৫ ওয়াক্ত নামাজের পর মাথায় হাত রেখে দোয়া।
৫
ওয়াক্ত নামাজের পর মাথায় হাত রেখে দোয়া।
নামাজের সালাম ফিরিয়ে মাথায় হাত রেখে ২টি আমলের কথা আজ বলব প্রথম আমলটি হল
৫ওয়াক্ত
নামাজের পর মাথার উপর ডান হাত রেখে ১১ বার (এয়া কাবিয়্যু) পড়ুন তাহলে স্মরণশক্তি
বৃদ্ধি পাবে। আর ২য় আমলটি হল
(তাবরানী ৩২৮৪, মাজমাউয যাওয়াইদ ১০/১১০) এসেছে,
নবী
ﷺ যখন নামায শেষ করতেন,
তখন ডান হাত দ্বারা মাথা স্পর্শ করতেন এবং এই দোয়া পড়তেন-
بِسْمِ اللَّهِ
الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ
، اللَّهُمَّ أَذْهِبْ
عَنِّي الْهَمَّ
وَالْحَزَنَ
(বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম, আল্লাহুম্মা আজহাব আন্নিল হাম্মা ওয়াল হাজানা)
অর্থ্যাৎ- আল্লাহর নামে যিনি ছাড়া কোন ইলাহ
নাই তিনিই দয়াময় পরম দয়ালু, হে আল্লাহ আমার সকল দুঃখ ও দুশ্চিন্তা দুর করে দাও
তাহলে
আপনার সকল পেরেশানি সকল দুশ্চিন্তা আল্লাহ তায়ালা দুর করে দিবেন।
অযুর
পর শুধু ২টি কলমা বললে জিন্দেগীর সকল গুনাহ মাফ।
যে
লোক অযু করে খুবসুরত অযু করে (ফা আহছানা ওয়াদুআ) এরপর ২ রাকাত পড়ে। ২ রাকাত পড়ার
পর যখন এই দুবল হাত আল্লাহর দিকে উত্তোলন করে। আর হাত উঠানোর পর ২ বার যদি এটা বলে
দেয় (রাব্বিগফিরলি, রাব্বিগফিরলি) মুখ থেকে শুধু ২ বার এই শব্দ বের হওয়ার সাথে
সাথে রব তায়ালার পক্ষ থেকে ২টি ফয়সালা নাজিল হয়ে যায়
আল্লাহ
প্রথমত তার ফেরেশতাকে বলেন (উনজুরু ইলা আবদি ) হে আমার ফেরেশতা আমার এই বান্দার
দিকে তাকাও, (আলিমা আবদি আন্না লাহু রাব্বান এয়াগফিরুজ জুনুব) দেখ এই বান্দাকে আজ
একিন হয়ে গেছে এর কোন রবও আছে যিনি ক্ষমাকারী।
এরপর
আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বলেন (এয়া আবদি) হে আমার বান্দা। (এয়ামাল মা শিতা)
(ফাকাদ গুফিরালাক) তুমি আজ পযন্ত যা কিছু করেছ আমি তোমার সব কিছু ক্ষমা করে দিলাম।
আল্লাহর
রহমত কত বড় দেখুন মাত্র ২ রাকাতের পর মানুষ সব গুনাহ থেকে পাক পবিত্র হতে পারে।
তবে শত হল ২য়বার সে গুনাহের খাহেশ করবেনা।
১টি
হাদীসের ওজিফা ৪টি বড় বড় শারিরিক রোগ/ সমস্যার সমাধান
এ
হাদীসটি মুসনদে আহমদ এবং তাবরানি রেওয়ায়েত করেছেন। যারা ফজরের নামাজের পর ৩ বার এই
দোয়াটি পড়বে আল্লাহ তাকে ৪টি বড় বড় শারিরিক ও মানসিক সমস্যা থেকে তাকে মুক্তি দান
করবেন।
যাদের
চেহেরা বদ ছুরত, বিভিন্ন দাগ, ব্রন সহ নানা ধরনের চমরোগের সমস্যা, যাদের স্মরণ
শক্তির সমস্যা বা মানসিক সমস্যা, যাদের দৃষ্টি শক্তি দুবল এবং যাদের শারিরিক
দুবলতা কিংবা প্যারেলাইসিস রোগ আছে। তারা এই ছোট ওজিফাটি করবেন।
হাদীসে
এত গুলি বড় বড় সমস্যার জন্য যে ওজিফা দেয়া হয়েছে তা হল (সুবহানাল্লাহিল আজিমি
ওয়াবিহামদিহি ওয়ালা হাউলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ)
এতটুকুন
দোয়া প্রতিদিন ফজরের পর ৩ বার পড়ার ফলে আল্লাহ চেহেরাও নুরানি বানিয়ে দেন, মেমোরিও
তেজ বানিয়ে দেন, আল্লাহ তায়ালা দৃষ্টিশক্তিও বৃদ্ধি করে দেন, এবং আল্লাহ তায়ালা
শারিরিক শক্তিও বাড়িয়ে দেন।
কোন মন্তব্য নেই