কোন দোয়ার জবাব আল্লাহ তায়ালা সাথে সাথে দেন

 কোন দোয়ার জবাব আল্লাহ তায়ালা সাথে সাথে দেন



সুনানে তিরমিযির ২৯৯২ নং হাদিস
নবী করিম (দ) এরশাদ করেন
যখন বান্দা বলে
‏(‏ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ‏)‏

অর্থ্যাৎ "আল্লাহ তা'আলা কারো উপর তার সাধ্যাতীত দায়িত্ব চাপান না। সে ভালো যা করে তা তারই এবং মন্দ যা করে তাও তারই। হে আমাদের প্রতিপালক! যদি আমরা ভুলে যাই বা অন্যায় করে ফেলি, তবে তুমি আমাদের (অপরাধীরূপে) পাকড়াও করো না”— (সূরা আল-বাকারাহ ২৮৬)।
তখন আল্লাহ তায়ালা জবাব দেন (কাদ ফাআলতু) আমি কবুল করলাম

এরপর বান্দা যখন বলে

‏(‏رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ‏)‏
অর্থ্যাৎ- “হে আমাদের প্রভু! আমাদের পূর্ববর্তীদের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না”।
তখন আল্লাহ তায়ালা জবাব দেন (কাদ ফাআলতু) আমি কবুল করলাম
এরপর বান্দা যখন বলে

(‏رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ‏)‏
“হে আমাদের প্রভু! আমাদের উপর এমন ভার অর্পণ করো না, যা বহনের শক্তি আমাদের নেই। আমাদের গুনাহ মোচন কর, আমাদের ক্ষমা কর, আমাদের প্রতি দয়া কর, তুমিই আমাদের অভিভাবক। কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত কর"-
তখন আল্লাহ তায়ালা জবাব দেন (কাদ ফাআলতু) আমি কবুল করলাম
এগুলি মুলত সুরা বাকারার শেষ আয়াত।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.