৭টি আমলের ছাওয়াব মৃত্যুর পরও জারি থাকে যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়

 

৭টি আমলের ছাওয়াব মৃত্যুর পরও জারি থাকে



রাসুলুল্লাহ (দ) এরশাদ করেছেন

سَبْعٌ يَجْرِي لِلْعَبْدِ أَجْرُهُنَّ وَهُوَ فِي قَبْرِهِ بَعْدَ مَوْتِهِ

৭টি আমল এর ছাওয়াব মৃত্যুর পরও জারি থাকে

মৃত্যুর পর কবরের মধ্যেও ছাওয়া পৌঁছতে থাকে

مَنْ عَلَّمَ عِلْمًا
১. যে ব্যক্তি কাউকে বিদ্যা শিক্ষা দিবে

 أَوْ كَرَى نَهَرًا
২. অথবা যে ব্যক্তি নদী খনন করে দিবে

 أَوْ حَفَرَ بِئْرًا
৩. অথবা যে ব্যক্তি কুপ খনন করবে

أَوْ غَرَسَ نَخْلًا
৪. অথবা যে ব্যক্তি খেজুর গাছ লাগিয়ে দিবে

أَوْ بَنَى مَسْجِدًا
৫. অথবা যে মসজিদ তৈরী করে দিবে

 أَوْ وَرَّثَ مُصْحَفًا
৬. অথবা যে কুরআনের উত্তরাধিকারী রেখে যাবে

 أَوْ تَرَكَ وَلَدًا يَسْتَغْفِرُ لَهُ بَعْدَ مَوْتِهِ 
৭. অথবা
এমন সন্তান রেখে যাবে যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করবে

এসকল নেক কাজের ছোয়াব মৃত্যুর পরও
মৃত ব্যক্তি কবরে
লাভ করতে থাকবে

সুত্র:  বায্যার ১৩৯, বায়হাকী ৩৪৪৯

সুতরাং আমাদের উচিত, নিজে ধর্মীয় বিদ্যা শিখা অন্যকে শিক্ষা দেয়া, জনসাধারনের জন্য

কুপ, নদী খনন করা, গাছ লাগানো যাতে মানুষ গাছের ছায়ায় বসতে পারে, মসজিদ বানানো,

সম্পূর্ণ মসজিদ বানাতে না পারলেও মসজিদের
কাজে যথাসম্ভব সহযোগিতা করা,

সন্তানদেরকে কুরআনে হাফেজ বা আলেম বানানো,

এবং সন্তানদেরকে গুনাহ মাফের দোয়া
করার জন্য অছিয়ত করে যাওয়া

ভিডিওটি শেয়ার করে দীন প্রচারে অংশ নিন

আমাদের সকল ভিডিও আগেভাগে পেতে

সাবস্ক্রাইব করে রাখুন অনেক কিছু শিখতে পারবেন

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.