রাতের শ্রেষ্ঠ ১ট হাদীসের বিশ্বনবীর শিখানো দোয়া। ঘুমের আগে দোয়া ও আমল | A...


রাতে শোবার আগে সর্বশেষে যে দোয়াটি পড়লে আপনার আর মৃত্যু নিয়ে টেনশন থাকবেনা, ঘুমে মারা গেলেও ভয় নাই।

বুখারী হাদীস নং ২৪৫, মুসলিম ২৭১০, আহমাদ ১৮৫৮৫

বারাআ ইবনুআযিব (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তুমি বিছানায় যাবে তখন সালাতের উযূর মতো উযূ করে নেবে। তারপর ডান পাশে শুয়ে বলবেঃ

اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ،

আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক

‘‘হে আল্লাহ! আমার জীবন আপনার নিকট সমর্পণ করলাম

وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ،

ওয়াফাওয়্যাদতু আমরি ইলাইক

আমার সকল কাজ তোমার নিকট অর্পণ করলাম

وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ،

ওয়াআলযাতু জাহরি ইলাইক, রাগবাতান ওয়া রাহবাতুন ইলাইক

এবং আমি তোমার আশ্রয় গ্রহণ করলাম তোমার প্রতি আগ্রহ ভয় নিয়ে।

لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ،

লা মালযায়া ওয়ালা মানযায়া মিনকা ইল্লা ইলাইক

তুমি ব্যতীত প্রকৃত কোন আশ্রয়স্থল পরিত্রাণের স্থান নেই

اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ‏.

আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাজি আনজালতা ওয়াবিনাবিয়্যিকাল্লাজি আলছালতা

হে আল্লাহ! আমি ঈমান আনলাম তোমার অবতীর্ণ কিতাবের উপর এবং তোমার প্রেরিত নবীর প্রতি।’’

 অতঃপর যদি সে রাতেই তোমার মৃত্যু হয় তবে ইসলামের উপর তোমার মৃত্যু হবে কথাগুলো তোমার সর্বশেষ কথায় পরিণত কর 

 অর্থ্যাৎ শোবার যতসব দোয়া দরুদ আছে সবশেষে এই দোয়াটিই পড়বে। তাহলে যদি সে রাতেই মৃত্যু হয় কিংবা ঘুমের মধ্যেই যদি মৃত্যু এসে যায় তাহলে সে মৃত্যু ঈমানের মৃত্যু হবে ইসলামের মৃত্যু হবে। তাই আর মৃত্যু নিয়ে টেনশন থাকবেনা।



কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.