দ্রব্যমূল্যের সমস্যা অভাব দুর করা সহ শেষ জামানার সেরা ৪টি দোয়া

  দ্রব্যমূল্যের সমস্যা অভাব দুর করা সহ শেষ জামানার সেরা ৪টি দোয়া

 


বিসমিল্লাহির রামহানির রাহিম, সম্মানিত দশক শ্রোতা মন্ডলী আমাদের প্রিয় নবী (দ) আমাদেরকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন, এই শেষ জামানা হল ফিতনার যুগ এ যুগে যে সব ফিতনা হবে তার ব্যপারে আল্লাহর প্রিয় হাবিব (দ) যেরুপ ভবিষ্যৎবাণী করেছেন সাথে সাথে সে সব ফিতনা থেকে বাঁচার দোয়াও শিক্ষা দিয়েছেন আজ হাদীস শরীফের আলোকে সে সব দোয়া গুলি থেকে ৪টি যুগ উপযোগী দোয়া আপনাদের কাছে শেয়ার করব

যা এ যুগে প্রত্যেকের জন্য খুবই জরুরী

জিনিষপত্রের যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে এখন সকলের উপর দারিদ্রতার প্রভাব বিস্তার করছে আর এই দারিদ্রতা র মন্দ প্রভাব থেকে বাঁচার ১টি দোয়া আবু দাউদ শরীফের ১৫৪৩ নং হাদিসে উল্লেখ আছে তা হল

«اَللهم إنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ، وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ الغِنَى وَالفَقْرِ»

আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিন ফিতনাতিন্নারি অআযাবিন্নারি, অমিন শার্রিল গিনা অলফাক্ব্র।

অর্থাৎ হে আল্লাহ! আমি জাহান্নামের ফিতনা থেকে, জাহান্নামের আযাব থেকে এবং ধনবত্তা ও দারিদ্র্যের মন্দ থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি।



এ যুগে গুনাহ করা খুবই সহজ, মানুষ গুনাহের সামগ্রি পকেটে নিয়ে ঘুরা ফেরা করে আর তা যে মুসলমানদের জন্য কি পরিমাণ ক্ষতিকর যা ভাষায় প্রকাশ করার মত নয়, আর এর থেকে বাঁচার জন্য বুখারী শরীফের ৬৩৭৭ নং হাদিসে খুব সুন্দর ১টি দোয়া আছে তা হল

، اللَّهُمَّ اغْسِلْ قَلْبِي بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا، كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ "‏‏.

আল্লাহুম্মা আগছিল কালবি বিমাইস সালজি ওয়াল বারাদ, ওয়া নাক্কি কালবি মিনাল খাতায়া, কামা নাক্কাইতাস সাওবিল আবয়াদা মিনাদ্দানাস, ওয়া বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কাসলি ওয়াল মাছামে ওয়াল মাগরাম

হে আল্লাহ! আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধৌত করুন। আর আমার অন্তর গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করে দিন, যেভাবে আপনি শুভ্র বস্ত্রের ময়লা পরিষ্কার করে থাকেন এবং আমাকে আমার গুনাহ থেকে এতটা দূরে সরিয়ে রাখুন, পৃথিবীর পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্ত থেকে যত দূরে রেখেছেন। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি অলসতা, গুনাহ এবং ঋণ হতে।


৩য় দোয়াটি হল

দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া- বুখারী ৭৯৪ নং হাদীসে দোয়াটি রয়েছে

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা বিকা মিন আজাবিল কাবার, অয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, অয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহিয়া অয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনল মাসামি ওয়াল মাগরাম

অর্থঃ কবরের আযাব থেকে, মসীহে দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে ইয় আল্লাহ! আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আল্লাহ্! গুনাহ্ ও ঋণগ্রস্থতা থেকে আপনার নিকট আশ্রয় চাই।

শেষ জামানায় আরো ১টি বড় ফিতনা হল কৃপনতা, ভীরুতা এবং দুনিয়ার ফিতনা এর থেকে বাঁচার দোয়া হল যা বুখারী শরীফের ৫৯৪৮ নং হাদিসে আছে

" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ نُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ "‏‏.

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বুখলি ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়া আউজুবিকা মিন আন নুরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউজুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আজাবিল কবর

ইয়া আল্লাহ! আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই। আর আমি ভীরুতা থেকে আপনার আশ্রয় চাই। আর আপনার আশ্রয় চাই আমাদের বার্ধক্যের অসহায়ত্বের দিকে ফিরিয়ে দেওয়া থেকে। আর আমি আপনার আশ্রয় চাই দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.