চলতে ফিরতে সহজ ৭টি জিকির করুন How to gain Jannah । বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দোয়া Jannat laver dua

 


চলতে ফিরতে সহজ ৭টি জিকির করুন How to gain Jannah ।
বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দোয়া

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ

সম্মানিত দ্বীনি ভাইও বোনেরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এমন সহজ ৭টি জিকির নিয়ে যা আল্লাহ ও রসুলের নিকট প্রিয় এবং তার পুরস্কার সরাসরি জান্নাত আপনাদের কাছে অনুরোধ করব এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন

বন্ধুরা! কাজের ফাঁকে কিংবা অবসর সময় মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শুনে, কেউ নাটক, কেউ সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে।

কিন্তু এই অবসর সময় কিংবা আপনার কাজের ফাকে ফাকে যদি ছোট ছোট কিছু আমল করেন জিকির করেন যার ফলে মানুষ কিন্তু দুনিয়াতেও প্রশান্তি পেতে পারে এবং পরকালে জান্নাতে ঠিকানা করে নিতে পারে আজকে আমি এই ভিডিওটিতে এমনই সহজ ৭টি জিকির নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যে গুলি করলে প্রিয় নবীজি (দ) জান্নাতরে সুসংবাদ দিয়েছেন আমি আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর থেকে এই আমলগুলি নিয়মিত পালন করবেন কখনো এই আমলগুলো বাদ দিবেন না।

(১) নবী করিম (দ) বলেন যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে সে যদি সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে সরাসরি জান্নাতে যাবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে সরাসরি জান্নাতে চলে যাবে দোয়াটি সৈয়্যদুল এসতেগফার নামে পরিচিত  যেমন
 
أَللَّهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্বতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিং শাররি মা সানাতু আবুউলাকা বি-নিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিজান্মি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।

(২) নবী করিম (দ) বলেন যে ব্যক্তি আযানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে (মুসলিম ও আবু দাউদ)

অতএব যখনই আযান হবে মুয়াজ্জিনের সাথে সাথে আপনিও আযানের শব্দগুলি বলবেন তবে হাইয়্যা আলাস সালাহ ও হাইয়্যা আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ বলবেন

(৩) নবী (দ) বলেন প্রত্যেক ফরয নামাজের পর যে ১ বার আয়াতুল কুরসি পড়বে মৃত্যু ছাড়া তাকে কেহ জান্নাতে যেতে বাঁধা দিতে পারবেনা

اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তাঅ খুযুহু সিনাতুঁও ওয়া লা নাওম। লাহু মা ফিস্ সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্বি। মাং জাল্লাজি ইয়াশফাউ ইংদাহু ইল্লা বি-ইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম্ মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিইয়্যুহুস্ সামাওয়াতি ওয়াল আরদ্বি, ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিয়্যুল আজিম।

(৪) নবী করিম (দ) এরশাদ করেন যে অজুর শেষে ১ বার কলমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে।’ (ইবনে মাজাহ, তিরমিজি, নাসাঈ, মুসনাদে আহমাদ)

(৫) যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযিম ওয়াবিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতি) খেজুর গাছ রোপন করা হবে। (তিরমিজি ১৬০)

(৬) নবী করিম (দ) এরশাদ করেন লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাবিল্লাহ, হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন (বুখারী ২১৩, মুসলিম ২০৭৬)

(৭)নবী (সঃ) বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন।

এবং তিনি (সঃ) আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০বার এবং বিকালে ১০বার দুরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। [তাবারানী,মাজময়াউজ জাওয়াঈদ-১০/১২০,

প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা সবসময় এই সহজ আমলগুলি সহজ জিকির গুলি করবেন

এছাড়াও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ , সুবহানাল্লাহ, আলহামদুল্লিাহ এর জিকির সমুহ সদা সর্বদা মুখের মধ্যে জারি রাখবেন নিঃসন্দেহে ১ বার মন থেকে যে আলহামদুলিল্লাহ বলবে তা তার মিজানের পাল্লাকে ভরিয়ে দিবে। (তিরমিজি ৪৬২) যদি সর্বক্ষণ মুখে কলমার জিকির জারি রাখেন তাহলে মৃত্যুর সময়ও নিজের অজান্তেই কলমা নসিব হবে আর যার শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার ঠিকানা নিশ্চিত ভাবে জান্নাত আশা করি সকলে এই আমলগুলি করে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতে নিজেদের ঠিকানা করে নিতে পারবেন।

জিকির গুলি নিজে করবেন এবং আপনজনদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন তারাও যেন এই আমলগুলি করে জান্নাতে আপনার সাথী হতে পারে।


আমাদের ইউটিউব চ্যানেল https://www.youtube.com/@Allahwalamedia https://www.youtube.com/@Allbangladua https://www.youtube.com/@Jaalhaq আমাদের ফেসবুক পেজ

আমাদের ফেসবুক গ্রুপ

ইনস্টাগ্রাম https://www.instagram.com/jaalhaq.bd/ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন

https://12monthkhutba.blogspot.com 

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.