সকাল সন্ধ্যা ৩বার দোয়াটি পড়ুন,সকাল সন্ধ্যার আমল
সকাল সন্ধ্যা
৩বার দোয়াটি পড়ুন,সকাল সন্ধ্যার আমল
সকাল সন্ধ্যায় ১টি দোয়া ৩ বার পড়লে আল্লাহ
এমন নেয়ামত দিতে থাকবেন বান্দা বলে উঠবে ওহে আল্লাহ আর প্রয়োজন নাই
প্রথমে কি কি নেয়ামতের সুসংবাদ আছে তা
জেনে নিন তারপর দোয়াটি বলব তাহলে আপনার শেখার আগ্রহ সৃষ্টি হবে
প্রথম নেয়ামত- যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি ৩ বার পড়বে তার
জন্য প্রথম নেয়ামত হল (গুফিরা লাহু জুনুবু) আল্লাহ তায়ালা তার গুনাহ সমুহ মাফ করে দেন
দ্বিতীয় নেয়ামত- কিয়ামতের দিন যখন সকলে অন্যের কাছ থেকে পালিয়ে যাবে,
তখন এই কলমাটি যারা পাঠ করত তাদের জন্য মুহাম্মদ (দ) সুপারিশ করবে
তৃতীয় নেয়ামত- রাসুলুল্লাহ (দ) এরশাদ করেন (লা আখুজান্নাহু, বিয়াদিহি
আনাজ্জাঈম ) হে লোকেরা আমি এই কথার গেরান্টি ও জামানত দিচ্ছি যে এই আমলটি করবে আমি
নিজ হাতে হার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব।
চতুর্থ নেয়ামত- যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি ৩ বার পড়বে (কানা
হাক্কান আলাল্লাহ, আন ইউরদিয়াহু এয়াউমাল কিয়ামা) জান্নাতে যতক্ষন সে নিজ মুখে না বলবে হে আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গেছি, ততক্ষন আল্লাহ
তায়ালা তাকে নেয়ামত দিতে থাকবেন।
৫ম নেয়ামত- যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে যদি দুনিয়ার কোন
জালেম বাদশা বা কোন জালেমের জুলুমের কারনে ভীত হয়,তাহলে এই দোয়াটির সাথে আরো ১টি বাক্য
মিলিয়ে নিবেন (ওয়াবিল কুরআনি হাকামা) আমি কুরআনকে আমার হাকিম মান্য করি। তাহলে আল্লাহ
তাকে জালেমের জুলুম থেকে মাহফুজ রাখবেন
এবার আসুন সে দোয়াটি জেনে নিই- দোয়াটি হল (রাদ্বীতু
বিল্লাহি রাব্বা, ওয়াবিল ইসলামি দ্বীনা, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা) আর যারাজালেমের
ভয় করেন তারা বলবেন
(রাদ্বীতু বিল্লাহি রাব্বা, ওয়াবিল ইসলামি
দ্বীনা, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা) (ওয়াবিল কুরআনি হাকামা)
ফজরের নামাজের পর ৩ বার মাগরিবের পর ৩
বার পড়বেন।
কোন মন্তব্য নেই