রবিউল আউয়াল মাসের ৪টি ওজিফা। কঠিন বিপদ দুর হবে। সকল আশা পুরণ হবে

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম



প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম! আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রবিউল আউয়াল  যে মাসে এই দুনিয়ায় তশরিফ এনেছেন আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), আমি সর্বপ্রথম প্রশংসা করছি সে মহান রবের যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সাথে সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী তার সাহাবা এবং আহলে বাইতের উপর।

আজকে আমি এমন কয়েকটি ওজিফা বলব যে ওজিফাগুলি আপনার ভাগ্য সুপ্রসন্ন করে দিবে। আপনার মনের আশা পুরণ হবে আপনার ঘর এর প্রয়োজন হলে ঘর পাবেন, আপনার সম্পদের প্রয়োজন হলে সম্পদ পাবেন, আপনার বরকত প্রয়োজন হলে বরকত পাবেন। বিপদ মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি মিলবে ইনশা আল্লাহ।

পুরা রবিউল আউয়াল মাস ব্যপী আমল বা ওজিফাগুলি করবেন ইনশাআল্লাহ এক মাসের মধ্যেই আপনার মনের সব নেক মকসদ আল্লাহ তায়ালা পুরণ করে দিবেন

ওজিফা বা ৪টি আমলই খুবই গুরুত্বপূণ তাই সবগুলি আমল গুরুত্বসহকারে শিখে নিন।

১) যদি বিদ্যা বুদ্ধির বিনিময়ে রিযিক আসত, তাহলে আঙ্গুলের টিপসই দাতা এমবিএ পাশ একাউন্টেন্ড রাখতেননা। অনেক ধনী আছেন টিপসই ছাড়া স্বাক্ষর দিতে পারেন না, কিন্তু তার অধিনে বিবিএ এমবিয়ে পাশ চাকরী করছেন। যদি উচ্চ ডিগ্রী ও বিদ্যার দ্বারা দৌলত হাছিল হত তাহলে এই টিপসই দাতার এত সম্পদ কোথা থেকে এলো?

সে জন্য আল্লাহ তায়ালা ফরমান -এটা ভাবিওনা যে এটা তোমার পারদর্শিতার ফল, (আওয়ালাম এয়ালামু আন্নাল্লাহা এয়াবসুতুর রিজকা লিমান এয়াশা) আল্লাহ যাকে চান তার জন্য রিযিকের দরজা খুলে দেন।

আর যার জন্য চান রিযিক সংকির্ণ করে দেন।

কতলোক কতই মেহনত করেন কিন্তু ফলাফল জিরো। আর কিছু লোক কিছু করেনা মাটিকে হাত লাগায় সোনা হয়ে যায়। আবার অনেক লোক সোনাকে হাত লাগালে তা মাটি হয়ে যায়।

যে আমাদের জন্য মাটিকে সোনা আর সোনাকে মাটি বানিয়ে দেন, আল্লাহ বলেন তাকে চিনে নাও, সে হল তোমাদের রব। মুমিনের তাওয়াক্কুল মুমিনের ভরসা আল্লাহর উপর হওয়া উচিত।

যখন কেহ আল্লাহর উপর পূণ ভরসা কায়েম করে নিবেন, তখন তার ব্যপারে হুযুর (দ) এরশাদ করেন যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার যে হক তা আদায় করে দিতে পার তাহলে তিনি তোমাদেরকে এমন রিযিক দান করবেন যেমন পশু পাখিকে দান করেন। পশু পাখি যখন ঘর থেকে সকালে বের হয় তখন সে খালি পেটে বের হয়, আর যখন ফিরে আসে কখনো কোন জানোয়ার ক্ষুধাথ ফিরে আসেনা।

আপনাকে যদি কেহ প্রশ্ন করে পেয়ারার বাগানে কোন পেয়ারাটি সবচেয়ে বেশী মজাদার হবে? অনেকেই বলতে পারবেনা কিন্তু আমি আজ একটি টিপস বলি,  আপনি পেয়ারার বাগানে যাবেন সেখানে যে পেয়ারার গায়ে কোন তোতা পাখি ঠোকর মেরেছে দেখবেন বুঝে নিবেন এই পেয়ারাটিই সবচেয়ে মিষ্টি সবচেয়ে মজাদার। কারন তোতা সে ফলেই ঠোকর লাগায় যেটি বাগানের সবচেয়ে মজাদার ফল।

