মোখা ঘূর্ণিঝড় থেকে বাঁচার দোয়া। ১০ নং মহা বিপদ সংকেত। ঘুর্ণিঝড় থেকে বাঁচার দোয়া।
মোখা ঘূর্ণিঝড় থেকে
বাঁচার দোয়া।
১০ নং মহা বিপদ সংকেত।
ঘুর্ণিঝড় থেকে বাঁচার দোয়া।
ঘূর্ণিঝড় থেকে এবং ঘুর্ণিৃঝড়ের ক্ষতি
থেকে বাঁচার জন্য যে সব দোয়া বেশী বেশী পড়বেন ৭টি দোয়া এখানে দেয়া হয়েছে আপনার
কাছে যে কটি সহজ লাগে সে কটি বেশী বেশী পড়তে থাকুন
يَا حَيُّ يَا قَيُّوْمُ
بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ
উচ্চারণ : ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূ-মু বিরাহমাতিকা আস্তাগিছ।
অর্থ : ‘হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আপনার
রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই।’ (তিরমিজি, মুসতাদরেকে হাকেম, মিশকাত)
>
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِالله
উচ্চারণ : ‘লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা
বিল্লাহ।'
অর্থ : ‘আল্লাহর সাহায্য ব্যতিত কোনো উপায় নেই
আর কোনো ক্ষমতাও নেই।’
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْل
– نِعْمَ الْمَوْلِى وَ نِعْمَ النَّصِيْر
উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল; নেমাল
মাওলা ওয়া নেমান নাছির।'
অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি
কতই না উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম
সাহায্যকারী।’
> اَللهُ...
اللهُ رَبِّىْ لَا اُشْرِكُ بِهِ شَيْئًا
উচ্চারণ : ‘আল্লাহু… আল্লাহু রাব্বি;
লা উশরিকু বিহি শাইআ।’
অর্থ : ‘হে আল্লাহ!... আল্লাহ তুমিই আমার
প্রভু। আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না।’ (আবু দাউদ)
> لَا
اِلَهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّى كَنْتُ مِنَ الظَّالِمِيْنَ
উচ্চারণ : ‘লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমিন।’
অর্থ : হে আল্লাহ! তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই; আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত।’
(তিরমিজি)
- اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ
جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ
الْأَعْدَاءِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি
আউজুবিকা মিন জাহদিল বালায়ি ওয়া দারাকিশ শিক্বায়ি ওয়া সুয়িল কাদ্বায়ি ওয়া
শামাতাতিল আদায়ি।’ (বুখারি)
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার
আশ্রয় প্রার্থনা করছি, বিপদ-আপদের দুর্বিষহ অসুবিধা থেকে,
দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে, ভ্রান্ত
সিদ্ধান্ত থেকে এবং শত্রুতার আনন্দ থেকে।’
اللَّهُمَّ
لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ
ذَلِكَ
‘আল্লাহুম্মা লা তাক্বতুলনা বিগাদ্বাবিকা ওয়ালা তুহলিকনা
বিআজাবিকা ওয়া আফিনা ক্বাবলা জালিকা।’ (মুসনাদে আহমাদ,
তিরমিজি)
অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমাদেরকে
তোমার ক্রোধ দ্বারা হত্যা করো না আর তোমার আজাব দিয়ে ধ্বংস করো না বরং এর পূর্বে
তুমি আমাদেরকে ক্ষমা কর।’
কোন মন্তব্য নেই