সন্তানকে সফল দেখতে চাইলে ৪টি সুরা পড়ান। বাচ্চাকে কুরআনী ছবক দেয়ার নিয়ম
সন্তানকে সফল দেখতে চাইলে ৪টি সুরা পড়ান।
বাচ্চাকে কুরআনী ছবক দেয়ার নিয়ম
বিসমিল্লাহির রাহমানির রাহিম- সুপ্রিয়
সুধীবৃন্দ আসসালামু আলাইকুম! আমাদের প্রত্যেকের ঘরে সন্তান সন্ততি আছে আমরা জানিনা
সন্তানকে কখন বা কত বছর বয়সে ছবক দিতে হয়, আর ছবকের সময় কোন কোন আয়াত ও সুরা পড়াতে
হয়
আজ আমি ৪টি আয়াত ও সুরার কথা বলব যে আয়াত
ও সুরা সমুহ আপনার ছেলে বা মেয়েকে পড়িয়ে দিতে হবে, মুখে মুখে পড়াবেন।
তাহলে আপনার সন্তান এর ভবিষ্যৎ সুন্দর
হবে, তার সফলতা আপনাকে মুগ্ধ করবে।
আপনার বাচ্চা যখন ৪ বছর ৪ মাস ৪ দিন বয়স
হবে তখন একজন পরহেজগার আলেমের কাছে আপনার সন্তান নিয়ে যাবেন। অথবা ঘরে যদি কোন নেককার
বুযুগ থাকে যেমন দাদা নানা কিংবা মসজিদের ইমামের মাধ্যমে বাচ্চাকে ছবক দিবেন। ছবক দেয়ার
নিয়ম হল বাচ্চাকে অজু করাবেন তারপর তাকে হুজুরের সামনে নিয়ে যাবেন আর হুজুর মুখে মুখে
সে বাচ্চাকে ৪টি সুরা ও আয়াত পড়াবেন।
সে যেহেতু ছোট তাই এক এক শব্দ করে মুখে
মুখে পড়াতে হবে। যদি বাবা পড়াতে চান বাবাও পড়াতে পারেন। তবে কোন একজন পরহেজগার আলেম
এর মাধ্যমে ছবক দেয়াই উত্তম।
প্রথমে পড়াবেন- আউজুবিল্লাহি মিনাশ শায়তানিররাজিম,
বিসমিল্লাহির রাহমানির রাহিম
এরপর পড়াবেন- সুরা ত্বাহার ২৫-২৮ নং আয়াত
رَبِّ
اشْرَحْ
لِي
صَدْرِي
হে
আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন। [সুরা ত্বা-হা - ২০:২৫]
وَيَسِّرْ
لِي
أَمْرِي
এবং
আমার কাজ সহজ করে দিন। [সুরা ত্বা-হা - ২০:২৬]
وَاحْلُلْ
عُقْدَةً
مِّن
لِّسَانِي
এবং
আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন। [সুরা ত্বা-হা - ২০:২৭]
يَفْقَهُوا
قَوْلِي
যাতে
তারা আমার কথা বুঝতে পারে। [সুরা ত্বা-হা - ২০:২৮]
এপর পড়াবেন- সুরা আলাম নাশরাহলাকা সাদরাক
بِسْمِ
اللهِ
الرَّحْمنِ
الرَّحِيمِ
أَلَمْ
نَشْرَحْ
لَكَ
صَدْرَكَ
আমি
কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? [সুরা আলাম-নাশরাহ - ৯৪:১]
وَوَضَعْنَا
عَنكَ
وِزْرَكَ
আমি
লাঘব করেছি আপনার বোঝা, [সুরা আলাম-নাশরাহ - ৯৪:২]
الَّذِي
أَنقَضَ
ظَهْرَكَ
যা
ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৩]
وَرَفَعْنَا
لَكَ
ذِكْرَكَ
আমি
আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৪]
فَإِنَّ
مَعَ
الْعُسْرِ
يُسْرًا
নিশ্চয়
কষ্টের সাথে স্বস্তি রয়েছে। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৫]
إِنَّ
مَعَ
الْعُسْرِ
يُسْرًا
নিশ্চয়
কষ্টের সাথে স্বস্তি রয়েছে। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৬]
فَإِذَا
فَرَغْتَ
فَانصَبْ
অতএব,
যখন অবসর পান পরিশ্রম করুন। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৭]
وَإِلَى
رَبِّكَ
فَارْغَبْ
এবং
আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৮]
এরপর পড়াবেন সুরা আলাক এর প্রথম ৫ আয়াত।
اقْرَأْ
بِاسْمِ
رَبِّكَ
الَّذِي
خَلَقَ
পাঠ
করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন [সুরা আলাক - ৯৬:১]
خَلَقَ
الْإِنسَانَ
مِنْ
عَلَقٍ
সৃষ্টি
করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। [সুরা আলাক - ৯৬:২]
اقْرَأْ
وَرَبُّكَ
الْأَكْرَمُ
পাঠ
করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, [সুরা আলাক - ৯৬:৩]
الَّذِي
عَلَّمَ
بِالْقَلَمِ
যিনি
কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, [সুরা আলাক - ৯৬:৪]
عَلَّمَ
الْإِنسَانَ
مَا
لَمْ
يَعْلَمْ
শিক্ষা
দিয়েছেন মানুষকে যা সে জানত না। [সুরা আলাক - ৯৬:৫]
এই ৪টি সুরা ও আয়াত দিয়ে আপনার সন্তানকে
৪ বছর ৪ মাস ৪ দিনের দিন অবশ্যই ছবকের ব্যবস্থা করবেন তাহলে তার মুসতাকবিল রওশন হবে।
কোন মন্তব্য নেই