দেখুন একটি পাখিকে আল্লাহ সে ফল চিনার শক্তি দিয়েছেন এবং সে সে ফলটিই খায় যেটি সবচেয়ে সেরা, এই ক্ষমতা আল্লাহ তাকে এজন্য দিয়েছেন কারন এরা আল্লাহর উপর তাওয়াক্কুল কারী।

তাই আমাদের আকা ও মওলা ফরমায়েছেন আল্লাহর উপর তাওয়াক্কুলের যে হক তা আদায় কর তাহলে তিনি তোমাদেরকে এমন রিযিক দান করবেন যেমন পাখ পাখালিকে দিয়ে থাকেন। (মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু) তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে। (মান লাহুল মাওলা ফালাহুল কুল) যার জন্য মওলা তার জন্য সবকিছু। 

২) ঘরের মালিক হওয়ার ছোট্ট দোয়া আমল ও ওজিফা

মানুষ চায় নিজের একটি ঘর হউক। ঘরটা প্রশস্থ হউক। সুন্দর হউক। থাকার জায়গাটি চমৎকার হউক। সে জন্য ঘরের ৪টি অতি সহজ দোয়া আমল ও ওজিফা আপনাদের সামনে তুলে ধরব

প্রথমটি হল  ১টি দোয়া (আল্লাহুম্মাগফিরলি জানবি, ওয়া ওয়াচ্ছিলি ফি দারি, ওয়া বারিক লি ফি রিযকি)  অর্থ্যাৎ হে আল্লাহ আমার গুনাহসমুহকে মাফ করে দাও, আমার জন্য আমার ঘরকে প্রশস্থ করে দাও, আমার জন্য আমার রিযিকে বরকত দান করুন।

এই দোয়াটি যখন অজু করেন তখন বারবার পড়তে থাকবেন। এবং মাগরিব নামাজের পর ১০১ বার এই দোয়াটি পড়বেন আগে পড়ে ১ বার করে দরুদ শরীফ পাঠ করবেন। এই ওজিফাটি ৯০ দিন নিয়মিত করে যাবেন, ইনশা আল্লাহ আপনার জন্য ৯০ দিনের মধ্যেই আল্লাহ তায়ালা কোন ব্যবস্থা করে দিবেন।

২য় ওজিফাটি হল- প্রতিদিন ৭৮৬ বার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বেন আর আগে পড়ে ১ বার দরুদ পাঠ করবেন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশা আল্লাহ আল্লাহ তায়ালা আপনার জন্য ঘরের মালিক হওয়ার বিষয়টি সহজ করে দিবেন।

৩য় ওজিফাটি হল- প্রতিদিন ১০০০ বার এসতেগফার পড়বেন এবং ঘরের মহিলা পবিত্রতা কালিন সময়ে প্রতিদিন মাগরিবের পর সুরা ওয়াকেয়া পাঠ করবেন।

৪থ ওজিফাটি হল- রাতে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন আর সে সময় আল্লাহর কাছে অত্যন্ত কায়মনো বাক্যে নিজের ভাষায় দোয়া করবেন এবং নিজের অভাব অভিযোগ আল্লাহর কাছে পেশ করবেন। ইনশা আল্লাহ আল্লাহ তায়ালা আপনার ফরিয়াদ কবুল করবেন।

৩) বড় বড় কঠিন সমস্যা দুর করার ওজিফা

কুরআনে করিমে সুরা বাকারায় এসেছে (ইন্নাল্লাহা এয়ামুরুকুম আন তাজবাহু বাকারাহ) আল্লাহ হকুম দিচ্ছে গাভি জবেহ কর।

তফসিরে কবিরে লিখা হয়েছে

বনি ইসরাইলের এক সমস্যা হয়েছিল,  আর তাতে মৃত ব্যক্তির জীবিত হওয়া আর মৃত জীবিত হয়ে কথা বলা জরুরী ছিল।

