রান্নাঘরে মা বোনদের জন্য কোটি টাকা মূল্যের ১৩টি দোয়া আমল ও ওজিফা
রান্নাঘরে মা বোনদের জন্য কোটি
টাকা মূল্যের ১৩টি দোয়া আমল ও ওজিফা
বিসমিল্লাহির রাহমানির রাহিম- সম্মানিত দশক শ্রোতা মন্ডলী
আসসালামু আলাইকুম! আজ আমি এমন কিছু সহজ ও ছোট ছোট আমল আপনাদের সাথে শেয়ার করব যে সব
আমল আপনি সব সময় করতে পারেন, অজু ছাড়াও করতে পারবেন, হাটতে হাটতে দৌড়াতে দৌড়াতে, কাজ
করতে করতে, বিশেষ করে মহিলারা তরকারি কাটতে কাটতে, রান্না করতে করতেও করতে পারবেন।
আর মুখের এসব আমলের যে উপকার তা ভাষায় প্রকাশ করা অসম্ভব,
তবে বুঝার জন্য উদাহারণ স্বরূপ বলতে পারি আমরা সারা জীবন টাকা পয়সা রোজগার করে দুনিয়ায়
১টি বাড়ী তৈরী করতে পারিনা, কিন্তু আপনি মাত্র ১ মিনিটের এই ছোট ছোট আমলগুলি করলে জান্নাতে
১টি করে বাড়ী বানাতে পারবেন। ১ কেজি আলু কাটতে আধা ঘন্টা সময় লাগে আর এই সময়টার মধ্যেই
আপনি শুধু জবানকে কাজে লাগিয়ে জান্নাতে ১০০টি বাড়ী বানাতে পারেন, আপনি ভাত রান্না করতে
করতে ১০০টি বাড়ী বানাতে পারেন, আর জান্নাতের ১টি বাড়ী যদি এক পাল্লায় দেয়া হয় আর পৃথিবীর
সকল নামি দামি উঁচু উঁচু টাওয়ার যদি অপর পাল্লায় দেয়া হয় তাহল জান্নাতের বাড়ীটির মূল্যই
বেশী হবে।
যে সব মহিলারা ঘরের কাজ করতে করতে এই আমলগুলি করে তারা দেখতে
পাবেন তাদের ঘরেও আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দিবেন, আর আখেরাতেও এইসব আমলের ফলে আপনার
জন্য নানা ধরনের নাজ ও নেয়ামত তৈরী করে রাখবেন। দুনিয়ার কোন মহিলার ঘরে যদি ২/৪ জন
কাজের লোক থাকে সে নারী জনে জনে প্রচার করে নিজের বাহাদুরি প্রকাশ করে যে আমার ঘরে
৪ জন কাজের লোক ১০ জন কাজের লোক, একবার চিন্তা করুন যে জান্নাতে আপনার জন্য ৭০ লক্ষ
খাদেম নিযুক্ত থাকবে তখন আপনার শান শওকত কেমন হবে চিন্তা করুন। আজকের আলোচনায় ৯টি জিকির
ও ৪টি আমল সহ মোট ১৩টি আমল হাদীস শরীফের আলোকে তুলে ধরব আশা করে প্রত্যেক মুসলমান ভাই
বোনদের জন্য আজকের লেকচারটি খুবই উপকারে আসবে।
এবার আসুন দুনিয়া ও আখেরাতের অফুরন্ত কল্যাণকর সহজ ১৩ টি
আমল সম্পকে জেনে নিই
প্রথম জিকির হল- (এসতেগফার পড়া) এসতেগফার দ্বারা আল্লাহ
তায়ালা অকল্পনীয় স্থান থেকে রিযিকের ব্যবস্থা করে দেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস
(রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী (সা.) এরশাদ করেছেন, যে ব্যক্তি এস্তেগফার
করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন,
সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা
করে দেন যা সে চিন্তাও করেনি। (আবু দাউদ ও আহমদ)।
সকালে রুটি বানানোর সময় ১০০ বার এসতেগফার পড়ে ফেলবেন এভাবে
পড়বেন (আসতাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাই) (বুখারী ৬৩০৭) তাহলে আপনার সকল অভাব অনটস দুশ্চিন্তা
আল্লাহ দুর করে দিবেন।
সকালে চা বানানোর সময় ১০ বার দরুদ শরীফ পড়ে ফেলবেন (আল্লাহুম্মা
