কারো মুহতাজ না হওয়া এবং সবকিছু সহজে পাওয়ার ওজিফা

                       কারো মুহতাজ না হওয়া এবং সবকিছু সহজে পাওয়ার ওজিফা





লাখো কোটি দরুদ হুজুর (দ) এর উপর এবং তার আহলে বায়তের উপর। প্রিয় দশক শ্রোতা মন্ডলী;

কখনো কখনো মানুষের উপর এমন বিপদ আসে যার ফলে মানুষ অন্যের কাছে আথিক সাহায্যের জন্য মুখাপেক্ষি হয়ে যায়। যার ফলে মানুষ খুবেই লজ্জায় পরে যায়। আর এই অভাব ও মুখাপেক্ষিতা এমন জিনিষ আল্লাহর রাসুল (দ) অভাব থেকে পানাহ তালাশ করেছেন। এই অভাব অনেক সময় মানুষকে ঈমান থেকে বের করে বিপজ্জনক স্থানে দাঁড় করিয়ে দেয়।

আল্লাহর প্রিয় হাবিব (দ) এর একটা প্রসিদ্ধ দোয়া যাতে তিনি আল্লাহর বারেগাহে দারিদ্রতা ও মুহতাজি থেকে পানাহ চেয়েছেন। এরশাদ করেছেন (আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি) হে আল্লাহ আমি আপনার কাছে কুফর ও দারিদ্রতা থেকে পানাহ চাই।

সব মানুষের এই আশা থাকে সে এবং তার পরিবার পরিজন আউলাদ ফরজন্দ জিন্দেগীতে কখনো শারিরিক ও আর্থিক ব্যপারে যেন কারো মুহতাজ না হয়। যে লোক চায় সে যেন শারিরিক ও আর্থিক ব্যপারো কারো মুহতাজ না হয় সে যেন প্রতিদিন এই অভ্যাস গড়ে তুলে।

আল্লাহ তায়ালা গোটা জীবনের জন্য তাকে মুহতাজি থেকে হেফাজত করেন। যা কিছু সে কামাই করবে তা তার প্রয়োজনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কখনো কারো কাছে হাত পাতার এবং সাহায্যের জন্য কারো মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন হবেনা।

সে আমলটি হল আসমাউল হুসনার আমল- প্রতি নামাজের পর আল্লাহর একটি গুনবাচক নাম (এয়া আদলু) ৮০ বার পড়ার অভ্যাস গড়ে তুলুন। যখন এই ওজিফা করবেন তখন নিয়ত করবেন হে আল্লাহ আমি এই ওজিফা শারিরিক ও আথিক মুহতাজি থেকে মুক্তির জন্য করছি।

একই ভাবে নিয়তে আপনি আপনার বংশের লোকদেরও শামিল করতে পারেন- আর এই ওজিফা পড়ার পর দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ তায়ালা তাকে সব ধরনের মুহতাজি থেকে মাহফুজ রাখবেন।

প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমার কাজ হল আপনার কাছে এই আমল পৌঁছানো আর আপনার কাজ একিনের সাথে নিয়মিত করে করে এই ওজিফা থেকে ফায়দা হাসিল করা,

আল্লাহ তায়ালার কাছে দোয়া তিনি যে জীন্দেগী ভর কখনো কারো মুহতাজ না করেন বরং আমাদেরকে অভাবীদের অভাব দুর করার তৌফিক দান করেন। আমিন

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.