হায়াত ফুরিয়ে গেছে আর বেশিদিন বাঁচবেন না জানার পর কোন আমল করবেন All bangl...


ডাক্তার ৭ দিন পর মৃত্যু হবে

বললে তখন কি আমল করবেন?

উঃ ডাক্তার যখন বলে দেন রোগী বেশী দিন বাঁচবেন না তখন আপনজনেরা রোগীকে তাঁর শেষ সময়ের কথা বলতে চায়না, কিন্তু ওলামায়ে কেরাম বলেন সে সারা জীবন বেপরোয়া জীবন যাপন করেছে, এখন যখন তার সময় শেষ তাই তাকে জানিয়ে দেয়া উচিত যেন সে তওবা করে নিতে পারে,

আমাদের প্রিয় নবী হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন (আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল মাউতিল ফাজাত) হে আল্লাহ আমি হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানাহ চাই।

এই দোয়া আল্লাহর প্রিয় হাবিব (দ) আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেন আমরাও এই দোয়া করি, কারন হঠাৎ মৃত্যু হলে মানুষ তওবা সুযোগ পায়না।

এখন কেহ ৭ দিন পর মারা যাবে এমন কথা জানার পর সে নিজের পাওনা লোনদেনগুলি ক্লিয়ার করে নেয়ার সুযোগ পায়। কৃত গুনাহের জন্য বেশী বেশী তওবা এসতেগফার করবেন। নিজের জীবনের যত গুনাহ আছে সব গুনাহের জন্য খাটি অন্তরে ক্ষমা চাইবেন, এবং কারো কাছ থেকে জোর জুলুম করে অন্যায় ভাবে কিছু হাতিয়ে নিয়ে থাকলে তা দ্রুত ফেরত দেয়া এবং ক্ষমা চেয়ে নিবেন। তাহলে আপনার আখেরাত সুন্দর হবে।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.