত থেকে এসেছে- আপনি যদি খাবারের সময় ১টি জান্নাতি নিয়ম অনুসরণ করেন আপনাকে জীবনে পেটের অসুখ নিয়ে ডাক্তারের কাছে যেতে হবেনা

আর সেটি হল খাবার খাওয়ার সময় একটি জান্নাতি নিয়ম অনুসরণ করা আর তা হল খাবারের আগে ফলমুল খাওয়া, কিন্তু আমরা ফলমুল খাই খাবারের পর যেমন আল্লাহ তায়ালা জান্নাতিদেরকে খাবার পরিবেশন করবেন আগে ফলমুল দিবেন তারপর মাংস খেতে দিবেন

যেমন সুরা ওয়াকেয়ার ২০-২১ নং আয়াতে আছে

وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ

আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে, [সুরা ওয়াক্বিয়া - ৫৬:২০]

وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ

এবং রুচিমত পাখীর মাংস নিয়ে। [সুরা ওয়াক্বিয়া - ৫৬:২১]

এই আয়াতের উপর এসতেদলাল করে ইমাম গাজ্জালি (রহ) বলেন মেহমাদারির জন্যও সবচেয়ে উত্তম পন্থা হল আগে ফল ফ্রুট দিবেন, তারপর খাবার পেশ করবেন। আল্লাহ তায়ালা এতে মানব জাতির জন্য কল্যাণ লুকায়িত রেখেছেন।

২য় ওজিফা হল কুরআনের আয়াতের ওজিফা

যে সব লোকের বদ হজমি হয় তারা কুরআনের এই ২টি আয়াত পাঠ করে নিজ হাতে ফুক দিবেন তারপর সে হাত নিজের পেটের উপর মাসেহ করবেন। অথবা যে কোন খাবারে ফুক দিয়ে সে খাবার খেতে পারেন, ইনশা আল্লাহ বদ হজমির সমস্যা দুর হয়ে যাবে।

আয়াত ২টি হল সুরা মুরসালাতের ৪৩ ও ৪৪ নং আয়াত

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর। [সুরা মুরসালাত - ৭৭:৪৩]

إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنينَ

এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। [সুরা মুরসালাত - ৭৭:৪৪]

 এই ২টি আয়াত পাঠ করে নিজের উপর নিজে ফুক দিবেন বা হাতে ফুক দিয়ে হাত পেটে মাসেহ করবেন বা খাবারে ফুক দিয়ে সে খাবার খেলে বদ হজমি দুর হয়ে যাবে।

৩য় ওজিফা হল আল্লাহর নামের ওজিফা

যাদের পেটের সমস্যা তারা প্রত্যেক নামাজের পর ১ বার দরুদ শরফি পড়ে ৭ বার পড়বেন আল্লাহর গুনবাচক নাম (এয়া মুহয়ী) অর্থ্যাৎ হে জীবনদানকারী। তারপর আবার ১ বার দরুদ শরীফ পড়বেন তারপর আপনার বুকে ফুঁক মেরে দিবেন। বা হাতে ফুক দিয়ে হাত পেটে মালিশ করবেন।

ইনশা আল্লাহ সুস্থতা অনুভব করবেন

এই ওজিফাগুলি করে উপকার পেলে অবশ্যই কমেন্টবক্সে জানাবেন।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.