সাবধান! ঘুমানোর পূর্বে এই ৭টি কাজ করবেন না!! করলে বিপদ হতে পারে!
সাবধান! ঘুমানোর পূর্বে এই ৭টি কাজ করবেন না!! করলে বিপদ হতে পারে!!
বিসমিল্লাহির
রাহমানির রাহিম,
ঘুমানোর আগে এই ৭টি কাজ করতে নিষেধ করেছেন
রাসুল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
মুমিনের প্রতিটি কাজই এবাদত, ঘুমও এর ব্যতিক্রম
নয়, যদি কোন ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও ইবাদতে পরিণত হয়।
রাতে ঘুমানোর আগে কিছু বর্জনীয় কাজ রয়েছে,
যদি কেউ এই কাজগুলি করে তবে কঠিন বিপদের সম্মুখিন হতেপারে। সে নিষিদ্ধ ৭টি কাজ এই ভিডিওতে
তুলে ধরা হল।
১) রাসূল (দ) রাতে দেরী করে ঘুমাতে নিষেধ
করেছেন, রাসুল (দ) রাতে গল্পগুজব ও গভীর রাত পযন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর
তাগিদ দিতেন, (মসনদে আবি ইয়ালা হাদিস নং ৪৮৭৯)
রাতে দেরী করে ঘুমানোর ফলে শরীরের যে ৮টি
মারাত্মক ক্ষতি হয়, (১) উচ্চ রক্তচাপ (২) ওজন বাড়া (৩) ব্রেনের পাওয়ার কমে (৪) আয়ু
কমে (৫) মানসিক অবসাদ ঘটে (৬) সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমে (৭) ত্বকের সৌন্দর্য্য কমে
(৮) হার্টের মারাত্মক ক্ষতি হয়
তাই রাতের বেলা সকল অহেতুক কাজ, ইন্টারনেট
ব্রাউজিং, কোন বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত।
২)কোন ঘরে একাকি ঘুমানোর ব্যপারে হাদিসে
নিষেধাজ্ঞা রয়েছে; ইবনে ওমর (রা) হতে বর্ণিত রাসুল (দ) কোন ঘরে একাকী রাত যাপন ও একাকী
সফর করতে নিষেধ করেছেন। (মসনদে আহমদ হাদিস ৫৬৫০)
৩) খোলা আকাশের নিচে ঘুমাতে নিষেধ করেছেন;
অনুরোপ ছাদেও ঘুমানো যাবেনা, নবী করিম (দ)এরশাদ করেন, যে ব্যক্তি বেষ্টনীহীন ছাদে রাতে
ঘুমায়, কোন দুঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোন জিম্মাদারী নেই। (আবু দাউদ হাদিস
নং ৫০৪১)
৪) খাবারের পাত্র খোলা রাখতে নিষেধ করেছেন-
জাবের (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (দ) বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে
রেখো, (বুখারী হাদিস ৩৩১৬)
রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র
না ঢাকলে তাতে ইঁদুর, তেলাপোকা,বা অন্য কোন পোকামাকড় এসে হানা দিতে পারে ফলে তা থেকে
ছড়াতে পারে মারাত্মক রোগ, ইতিহাসে ব্ল্যাক ডেথ নামক একটি অধ্যায় আছে, যাতে খাবারের
মধ্যে ইঁদুরের ছড়ানো ভাইরাসে প্রায় ১০ কোটি মানুষ মারা গিয়েছিল, রাতের বেলা আমরা ঘুমিয়ে
পরলে ইঁদুরের বিচরন বেড়ে যায়, খাবারদাবার ভালোভাবে না ঢাকলে তারা আমাদের খাবারে এসে
ভাইরাস ছড়াতে পারে
৫) ঘরের দরজা খোলা রাখতে নিষেধ করেছেন,
জাবের (রা) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (দ) বলেন, ঘরের দরজাগুলো বন্ধ রেখো, (বুখারী
৩৩১৬)
রাতে ঘুমানোর আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ
করে রাখা আবশ্যক। কারন রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে হতে পারে।
৬) নিদ্রাকালে বাতি জ্বালিয়ে রাখতে নিষেধ
করেছেন, জাবের (রা) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (দ) বলেন নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে
দিবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত বাতি টেনে নিয়ে যায়, এবং গৃহবাসিকে
জ্বালিয়ে পুড়িয়ে দেয়, (বুখারী হাদিস ৩৩১৬)
রাতে ঘুমানোর আগে ঘরের চেরাগ, মোমবাতি,
কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে, কারন এগুলো থেকে অনেক সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে, তাছাড়া
ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরী করতে ঘরকে অন্ধকার করে নেওয়া জরুরী।
কারন অন্ধকার শরীর থেকে ঘুমানোর সময় মেলাটোনিন
হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে, যা শান্তির ঘুমের সহায়ক,
৭) বিছানা না ঝেড়ে ঘুমাতে নিষেধ করেছেন-
রাসূল (সা.) ইরশাদ করেছেন,যদি তোমাদের কোন ব্যক্তি শয্যা গ্রহণ করতে যায়, তখন সে যেন
তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়। কারণ, সে জানে না যে, বিছানার উপর
তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোন কিছু আছে কিনা। বুখারি, হাদিস: ৬৩২০ কাজেই ঘুমানোর আগে
বিছানা ঝেড়ে পরিষ্কার করে ঘুমানো উচিৎ। যাতে বিছানায় ক্ষতিকর কোনো পোকা-মাকড় না থাকে।
কোন মন্তব্য নেই