১ সেকেন্ডে ৯৯ টি বড় বড় দুঃখ বিপদের এলাজ। বড় বড় বিপদ থেকে মুক্তির দোয়া।

 

১ সেকেন্ডে ৯৯ টি বড় বড় দুঃখ বিপদের এলাজ। বড় বড় বিপদ থেকে মুক্তির দোয়া।



১ সেকেন্ডের জিকির যা দ্বারা আল্লাহ তায়ালা আপনার ৯৯টি দুঃখ বিপদ কষ্ট মসিবত দুর করে দিবেন, আর তার মধ্যে সবচেয়ে ছোট বিপদ হল বিষাদ হতাশা,

মানুষ হাসপাতালের বিছানায় চলে যায় বিষাদের কারনে, মানুষের হাট এটাক হয় এই বিষাদ এই হতাশার কারনে, আর ১ সেকেন্ডের ১টি জিকির এর কারনে আপনার সবচেয়ে ছোট বিপদ আল্লাহ দুর করে দিবেন তা হল বিষাদ যার কারনে হাট এটাক হয় আর বাকী ৯৮টি বিপদ যা আপনার এই হাট এটাক এর চেয়েও বড় বড় মসিবত।

আজকাল কাউকে যদি এ হাদিস বলা হয়, তখন তারা তিরস্কারের ভাষায় বলবে যদি এত সহজে এত বড় বড় বিপদ এত বড় বড় রোগ ভালো হয়ে যেত তাহলে এত ডাক্তার এত হাসপাতাল এত ঔষধের প্রয়োজন হতনা, কারন তাদের কাছে আল্লাহর উপর ঈমান নাই, অথচ ইসলাম আপনাকে ডাক্তারের কাছে যেতে নিষেধ করেনা, তবে ডাক্তার হবে মাধ্যম, প্রকৃত শেফা দেয়ার মালিক আল্লাহ সেটা অবশ্যই বিশ্বাস করতে হবে।

অনেক সময় দেখা যায় সামান্য রোগ কিন্তু কোন ডাক্তারই কোন ঔষধই তা নিরাময় করতে পারেনা, কারন ঔষধ ও ডাক্তারের হাতে নিরাময়ের ক্ষমতা নাই, নিরাময় বা আরোগ্য দেয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ।

(ইন্না কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ তাদফাউ আন কাঈলিহা তিছআতান ওয়া তিছঈনা মিনাল বালা আদনাহা আলহাম) বেশী বেশী লা ইলাহা ইল্লাল্লাহ পাঠক থেকে আল্লাহ তায়ালা ৯৯ বলা মসিবত দুর করে দেন।

(আদনাহা আল হাম) সবচেয়ে ছোট বলা হল বিষাদগ্রস্থতা হতাশা, যদি হতাশা ছোট বিপদ হয় বাকী ৯৮টি বিপদ হতাশা থেকেও বড় বড় যা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা দুর হয়ে যাবে।

মুসলিম শরীফের ৫৯ নং হাদিস

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ

আবূ হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ঈমানের শাখা সত্তরটিরও কিছু বেশি। অথবা ষাটটির কিছু বেশি। এর সর্বোচ্চ শাখা হচ্ছে (লা ইলাহা ইল্লাল্লাহ) এ কথা স্বীকার করা,

হজরত জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আল-হামদুলিল্লাহ। (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, ইবনে হিব্বান)

আমাদের উচিত হাটতে বসতে চলেতে ফিরতে এই কলমার জিকির করা যার বরকতে আমরা বড় ছোট ৯৯ টি মসিবত থেকে বেঁচে থাকতে পারব, আর যে ব্যক্তি বেশী বেশী এই জিকির করবে মৃত্যুর সময় তার মুখ থেকে এই কলমা জারি হয়ে যাবে, আর যার শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার জন্য জান্নাতের গেরান্টি রয়েছে, সুতরাং আমাদের দুনিয়া ও আখেরাতের অফুরন্ত কল্যাণের জন্য এই কলমার জিকির খুব বেশী বেশী করা উচিত। আল্লাহ তায়ালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন।

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.