রোজাদার কোন কোন সময় দোয়া করবেন? রমজানে দোয়া কবুল হওয়ার সময়

 

রোজাদার কোন কোন সময় দোয়া করবেন? রমজানে দোয়া কবুল হওয়ার সময়

 


রাসুলুল্লাহ (দ) এরশাদ করেন সুনানে তিরমিজির ৩৫৯৮ নং হাদিস

" ثَلاَثَةٌ لاَ تُرَدُّ دَعْوَتُهُمُ الصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَالإِمَامُ الْعَادِلُ وَدَعْوَةُ الْمَظْلُومِ

তিন ধরনের লোকের দু'আ কখনও ফিরিয়ে দেয়া হয় না। রোযাদার যতক্ষণ ইফতার না করে, সুবিচারক শাসকের দুআ এবং মজলুমের (নির্যাতিতের) দু'আ।

 

এখন এই হাদীস থেকে বুঝা যায় রোজাদারের দোয়া কবুল হয়, এখন আপনি ফজরের সময় থেকেই রোযাদার সুতরাং আপনার জন্য দোয়া কবুল হওয়ার সুযোগ সারাদিন আছে, আপনি রোজা রাখা অবস্থায় সারাদিন দোয়া করতে পারবেন আর আপনার দোয়া কবুল হবে। আর আপনার এই দোয়া করতে পারবেন ইফতার এর ওয়াক্ত পযন্ত।

 

আবার আরেক হাদিসে আছে হাদীস নং মেশকাত ২২৪৯  

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন লোকের দুআ ফিরিয়ে দেয়া হয় না। (১) (রোযাদারের) দুআ- যখন সে ইফতার করে, (২) ন্যায়পরায়ণ শাসকের দুআ এবং (৩) মাযলূমের বা অত্যাচারিতের দুআ।

 

অতএব যারা রোজাদার তারা ফজর থেকে নিয়ে সারাদিন দোয়া করবেন আর স্পেশালী ইফতারের সময়ও দোয়া করবেন। ইনশা আল্লাহ আপনার দোয়া কবুল হবে।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.