ছাল্লে আলা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়্যদেনা মুহাম্মাদ ওয়াবারিক ওয়াছাল্লিম) অথবা যে
কোন দরুদ পড়তে পারেন
হজরত উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ১০ বার ও সন্ধ্যা ১০ বার
আমার ওপর সালাত (দরূদ) পাঠ করবে; সে কেয়ামতের দিন আমার শাফায়াত বা সুপারিশ পাবে।’
(মাজমাউয যাওয়াইদ)
জান্নাত মানেই বাগান, তারপরও এমন কিছু সহজ জিকির আছে যার
মাধ্যমে আমরা আমাদের জান্নাতটাকে করে তুলতে পারি আরো মনোহরি আকষনীয়।আর জান্নাতের গাছতো
দুনিয়ার গাছের মত হবেনা তার রূপ সৌন্দয্য মানুষের কল্পনার অতীত। পবিত্র হাদীসে ৬টি
জিকিরের কথা আছে যে গুলি করলে আপনার জন্য জান্নাতে ১টি করে গাছ লাগানো হবে।
সে ৬টি জিকির হল (১) সুহবানাল্লাহ (২) আলহামদুলিল্লাহ (৩)
আল্লাহু আকবার (৪) লা ইলাহা ইল্লাল্লাহ (৫) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (৬) সুবহানাল্লাহিল
আযিম ওয়াবিহামদিহি
এই ৬টির যে কোন ১টি শুধু একবার পড়লেই আপনার জন্য জান্নাতে
১টি করে গাছ লেগে যাবে, এবার চিন্তা করুন আপনি ১ মিনিটে যদি ২০ বার সুবহানাল্লাহ পড়েন
তাহলে ১ মিনিটে আপনি আপনার জান্নাতে ২০টি গাছ লাগিয়ে ফেললেন। আপনি ১টি তরকারী রান্না
করতে করতে যদি শুধু সুবহানাল্লাহ ১০০০ বার পড়তে পারেন আপনার বাগানে ১০০০ গাছ লাগানো
হয়ে গেল।
জান্নাতে বাড়ী বানান ২ মিনিটের মধ্যে আর সে বাড়ীটিও হবে
এমন যে এর ১টি ইটর দামের সমান দুনিয়ার সকল প্রাসাদের মূল্যের চেয়ে বেশী হবে। এবার চিন্তা
করুন আপনি ২ মিনিটে কত কোটি ডলারের ঘরের মালিক হয়ে গেলেন
আর এমন দামী ঘর বানাতে আপনি ঘরের কাজ করতে করতেই সহজ আমল
গুলি করতে পারেন যেমন হাদীস শরীফের আলোকে
১। ১০ বার সুরা এখলাস পড়তে পারেন, এ আমলটি করতে আপনার সর্বোচ্চ
২ মিনিট সময় লাগবে। তবে পিরিয়ড চলাকালীন এই আমলটি করতে পারবেন না।(আল জামি আস সাগির)
২। প্রতিদিন ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা যেমন ফজরের ২ রাকাত,
জুহরের ৬ রাকাত, মাগরিবের ২ রাকাত, এশারের ২ রাকাত এ ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ
এর কারনে আল্লাহ জান্নাতে ১টি ঘর নির্মাণ করে দেন। (সহি আত তারগিব
৩। আপনি সঠিক পথে হকের উপর থাকলেও শ্বাশুড়ি, ননদ, স্বামী
বা অন্য কারো সাথে তর্ক না করে চুপ করে থাকলে এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে
১টি ঘর দিবেন। (আবু দাউদ ৪৮০০)
৪। মজা বা ঠাট্টাচ্ছলে মিথ্যা কথা পরিহার করার দ্বারাও জান্নাতে
ঘর নির্মান হবে (আবু দাউদ ৪৮০০)
৫। সন্তান মারা গেলে তাতে যদি ধৈর্য্য ধারন করে এবং আল্লাহ
প্রসংশা করেন তাতেও আল্লাহ তায়ালা আপনকে জান্নাতে ১টি ঘর দিবেন। আর সে ঘরের নাম রাখবেন
বাইতুল হামদ।(তিরমিযি)
আল্লাহ তায়ালা আমাদের ও আমাদের মা বোনদের এই সহজ সহজ আমলগুলি
করে দুনিয়াতে বসেই নিজেদের জান্নাতকে গাছ পালা ও সুন্দর সুন্দর ঘর দিয়ে সাজানোর তৌফিক
দান করুন আমিন।
কোন মন্তব্য নেই