অতএব অনেক দুঃখ পেরেশানির পর একটি গাভি জবেহের উপযুক্ত পেয়ে গেল। অনেক দাম দিয়ে কিনে তা জবেহ করল। আর গাভির গোশতের টুকরা নিয়ে মৃত ব্যক্তির সাথে যখন টাচ করা হল, সে মৃত জিন্দা হয়ে গেল। আর সে বলে দিল যে আমাকে আমার ভাতিজা আমার সম্পদের জন্য হত্যা করেছে। সেটা ছিল মুসা (আ) এর জামানায়।

ওলামায়ে কেরাম বলেন যদি মৃত ব্যক্তি কোন কারনে জিন্দা হতে পারে, তাহলে গাভির সদকার দ্বারা জিন্দা হয়ে যেত। কিন্তু আল্লাহ তায়ালা এখন আর গাভির দ্বারা সে রকম জিন্দা করেন না। সেটা মুলত মুসা (আ) এর একটি মুযেজা ছিল। সে জন্য আল্লাহ বলেন (কাজালিকা ইউহয়িল্লাহুল মাউতা)

তবে এসব ঘটনা থেকে এটা প্রমাণিত হয় সদকা করা বড় বড় হালাল প্রাণী আল্লাহর রাস্তায় দান করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাছিল করা যায় রবিউল আউয়াল মাসে গ্রামে শহরে ঘরে ঘরে যে বড় বড় পশু জবেহ করা হয় প্রিয় নবীর মিলাদুন্নবী করা হয় এটাও মুলত আল্লাহর সন্তুষ্টির অনেক বড় জরিয়া এবং এর দ্বারা বড় বড় বলা মসিবত সমুহ দুর হয়ে যায়। বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়।

৪) শরীরের শক্তি বৃদ্ধি, ইজ্জত সম্মান বৃদ্ধি, অথ সম্পদ বৃদ্ধির হাদীসের দোয়া দোয়াটি এসেছে মুছান্নাফ ইবনে আবি শায়বা কিতাবে হাদীস নাম্বার ২৭৭৭৫

nhiZ eyivq`v (iv) e‡jb ivmyjyjøvn (`) Avgv‡K e‡j‡Qb Avwg wK †Zvgv‡K Ggb KZ¸wj K_v wkLv‡evbv, †h K_v¸wj Avjøvn iveŸyj Avjvgxb H e¨w³‡K wkLvb,  †h e¨w³i cÖwZ Avjøvni iveŸyj Avjvwgb Kj¨vb `vb K‡ib| †h e¨w³i Kj¨vb Pvb †m e¨w³‡K Avjøvn iveŸyj Avjvwgb GB K_v¸wj wkLvb| AZtci Zv‡K Avi fzjvb bv|

nhiZ eyivq`v (iv) e‡jb AZtci Avwg ejjvg †n Avjøvni ivmyj Avcwb Avgv‡K †m K_v¸wj wkLvb| ZLb ivmyj (`) KZ¸wj †`vqv wkLv‡jb| Gi ga¨ †_‡K GKwU †`vqv nj|

Capture.JPG

evsjv D”PviY- Avjøvû¤§v Bbœx `Cdyb dvK¡Iqxbx, Iqv hvjxjyb dvAvBhhvbx, Iqv dvKxiæb dvihyKbx|

A_© ‡n Avjøvn wbðqB Avwg `ye©j AZGe Zywg Avgv‡K kw³ kvjx evbvI| Ges Avwg nxb AZGe Zywg Avgv‡K m¤§vb `vb K‡iv| Avwg `wi`« AZGe Zywg wiwhK `vb K‡iv| m~Î- gymvbœvd Be‡b Avex kvBevn-27775

mywcÖq `k©K Avcbviv eyS‡Z cvi‡Qb †`vqvwU Avgv‡`i ‰`bw›`b Rxe‡b KZB ¸iæZ¡c~Y©| Avkv Kwi Avcbviv wbqwgZ Avgj Ki‡eb|

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.