স্বামীর জন্য দোয়া। ঘর থেকে বিদায় দেয়ার দোয়া

 

স্ত্রী নিজের স্বামীর জন্য এ দোয়া অবশ্যই করবেন



তিরমিযী ৩৪৪৩, ৩৪৪২ নং হাদিস

সালেম ইবন আব্দুল্লাহ ইবনে উমার হতে বর্ণিত, সফরকারীকে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার নিকটবর্তী হও, তোমাকে ঠিক সেইভাবে বিদায় দেব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় দিতেন। সুতরাং তিনি বলতেন,
أَسْتَوْدِعُ اللهَ دِينَكَ، وَأمَانَتَكَ، وَخَواتِيمَ عَمَلِكَ
আস্তাউদিউল্লা-হা দ্বীনাকা অআমা-নাতাকা অখাওয়াতীমা আমলিক। অর্থাৎ তোমার দ্বীন, তোমার সততা এবং তোমার কাজের পরিণাম আল্লাহকে সঁপে দিলাম।

আবার সুনানে ইবনে মাজা শরীফে ২৮২৫ নং হাদিস

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিদায় দিয়ে বলেনঃ

(আসতাও দিউকাল্লাহ, আল্লাজি লা তাদিও ওয়া দাইওহু)

 আমি তোমাকে আল্লাহর আমানতে সোপর্দ করলাম, যাঁর নিকট সোপর্দকৃত জিনিস ধ্বংস হয় না।

ঘরের মহিলারা তাদের স্বামী অফিসে বা বাজারে যাওয়ার সময় কিংবা সফরে যাওয়ার সময় এই দোয়া অবশ্যই করবেন, তেমনি সন্তানরা যদি স্কুলে যায় বা বাহিলে যায় তখনও সন্তানদের জন্য এই দোয়া দিবেন।

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.