ডিপ্রেশন হতাশা দুর করার ওজিফা। হতাশা থেকে বাঁচার উপায়।



আজ আমরা জিকির ও দরুদ পড়াও ছেড়ে দিয়েছি, আল্লাহ জিকিরের মধ্যে এত বেশী খাজানা রেখেছেন, আর আল্লাহর পয়গাম্বরের উপর দরুদ প্রেরণের মধ্যে এত বেশী খাজান রেখেছেন, মুসলমান তাও ভুলে গেছে।রাসুলে আকরাম (দ) এর ব্যপারে যখন শত্রুরা এই ফয়সালা করে নিল - লাঠি ও খোলা তরবারী নিয়ে তারা দরজার বাইরে লাইন ধরে দাঁড়িয়ে গেল, মুহাম্মদে করিম ঘর থেকে বের হলেন আর তখন নুরানি জবানে উচ্চারিত হচ্ছিল (হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল) আল্লাহ শত্রুদেরকে অন্ধ করে দিলেন তিনি তাদের সামনে দিয়েই চলে গেলেন, পেরেশানতো সে হবে যার কাছে তাওয়াক্কুল নাই, যার কাছে ঈমান নাই।যার কাছে রবের উপর ভরসা নাই। আমাদেরতো রবের উপর একিন আছে ভরসা আছে। তাই অন্তরে কোন অশান্তি আসলে তার জন্য আছে জিকির, (আলা বি জিকরি ল্লাহে তাতমাইন্নুল কুলুব) অন্তরের শান্তি আল্লাহ তায়ালা জিকিরের মধ্যে রেখেছেন। ইবরাহিম (আ) এর জন্য শত্রুরা অগ্নিকুন্ড তৈরী করল সে আগুনে মিনজেনিকের মাধ্যমে ইবরাহিম কে নিক্ষেপ করল আর সে আগুনও কিন্তু আল্লাহর সৃষ্টি তাই আল্লাহর হকুমে সে আগুনও ঠান্ডা হয়ে গেল। আল্লাহ তায়ালা হকৃম দিলেন (কুলনা এয়া নারু কুনি বারদাও ওয়াছালামান আলা ইবরাহিম) আগুনে যখন হযরত ইবরাহিম নিক্ষিপ্ত হল তখন তার জবানে ১টাই জিকির ছিল (হাসবিয়াল্লাহু ওয়ানেমাল ওয়াকিল) শুধু সে রশিতে আগুন লেগে জ্বলে গেল যে রশি দিয়ে ইবরাহিমকে বাঁধা হয়েছিল, বাকী ইবরাহিমের ১টি পশমও আগুন জ্বালাতে পারলনা। ইবরাহিমকে আগুন থেকে বাঁচানে ওয়ালা আজো আছেন, মুহাম্মদ (দ) এর শত্রুদেরকে অন্ধ করে যিনি দিয়েছেন তিনি আজো আছেন। তার জিকির করে দেখুন, চলতে ফিরতে অভ্যাস করুন  আসতাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ, হাসবিয়াল্লাহু ওযানেমাল ওয়াকিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন , এয়া হাইয়্যু এয়া কাইয়্যুম বিরাহমাতিকা আসতাগিছ, আল্লাহাআল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইয়া,  এরপর বেশী বেশী দরুদ পড়ুন বিশেষ করে জুমার দিন, আর ১ বার দরুদ পড়লে ১০ নেকি, ১০ গুনাহ মাফ, ১০ দরজা বুলন্দ হবে। আর রব তায়ালা ৭০ রহমত নাজিল ফরমান। আর ট্রিলিয়ন ফিরিশতা দরুদ পাঠকারী মানুষের জন্য বরকত বকশিশ ও মাগফেরাতের দোয়া করেন,

আর অপর রেওয়ায়েতে আছে যে বেশী বেশী এসতেগফার করে (ইজান তুকফা হাম্মাক, ওয়া ইউগফারু লাকা জাম্বুক) জিন্দেগির সকল গুনাহও মাফ রব তায়ালা সকল দুঃখ বিপদও দুর করে দিবেন। এসব জিকির করতে আজ লোক খুব কম দেখা যায় । কিন্তু যারা আমল করেন আল্লাহ তায়ালা তাদেরকে জিন্দেগীতে কোন পেরেশানির সম্মুখিন হতে দেন না।


কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.