দ্রুত মালদার হওয়ার ওজিফা। ব্যবসায় উন্নতি, বেকারত্ব দুর, অভাব দুর করার আমল
দ্রুত
মালদার হওয়ার ওজিফা, বেকারত্ব, অভাব ও ঋণ থেকে মুক্তির দোয়া, ব্যবসায় লাভবান হওয়ার
আমল
যাদের আর্থিক অনটন আছে, রুজি রোজগার কম,
সব সময় অভাব লেগে থাকে, যাদের দোকান আছে- দোকানে বিক্রী বাড়াতে চান, ব্যবসায় উন্নতি
চান, যারা দ্রুত সময়ের মধ্যে মালদার হতে চান তাদের জন্য অত্যন্ত সহজ ও ছোট ছোট দোয়া
আমল ও ওজিফা আজ শেয়ার করব; আশা করি অত্যন্ত সহজ এই আমলগুলি করে আপনিও হতে পারে দ্রুত
সময়ে সবচেয়ে মালদার।
প্রথম আমল হল- রুজি রোজগার ব্যবসা বানিজ্য
করতে হবে সততার সাথে নির্লোভভাবে । কাস্টমারকে মিথ্যা বলা, ঠকানো থেকে ১০০% বিরত থাকতে
হবে। কাস্টমার ধনী হউক গরীব হউক সব ধরনের কাস্টমারের সাথে হাসিমুখে কথা বলতে হবে, কাস্টমারকে
ধমক দেয়া, কাস্টমারের আচরনে বিরক্তি প্রকাশ করা যাবেনা। ইনশা আল্লাহ দেখবেন আপনার ব্যবসায়
আল্লাহ তায়ালা অফুরন্ত বরকত দান করবেন। পক্ষান্তরে যে সব ব্যবসায়ী আল্লাহর নামে মিথ্যা
কসম করে পন্য বিক্রী করে মানুষকে ঠকায় তাদের ব্যপারে আল্লাহ সুরা আল ইমরানের ৭৭ নং
আয়াতে এরশাদ করেন
إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً أُوْلَـئِكَ لاَ خَلاَقَ لَهُمْ فِي الآخِرَةِ وَلاَ يُكَلِّمُهُمُ اللّهُ وَلاَ يَنظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
“যারা আল্লাহর প্রতিশ্রুতি
ও নিজের শপথ স্বল্প মূল্যে বিক্রয় করে, পরকালে তাদের কোন অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ
তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে (দয়ার দৃষ্টিতে) চেয়ে দেখবেন না, তাদেরকে পরিশুদ্ধ
করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।”
[সুরা ইমরান - ৩:৭৭]
ব্যবসায় উন্নতির দ্বিতীয় আমল হল- এক সাহাবী এসে হুজুর (দ) কে অভাব অনটন
ও দারিদ্রতার অভিযোগ করল, তখন হুজুর (দ) এরশাদ করেন তুমি যখনই তোমার ব্যবসা শুরু করতে
যাবে যখন দোকানের দরজা খুলবে তখন বলবে আসসালামু আলাইকুম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
রাসুলিল্লাহ, ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ১ বার সুরা এখলাস পড়বে।
একই আমল যখন নিজ ঘরে প্রবেশ করবে তখনও
করবে, প্রথমে সালাম দিবে এবং ১ বার সুরা এখলাস পড়বে, সাহাবী ফরমান যখন আমি সে আমলটি
করা আরম্ভ করলাম, কিছুদিনের মধ্যেই আমি আমার এলাকার সবচেয়ে বড় ধনী ও মালদার হয়ে গেলাম।
তৃতীয় আমল হল- যখন সুযোগ হবে তখন দোকানে
বসে বসে ৪টি জিকির বেশী বেশী করবেন; এই জিকিরগুলি করতে অজু লাগেনা।
১ম জিকির হল বেশী বেশী লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন
২য় জিকির হল বেশী বেশী এসতেগফার পড়বেন
(আসতাগফিরুল্লাহাল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি) এতটুকু
না পারলে শুধু আসতাগফিরুল্লাহ পড়বেন।
৩য় জিকির হল বেশী বেশী দরুদ শরীফ পড়বেন।
৪থ জিকির হল- বেশী বেশী পড়বেন সুবহানাল্লাহে ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল
আজিম এই দোয়াটি ইমাম বুখারী (রহ) তার হাদীস গ্রন্থের সবশেষ হাদিসে বয়ান করেছেন।
অতএব সারকথা হল, কাস্টমারকে ঠকাবেন না, দোকান খোলার সময় সালাম দিবেন
১ বার কুলহুয়াল্লা পড়বেন, নিজ ঘরে প্রবেশের সময়ও সালাম দিবেন ১ বার সুরা এখলাস পড়বেন,
দোকানে বসে বসে, কলমা, দরুদ শরীফ, এসতেগফার এবং বুখারী শরীফের সবশেষ হাদিসের দোয়া (সুবহানাল্লাহে
ওযাবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম) বেশী বেশী পড়বেন।
যারা ব্যবসায়ী আছেন তারা যদি এই সহজ ও ছোট ছোট আমলগুলি করেন তাহলে খুব
অল্প দিনের মধ্যেই আল্লাহ তায়ালা তাদের ব্যবসায় এমন বরকত দিবেন যে বরকত তারা কোনদিন
কল্পনাও করেননি।
কোন মন্তব্য নেই