যদি মুসলমানগন এই জিকিরের ফজিলত জানত তাহলে নামাজের পর এই জিকির করতে ভুলতনা ফরজ নামাজের পর আমলসমুহ
যদি মুসলমানগন এই জিকিরের ফজিলত
জানত তাহলে নামাজের পর এই জিকির করতে ভুলতনা
ফরজ নামাজের পর আমলসমুহ
আজকাল
দেখবেন নামাজের পর আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা এয়া জালজালালি ওয়াল ইকরাম
বলে শেষ।
অথচ
এ সময় সুন্নত কি? আল্লাহর রাসুল (দ) কি করতেন?
আপনিও
দোয়া করবেন আমিও দোয়া করব, এই দোয়ার কোন সিউরিটি নাই যে কবুল হবে কিন্তু যদি আল্লাহর
ফেরেশতা দোয়া করে তা অবশ্যই কবুল হবে। আল্লাহর প্রিয় হাবিব বলেন নামাজের পর যখন বান্দা
দোয়া করে তখন তার জন্য ফেরেশতারাও ৩টি দোয়া করে
(তাকুলুল মালাইকা,
আল্লাহুম্মাগফিরলা, আল্লাহুম্মারহাম আল্লাহুম্মাতুব আলাই) নামাজের পর আমরা
যতক্ষন জিকির করতে থাকব অগনিত ফেরেশতা বলে হে আল্লাহ একে মাফ কর, হে আল্লাহ এর উপর
দয়া কর, আল্লাহ এর তওবা কবুল কর। যতক্ষন সে লোক বে অজু না হবে ততক্ষন ফেরেশতা তার জন্য
দোয়া করতেই থাকে।
সুতরাং
কি করবেন? আসতাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ আসতাগফিরুল্লাহ পড়বেন ৩ বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা
এয়া জালজালালি ওয়াল ইকরাম - আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি
এবাদাতিক তারপর আয়াতুল কুরসি পড়বেন কারন যে প্রতি ফরয নামাজের পর ১ বার আয়াতুল কুরসি
পড়ে তার ও জান্নাতের মাঝে ১টি মৃত্যুর দেয়াল থাকে সে যখন মৃত্যু বরণ করে সে দেয়াল উঠে
যায় এবং সে জান্নাতের মেহমান হয়ে যায়।
এরপর
৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আলহামদুলিল্লাহ যে পড়ে যদি সমুদ্রের
ফেনারাশির সমান গুনাহ থাকে আর সে গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেন।
যদি
ফরয নামাজের পর সুন্নত নামাজ থাকে তাহলে তসবিহসমুহ
সুন্নত নামাজের পর পড়বেন, তবে ফরযের পর আসতাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহুম্মা আনতাস সালাম
দোয়াটি ১ বার এবং আয়াতুল কুরসি পড়বেন। যেহেতু জোহর মাগরিব ও এশার নামাজের পর সুন্নত
নফল নামাজ আছে সেহেতু লম্বা তাসবিহ গুলি সুন্নত ও নফলের পর করবেন, আর ফজর ও আসরের পর
যেহেতু কোন নফল নাই সেহেতু এই দুই ওয়াক্তে সবগুলি তাসবিহ এক বসাতেই করে নিবেন।
তাছাড়া
আরো আমল আছে যেমন সুরা এখলাস, সুরা ফালাক ও সুরা নাস পড়া, ফজর ও মাগরিবের পর ৭ বার
আল্লাহুম্মা আজরিনি মিনান নার দোয়াটি পড়া, আউজু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি
মা খালাক ৩ বার পড়া, বিসমিল্লাহিল্লাজি লা এয়াদুররু মাআ ইসমিহি শাইয়্যুন ফিল আরদি ওয়ালা
ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম ৩ বার পড়া,
নামাজের
পর মাত্র ৫ মিনিটের এই আমল ও জিকির করুন জান্নাতের মালিক হয়ে যান, গুনাহসমুহ থেকে পাক
সাফ হয়ে যান আর ফেরেশতাদের অব্যথ দোয়ার ভাগিদার হয়ে যাবেন।
কোন মন্তব্য নেই