কবর আযাব থেকে বাঁচার ১২টি দোয়াও আমল

 

কবর আযাব থেকে বাঁচার ১২টি দোয়াও আমল

 


কবর আযাব সত্য, আজ হাদিস শরীফের আলোকে এই কবর আযাব থেকে বাঁচার ১২টি দোয়া ও আমল একসাথে সহজ ভাষায় শেয়ার করব।দোয়া ও আমলগুলি খুবই সহজ আশা করি সব সময় করতে পারবেন এবং কবর আযাব থেকে বাঁচার জন্য শিখে নিতে পারবেন।

 

১। প্রথমে ১টি দোয়া শিখে ফেলুন- তিরমিজি শরীফের ৫৫২১ নং হাদীসে এ দোয়াটি উল্লেখ আছে এই দোয়ার আমল এর দ্বারা মানুষ কবর আযাব থেকে বাঁচতে পারে  দোয়াটি হল-

(আল্লাহুম্মা রাব্বা জিবরাইল, ওয়া মিকাইল, ওয়া রাব্বা ইসরাফিল, আউজুবিকা মিন হাররিন নার ওয়া মিন আযাবিল কাবরি)

 আমাদের প্রিয় নবী (দ) কবর আযাব জাহান্নামের আযাব ও দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন, আমরাও এই নববী দোয়াটির দ্বারা কবর আযাব থেকে মুক্তির দোয়া করব ইনশা আল্লাহ।

২। ২য় দোয়া হল মেশকাত এর ২৪৭৮ নং হাদিস যে ৩ বার আল্লাহর কাছে জান্নাত চায় আর বলে (আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ) হে আল্লাহ আমি জান্নাত চাই তখন জান্নাত বলে হে আল্লাহ একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও, আর যে ৩ বার জাহান্নাম থেকে পানাহ চাই, আর বলে (আল্লাহুম্মা আজিরনি মিনান নার) হে আল্লাহ আমি জাহান্নাম থেকে পানাহ চাই, তখন জাহান্নাম বলে হে আল্লাহ একে জাহান্নাম থেকে পানাহ দাও।

আর যাকে আল্লাহ জাহান্নাম থেকে পানাহ দিবেন তাঁর কবর আযাব হবে না।

 ৩। ৩ নং আমল - তিরমিজি শরীফের ২৮৯১ নং হাদীস কবর আযাব থেকে বাঁচার জন্য ঘুমানোর আগে সুরাতুল মুলক তেলাওয়াত করা।

মুসনাদে আহমদ এর হাদিস হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুরআন মাজিদে ৩০ (ত্রিশ) আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। আর সুরাটি হলো تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ অর্থাৎ সুরা মুলক।

৪। কবর আযাব থেকে বাঁচার ৪থ তরিকা হল- সদকা করা (ইন্নাস সাদকা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর) অর্থ্যাৎ সদকারীদের কবরসমুহকে ঠান্ডা করে দেয়া হয়।

(৫-৮) তাছাড়া নামাজ, রোজা, জাকাত, মানুষের কল্যাণ করা এই ৪টি আমলও মানুষকে আযাবে কবর থেকে হেফাজত করে।

 ৯। আর ৯ম আমল যার দ্বারা মানুষ কবর আযাব থেকে বাঁচতে পারে তা হল আল্লাহর রাস্তায় পাহাড় দেয়া। মসনদে আহমদ এর ৪৮০৫ নং হাদিস এর বাণী যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহাড় দেয় আল্লাহ তাকে আযাবে কবর থেকে মাহফুজ করেন।

 ১০। ১০ম আমল যারা দ্বারা মানুষ কবর আযাব থেকে বাঁচতে পারে তা হল তিরমিযির ১৬৬৩ নং হাদিসের ভাস্য আল্লাহর রাস্তায় শহিদ হওয়া।

 ১১। তিরমিজির ১০৭৪ নং হাদিস  কবর আযাব থেকে বাঁচার ১১ তম তরিকা হল জুমা বা জুমার রাতে ইন্তেকাল করা

১২। ১২ তম আমল তিরমিযির ১০৬৪ নং হাদীস যদি কেহ পেটের রোগে ইন্তেকাল করে তাকে আল্লাহ কবর আযাব থেকে হেফাজত করেন।

 

আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন।

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.