শুধু টাকা! ডলারের পাওয়ার ফুল ওজিফা। অভাব দুর করার দোয়া

 

শুধু টাকা! ডলারের পাওয়ার ফুল ওজিফা। অভাব দুর করার দোয়া



আমাদের দয়াল নবী আল্লাহর কাছে যে সমস্ত দোয়া করেছেন, আমাদের দেমাগে এত সুন্দর সুন্দর ভাষা কখনো আসবেনা, তিনি আল্লাহর পয়গাম্বর বলে এত চমৎকার চমৎকার দোয়া করেছেন এবং শিক্ষা দিয়ে গেছেন। তিনি সারা জীবন দোয়া করতে করতে, সাহাবায়ে কেরামের সামনে তা বলে বলে পুরা জীবনে এত বড় দোয়ার ভান্ডার জমা রেখে গেছেন যদি কেহ দুনিয়া ও আখেরাতের কোন সমস্যার জন্য এসব দোয়া দিয়ে দোয়া করে তাহলে তার সব সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ। তিনি এত সুন্দর সুন্দর শব্দমালা দিয়ে দোয়া করেছেন যার সৌন্দর্য্য বননা করার ভাষা আমার নাই। সুতরাং প্রথম আমল হল বেশী বেশী দোয়া করা।

তারপর ২৪ ঘন্টার কিছু সময় কুরআন পড়ার জন্য নির্ধারণ করা প্রত্যেক মুসলমানের জন্য খুবই জরুরী। তেলাওয়াত করার পর কিছু সময় মুনাজাত করতে হবে,  মুনাজাতে ঐ সব দোয়া করবেন যে দোয়া গুলি প্রিয় আকা করিম (আ) করেছেন এবং শিখিয়েছেন এমন দোয়া যে দোয়ার মধ্যে দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ শিখানো হয়েছে। সে সব দোয়া প্রতিদিন ৪/৫ মিনিট ধরে আল্লাহর কাছে করবেন তাহলে আল্লাহ আপনাকে কখনো মাহরুম করবেন না।

মহান আল্লাহ অত্যন্ত দয়ালু তিনি আমাদের প্রত্যেক হাজত জানেন আর আমাদের হাজত পুরণও করেন। আপনি যখন আল্লাহর মাহবুবের শেখানো দোয়াগুলি দিয়ে দোয়া করবেন তখন আল্লাহ আপনার সে দোয়া ফিরিয়ে দিবেন না।

আল্লাহর রাসুল (দ) কুরআনে করিমে যে সব দোয়া আছে সে সব দোয়ার মাধ্যমে দোয়া করতেন সুতরাং আপনিও প্রথমত কুরআনের দোয়াগুলি দিয়ে দোয়া করবেন। যেমন

[ ১ ] رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

অর্থঃ হে আমাদের প্রভু! দুনিয়াতে আমাদের কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও। আর আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাও।১

[২] رَبَّنَا لا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

অর্থঃ হে আমাদের রব! যেহেতু তুমি আমাদেরকে হেদায়াত করেছ, কাজেই এরপর থেকে তুমি আমাদের অন্তরকে বক্র করিও না। তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দাও। তুমিতো মহাদাতা

[৩] رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

অর্থঃ হে আমার পরওয়ারদেগার! তোমার কাছ থেকে আমাকে তুমি উত্তম সন্তান-সন্ততি দান কর। নিশ্চয়ই তুমিতো মানুষের ডাক শোনো

[৪] رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

অর্থঃ হে আমাদের রব! আমরা নিজেদের উপর যুলম করেছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না কর, আর আমাদের প্রতি রহম না কর তাহলে নিশ্চিতই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব

[৫] رَبَّنَا اغْفِرْلِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার! যেদিন চূড়ান্ত হিসাব-নিকাশ হবে সেদিন তুমি আমাকে, আমার মাতা-পিতাকে এবং সকল ঈমানদারদেরকে তুমি ক্ষমা করে দিও

 


যদি একজন সাধারণ লোকও বলে আমার কাছে চাও আমি দিব, এখন আপনি যদি চান সে কি না দিয়ে চলে যাবে? কখনো যাবেনা

আর স্বয়ং আল্লাহ তায়ালা যিনি রহমান ও রহিম তিনি আমাদেরকে বলছেন এটা বল

(ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন) বল- কি বলবেন? তাও আল্লাহ শিখাচ্ছেন

হে পরওয়ার দিগার আমাকে ক্ষমা করে দিন আমার উপর রহমত করুন আপনি উত্তম রহমতকারী।

 

যখন স্বয়ং খোদা শিখিয়ৈ দিচ্ছেন আমার কাছে এভাবে দোয়া কর তখন বান্দা হিসেবে যদি আমরা এসব শব্দ দিয়ে এসব দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে চাই, দোয়া করি তাহলে তিনি কি আমাদের আশা পুরণ করবেন না? তিনি কি আমাদের চাহিদা পুরণ করবেন না? অবশ্যই করবেন। তাই আমাদের উচিত প্রতিদিন ৪/৫ মিনিট কুরআনের দোয়ার আয়াত হাদীসের মধ্যে যে সব দোয়া নবী (দ) থেকে বর্ণিত সে সব ভাষায় দোয়া করা। তাহলে আল্লাহ তায়ালা আপনার সব আশা সব চাহিদা পুরণ করে দিবেন। সব অভাব দুর করে দিবেন।   

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.