নামাজের সেজদায় ৭ বার পড়ুন। দ্রুত ধনী হওয়ার দোয়া। বড় বড় রোগ কঠিন বিপদের আমল। সিজদায় দোয়া করা নিয়ম।

 


নামাজের সেজদায় ৭ বার পড়ুন। দ্রুত ধনী হওয়ার দোয়া। বড় বড় রোগ কঠিন বিপদের আমল। সিজদায় দোয়া করা নিয়ম।

সম্মানিত দ্বীনি ভাইও বোনেরা আমি আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিজদারত অবস্থায় সিজদায় মাথা রেখে এই দোয়া পড়লে আল্লাহ তায়ালা আপনাকে এত ধনী বানিয়ে দিবেন আপনার
ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবেনা ইনশা আল্লাহ আপনার সব চাহিদা আল্লাহ তায়ালা পুরণ করে দিবেন, বিপদ ঋণ থেকে মুক্তি দিবেন, বড় বড় সমস্যা সমাধান করে দিবেন আমি অনুরোধ করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমলটি করার জন্য

মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হল আল্লাহর এবাদত । এবাদতের মর্মার্থ হল সর্বোচ্চ মর্যাদারঅধিকারী সত্তার সামনে সর্বাধিক বিনীতভাবে নিজেকে সঁপে দেওয়া আক্ষরিক অর্থে এটা সর্বতোভাবে সিজদার মাধ্যমে সম্ভব । মানব সৃষ্টির সুচনায় আদি পিতা আদম (আ) কে কিবলা বানিয়ে সিজদা করার নির্দেশ জারি করা হয়েছে। পৃথিবীর সবকিছুই আল্লাহর জন্য সিজদা করে

যেমন সুরা রাদ এর ১৫ নং আয়াতে এরশাদ হয়েছে

وَلِلّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلالُهُم بِالْغُدُوِّ وَالآصَالِ
আল্লাহকে সেজদা করে যা কিছু নভোমন্ডলে ও ভূমন্ডলে আছে ইচ্ছা
অথবা অনিচ্ছা এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল-সন্ধ্যায়। [সুরা রা১৫]

সুরা হজের ১৮ নং আয়াতে আল্লাহ তায়ালা আরো এরশাদ করেন

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاء

তুমি কি দেখনি যে, আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভোমন্ডলে, যা কিছু আছে ভুমন্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি পর্বতরাজি বৃক্ষলতা, জীবজন্তু এবং অনেক মানুষ।

আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ যা ইচ্ছা তাই করেন [সুরা হাজ্জ্ব - ২২:১৮]

শুধু নিন্ম জগতে নয়, সিজদার এই নিয়ম রয়েছে  উর্ধজগতেও। সেখানে ফেরেশতারা মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে।

ইরশাদ হয়েছে- أَوَ لَمْ يَرَوْاْ إِلَى مَا خَلَقَ اللّهُ مِن شَيْءٍ يَتَفَيَّأُ ظِلاَلُهُ عَنِ الْيَمِينِ وَالْشَّمَآئِلِ سُجَّدًا لِلّهِ وَهُمْ دَاخِرُونَ

তারা কি আল্লাহর সৃজিত বস্তু দেখে না, যার ছায়া আল্লাহর প্রতি বিনীতভাবে সেজদাবনত থেকে ডান ও বাম দিকে ঝুঁকে পড়ে। [সুরা নাহল - ১৬:৪৮]

وَلِلّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مِن دَآبَّةٍ وَالْمَلآئِكَةُ وَهُمْ لاَ يَسْتَكْبِرُونَ
আল্লাহকে সেজদা করে যা কিছু নভোমন্ডলে আছে এবং যা কিছু ভুমন্ডলে আছে এবং ফেরেশতাগণ; তারা অহংকার করে না। [সুরা নাহল - ১৬:৪৯]

সুতরাং সিজদারত অবস্থায় আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, এখন সিজদায় কিভাবে দোয়া করবেন এর নিয়ম এবং সিজদায় দোয়া করলে যে দোয়া কবুল হয় তা
এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। সিজদায় দোয়া করলে যে দোয়া কবুল হয় এ ব্যপারে সহি মুসলিম শরীফের একটি হাদিস রযেছে নবী করিম (দ) বলেছেন বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজেই তোমরা এ সময়ে বেশি বেশী দোয়া কর (মুসলিম ১/৩৫০)

এবার আমরা জেনে নিব সিজদায় দোয়া করার নিয়ম কি?

সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তসবিহ পড়ে নিতে হবে সে হিসেবে সুবহানা রাব্বিয়াল আলা (৩ বার) পড়ার পর দোয়া শুরু করতে হবে, তবে ফরয নামাজের সিজদাতে এ ধরনের দোয়া করা বৈধ নয়, কারন ফরয নামাজের সিজদায় নবী করিম (দ) থেকে দোয়া করার প্রমাণ নাই দোয়া করতে হবে নফল নামাজের সিজদাতে তবে নফল নামাজের সিজদাতেও যখন দোয়া করবেন তখন সে সব দোয়া করা উচিত যে সব দোয়া নবী করিম (দ) করেছেন  নববী সে সব দোয়া সিজদায় করতে হবে যে সব দোয়ার মর্মার্থও আপনার জানা আছে,

এ কথা সব সময় মনে রাখবেন যখন আপনি আল্লাহর কাছে আরবীতে কোন দোয়া পড়বেন যতক্ষণ সে দোয়ার মর্মার্থ আপনার জানা থাকবেনা ততক্ষণ সে দোয়া দ্বারা আপনার কোন উপকার হবেনা। তবে কোন কোন ওলামায়ে কেরাম বলেন নফল নামাজের সিজদাতে আপনি নিজের ভাষায়ও দোয়া করতে পারেন যেমন তাহাজ্জুদ নামাজের সিজদাতে সিজদার তাসবিহ পাঠ করার পর আরবী দোয়া না জানলে নিজ ভাষায় নিজের সকল আকুতি গুলি সিজদারত অবস্থায় পেশ করলে আল্লাহ তায়ালা সব দোয়া কবুল করে নিবেন।  তবে এমন কিছু চাইবেন না যা মানুষের কাছে চাওয়া হয় সিজদায় সে সব জিনিষ চাইবেন যা সিজদাতে চাওয়ার বৈধতা রয়েছে যেমন সচ্ছলতার দোয়া, ঋণ মুক্তির দোয়া, সন্তান লাভের দোয়া রিজিকে বরকতের দোয়া, বিপদ থেকে মুক্তির দোয়া, রোগ থেকে মুক্তির দোয়া, স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া, গুনাহ মাফের দোয়া ইত্যাদি

ধনী হওয়ার জন্য সিজদায় যে দোয়াসমুহ করবেন তা হল

(লা হওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলিইহ

অর্থ্যাৎ 'আল্লাহর সাহায্য ছাড়া গোনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না। আল্লাহ তাআলার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তার কাছেই আশ্রয় গ্রহণ করতে হবে।

বিখ্যাত তাবেয়ি হজরত মাকহুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যে ব্যক্তি এ বাক্যগুলো সাতবার বলবে আল্লাহ তাআলা তার সত্তরটি অভাব দূর করবেন। (তন্মধ্যে) সবচেয়ে হাল্কা বিপদ হলো মানুষের অভাব।

২য় দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা; ওয়াত তুক্বা; ওয়াল আফাফা; ওয়াল গেনা

অর্থ : হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। (মুসলিম, তিরমিজি

যারা ঋণ গ্রস্থ তারা নফল নামাজেরসিজদায় গিয়ে এই দোয়া বেশী বেশী পড়বেন

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ
 আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা আম্মান সিওয়া-ক।

তাছাড়া সিজদায় গিয়ে বেশী বেশী ক্ষমা প্রার্থনার দোয়া করবেন

সুরা নুহের ১০-১২ নং আয়াতে আল্লাহ তায়ালার নির্দেশনা হল যারা আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তায়ালা তাদেরকে ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, সন্তান সন্ততি দিবেন, উদ্যান স্থাপন করবেন, নদ নদীতে পানি, বাগানে ফসল দান করবেন বলে ওয়াদা করেছেন সুতরাং এত সব নেয়ামত লাভের জন্য আমাদের উচিত নফল নামাজের সিজদার তসবিহ পড়ে গুনাহ মাফ চাওয়া আর গুনাহ মাফের জন্য হাদীসে বর্ণিত দোয়াসমুহ পড়তে পারেন যেমন

> رَبِّغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ- রাব্বিগফির, ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিমিন।

> اَسْتَغْفِرُ الله وَ اَتُوْبُ اِلَيْهِ আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি

যারা বিপদে আছেন তারা তাহাজ্জুদ নামাজের সিজদার তসবিহ পড়ে বেশী বেশী দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমিন।পড়বেন

 হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল; নেমাল মাওলা ওয়া নেমান নাছির।পড়বেন

ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূ-মু বিরাহমাতিকা আস্তাগিছ। পড়বেন

যে কোন মাসনুন দোয়া সমুহ নফল নামাজের সিজদাতে পড়বেন ফজিলত ময় কোরআন হাদীসের দোয়া সমুহ অর্থ বুঝে পড়বেন ইনশা আল্লাহ আপনার হাজত আল্লাহ তায়ালা পুরণ করে দিবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনজনের কাছে শেয়ার করে দিবেন যাতে তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.