৪টি সম্পদ থাকলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কুরআন হাদীসের আমল। All bangla ...


৪টি সম্পদ থাকলে আপনি দুনিয়ার শ্রেষ্ঠ ধনী

আল্লাহর প্রিয় হাবিব (দ) ফরমায়েছেন (আরবায়ান ইজা কুন্না ফিক, ফালা আলাইকা মা ফা-তাকা মিনাদ্দুনিয়া ) হে আমার সাহাবী যদি সারা দুনিয়াও তোমার লুট হয়ে যায় তোমার যদি কোন কিছুই বাকী না থাকে, ৪টি জিনিষ যদি তোমার কাছে থাকে তাহলে বুঝে নাও গোটা দুনিয়ার খাজানার তুমি মালিক।

এই ৪টি জিনিষ যদি পিতা মাতা তার সন্তানের মধ্যে তৈরী করে নেয়, ওস্তাদ তার ছাত্রদের মধ্যে যদি তৈরী করে নেয়, তাহলে এই পিতা মাতা এই ওস্তাদ দুনিয়ার সবচেয়ে বড় এহসানকারী।

সে ৪টি মহা সম্পদ কি?

(১) সিদকুল হাদিস - সদা সত্য কথা বল

সন্তান যেন যাই হউক মিথ্যা না বলে,

(২) হিফজু আমানাহ- আমানতের হেফাজত করা

২য় কাজ আমানতের হেফাজত আর এর মধ্যে সবচেয়ে প্রথম হল ফরজসমুহের আমানত, ২য় হল ওয়াদা ও দায়িত্ব, ৩য় হল সম্পদের আমানত।

আমি জুতা ছাড়া দাঁড়িয়ে আছি আমার জুতা নাই আমি অন্যের জুতা ১ সেকেন্ডের জন্যও পরবনা এটাই আমানত, কেহ কোন কথা বলেছে আমি তার সে কথা কাউকে বলবনা, কেননা এটাও একটা আমানত।

 

(৩)ইফফাতু মাতয়াম- গোটা জিন্দেগী হালাল খাওয়া, হারামের নিকটেও না যাওয়া।

(৪)হুসনু খালিকাহ- চরিত্রকে সুন্দর করা, নম্রতার সাথে কথা বলা, সম্মান দিয়ে কথা বলা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, কথা এমন ভাবে বলা যাতে কারো মনে দুঃখ না পৌঁছে।

এই ৪টি সম্পদ যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি পৃথবী বুকে শ্রেষ্ঠ ধনী।

 

যে সকালে কলমাটি বলে দিল সে সারা দিনের শোকর আদায় করে দিল

রাসুলুল্লাহ (দ) ফরমায়েছেন- ইবনু হিব্বানের রেওয়ায়েত- ৮৬১।

(মান কালা হিনা ইউসবিহ,) যে ব্যক্তি সকালে এটা বলে দেয়,

(আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি’মাতিন, আউ বি আহাদিন মিন খালকিকা, ফামিনকা ওয়াহদাকা লা শারিকালাকা, ফালাকাল হামদু ওয়ালাকাশ শুকরু)

যে ব্যক্তি এই শব্দগুলি বলে দেয়, হে আল্লাহ যত নেয়ামত আপনি আমাকে দান করেছেন অথবা আপনার সৃষ্টির মধ্যে যাকেই দান করেছেন, এই নেয়ামত নিশ্চয়ই আপনার পক্ষ থেকেই। আপনার কোন শরিক নাই। যখন নেয়ামত আপনার পক্ষ থেকেই, তাহলে তারিফ আপনারই করা যায়। আর শোকরই আপনারই করা যায়।

এই কথা গুলি দিনের শুরুতে যে বলে দেয়-

ফাকাদ আদ্দা শুকরা জালিকাল এয়াউম- আল্লাহ আযযা ওয়াজাল্লা সারা দিনের শোকর আদায়কারী হিসেবে তাকে গণ্য করে নেন।


কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.