ঘুমানোর আগে আল্লাহর ৩টি নাম ইসমে আজম পড়লে সাথে সাথে ফল সব আশা পূরণ হয়

 


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

প্রিয় দ্বিনদার ঈমানদার পরহেযগার মুত্তাকি মুমিন মুসলমান দর্শক শ্রোতা,  আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  আল্লাহর বান্দা তার রাসুল প্রিয় দর্শক রাতে ঘুমানোর আগে আল্লাহর এই নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন  আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশা আল্লাহ

যদি আপনি চাকরি চান চাকরি পাবেন, যদি ব্যবসায় সফল হতে চান তাহলে ব্যবসায় সফল হবেন,  যদি আপনি সম্পদশালী হতে চান তাহলে আল্লাহ আপনাকে সম্পদের অধিকারী করে দিবেন যদি আপনি বিবাহ করতে চান বিবাহের ব্যবস্থা হয়ে যাবেন যদি মানুষের ভালোবাসা চান মানুষের ভালোবাসা পাবেন যদি আপনি বিদেশ যেতে চান বিদেশ যেতে পারবেন যদি ভালো রেজাল্ট অর্জন করতে চান ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন যদি আপনি সুস্থতা চান তবে আল্লাহর অশেষ কুদরতে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে গুনাহ মাফ হয়ে যাবে

প্রিয় দশক আল্লাহর এই নাম এত ফজিলতপূণ এত গুরুত্বপূণ এত পাওয়ারফুল যে গুনবাচক নাম  রাতে ঘুমানোর আগে পাঠ করলে, এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা দরকার আল্লাহ আপনাকে তাই দান করবেন আপনার দোয়া আল্লাহ তায়ালা বিদ্যুৎ গতিতে কবুল করবেন এই নামের বিষ্ময়কর ফজিলত এবং এই নাম ডাকার নিয়ম কানুন জানার জন্য আলোচনাটি শেষ পযন্ত শুনার অনুরোধ রইল

ঘুমানোর আগে ওজিফাটি করার নিয়ম প্রথমে বার দরুদ শরীফ পড়বেন

اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ

উচ্চারণ : আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁউঅআলা আ-লি মুহাম্মাদ, কামা স্বাল্লাইতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকাহামিদুম মাজিদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউঅ আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইবরা-হিমা অ আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকা হামিদুম মাজিদ।

 

 তারপর বার সুরা ইখলাস পড়বেন

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ - اللَّهُ الصَّمَدُ - لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ - وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।

এবার সুরা এখলাসে  আল্লাহর ২টি নাম আছে তা হল (আল্লাহুস সামাদ)  এই আল্লাহুস সামাদ নামটি ১১ বার পড়বেন তারপর বার আয়াতুল কুরসি পাঠ করবেন

اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-

বাংলা উচ্চারণ: আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ইলমিহি ইল্লা বিমা শা-আওয়াসিআকুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল আলিইয়্যুল আজিম। (সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)।

আয়াতুল কুরসিতে ২টি ইসমে আজম আছে তা হল (আল হাইয়্যুল কাইয়্যুম) এবার (এয়া হাইয়্যু এয়া কাইয়্যুম) ১১ বার পড়বেন। তারপর ১১ বার পড়বেন এয়া জাল জালালি ওয়াল ইকরাম, তারপর সবশেষে ৩ বার আবার দরুদ শরীফ পড়বেন,  আল্লাহর এই ইসম সমুহ ও দরুদ শরীফের ওজিফা পড়ার পর আল্লাহর কাছে মনে মনে যা চাওয়ার তা চাইতে চাইতে দোয়া করতে করতে ঘুমাবেন, খুব মন থেকে দোয়া করতে করতে ঘুমান ইনশা আল্লাহ আপনার মনের আশা পুরণ হবে, অবশ্যই এশা ও ফজরের নামাজ জামায়াতে পড়বেন। ওজিফাটি পালনের পর যদি উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দিবেন।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.