চেহেরার সৌন্দর্য্য বৃদ্ধি করার আমল Best Amal For Face Beauty

 

চেহেরার সৌন্দর্য্য বৃদ্ধি করার আমল Best Amal For Face Beauty 



যারা নিজের চেহেরা নিয়ে চিন্তিত, চেহেরার উজ্জলতার জন্য, চেহেরার সৌন্দর্য্যের জন্য চিন্তিত তাদের জন্য সুখবর,

সুনানে ইবনে মাজার ২৩১, মসনদে আহমদের ১৬২৯৬, ১৬৩১২ সুনানে দারেমির ২১৭ নং হাদিস

عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِالْخَيْفِ مِنْ مِنًى فَقَالَ ‏ "‏ نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَبَلَّغَهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرِ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ ‏"‏ ‏.‏

মুহাম্মাদ ইবনু জুবায়র ইবনু মুত্ইম (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার আল-খায়ফ নামক উচ্চ ভূমিতে দাঁড়িয়ে (দোয়া করে) বলেছেনঃ আল্লাহ এমন ব্যাক্তিকে সৌন্দর্যমন্ডিত করুন যে আমার বক্তব্য, (আমার হাদিস) শোনার পর তা প্রচার করলো (বা অপরের নিকট পৌঁছে দিল)

জ্ঞানের অনেক বাহক নিজেরাই জ্ঞানী নয়। জ্ঞানের এমন বাহকও আছে যে, তারা যাদের নিকট তা বয়ে নিয়ে যায় তারা তাদের চেয়ে অধিক জ্ঞানী

 

এই হাদীসের ব্যখ্যাকারীগণ বলেন এটা হল আল্লাহর রাসুল (দ) এর দোয়া, আর নবীর দোয়া অবশ্যই অবশ্যই কবুল।

সুতরাং যারা আজীবন নিজের চেহেরাকে তরুতাজা রাখতে চায়, নুরানি রাখতে চায়, সতেজ রাখতে চায়, আকষনীয় রাখতে চায় তাদের জন্য এই সহজ আমলটি করা উচিত,

আমলটি যারা করেন তাদের জন্য আল্লাহর রাসুল (দ) সৌন্দর্য্যের দোয়া করেছেন। সে জন্য যুগে যুগে দেখা গিয়েছে যে সব লোক হাদিস পড়ানো, হাদিস বয়ান করা, হাদীসের দরস দেয়ার কাজ করেছেন সে সব লোকের চেহেরা থেকে এক প্রকার নুর বিচ্চুরিত হয়, তাদের চেহেরার মধ্যে এমন সৌন্দর্য্য ফুটে উঠে যা অন্য কারো চেহেরার মধ্যে পরিলক্ষিত হয়না।



তাই যারা নিজের চেহেরাকে সুন্দর সতেজ রাখতে চান তারা এই আমলটি করতে পারেন, প্রিয় নবীর হাদীস প্রচার করতে পারেন, তাহলে ইনশা আল্লাহ প্রিয় নবীর দোয়ার বরকতে নিশ্চয়ই আপনার চেহেরার সৌন্দর্য্য বৃদ্ধি পাবে।   

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.