প্রতিটি কদমে কদমে সফলতার কোরআনি দোয়া

 

প্রতিটি কদমে কদমে সফলতার কোরআনি দোয়া



জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কদমে সফলতা লাভের জন্য পবিত্র কুরআনেই আছে একটি অত্যন্ত জামে দোয়া, সে দোয়াটির ব্যপারে আলোচনা করেছেন চীপ জাস্টিস আল্লামা তকি ওসমানি হাফিজাহুল্লাহ

তিনি বলেন- প্রত্যেক মানুষ কখনো না কখনো কোন না কোনভাবে কোথাওনা কোথাও প্রবেশ করে, কখনো ঘরে প্রবেশ করে, কখনো মসজিদে, কখনো বাজারে, কখনো অফিসে, কখনো দোকানে, কখনো মাদ্রাসায়, কলেজে।

আর ঘরে যখন প্রবেশ করে তখন সকলেই চায় ঘরের পরিবেশ যেন ভালো দেখা যায়, ঘরের সকলে যেন নিরাপদে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, সকলেই এটা চায়। তেমনি ভাবে ঘর থেকে যখন বের হয় কোন কাজের জন্য বের হয় তখনও সকলে চায় যেন সহি সালামতে সুন্দর ভাবে বের হয়, নিরাপদে রেব হয়। যে মকসদে বের হচ্ছে সে মকসদে যেন সফলতা আসে। তেমনি কেহ যদি কোন কাজে যায় কোন চাকরিতে যায় কোন অফিসে যায়, সে অফিস সে কমস্থলও যেন নিরাপদ হয়, তাতে যেন কোন ধরনের বাধা বিপত্তি না থাকে, কোন ধরনের শত্রুতামি না থাকে, সেটা সকলেই চায়। ব্যবসায়ীরা ব্যবসার জন্য যখন দোকানে প্রবেশ করেন তখনও তারা চান যেন প্রতিদিন ব্যবসার কাযক্রম সুন্দর সুষ্ট ও নিরাপদ হয়, কোন ধরনের বিপদ লোকসান যাতে না হয় সেটা সকল ব্যবসায়ীরা চায়। ঠিক তেমনি ভাবে ছাত্র ছাত্রী রা যখন স্কুল মাদ্রাসা কলেজে যায় সে প্রতিষ্ঠানে যখন প্রবেশ করে প্রতিষ্ঠানে যেন কোন ধরনের অঘটন না ঘটে, কোন বিপদ না ঘটে, সকল ক্লাস যেন নিরাপদে করতে পারে, সকল লেকচার যেন ভালো ভাবে বুঝতে পারে, সকল পড়া যেন ঠিকভাবে দিতে পারে, সেটা সকল ছাত্র ছাত্রী চায়। তেমনি কেহ চিকিৎসার জন্য যখন ডাক্তারখানায় যায় হাসপাতালে যায় তখন সে কামনা করে যেন কোন ভালো ডাক্তার মিলে যায়, ভালো চিকিৎসা মিলে যায়, আর হাসপাতাল থেকে যখন বের হয় তখন যেন সুস্থ হয়ে বের হয়ে আসতে পারে,

এভাবে মানুষ যদি চিন্তা করে তার প্রত্যহিক জিবনে কোথাও না কোথাও প্রবেশ করছে, আবার কোথাও না কোথাও থেকে বের হচ্ছে, তাদের জন্য এমন এক আম এবং জামে দোয়া আল্লাহ তায়ালা তলকিন ফরমায়েছেন। যখনই কোন স্থানে প্রবেশ করবেন এই দোয়াটি পড়ে নিন।

দোয়াটি হিজরতের সময় আল্লাহ তায়ালা আমাদের নবীজিকে শিক্ষা দিয়েছেন,  আর সে হিজরতের পরই মুলত ইসলামের বিজয় ইসলামের সফলতা শুরু হয়ে গেল।

দোয়াটি সুরা বনি ইসরাইলের ৮০ নং আয়াতে আছে

 رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا

রাব্বি আদখিলনি মুদখালা ছিদক্বিও ওয়া আখরিঝনি মুখরাঝা ছিদক্বিও ওয়াঝআললি মিল্লাদুনকা সুলত্বানান নাছিরা। (সুরা বনি ইসরাইল : আয়াত ৮০)

হে পালনকর্তা! আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য।

সুতরাং ঘর থেকে বের হতে, ঘরে প্রবেশ করতে, বাজারে যেতে, বাজারে ঢুকতে, দোকানে ঢুকতে বের হতে, অফিসে ঢুকতে বের হতে, মাদ্রাসা স্কুল কলেজে ঢুকতে বের হতে, বিদেশে যেতে, সফরে বের হতে, যে কোন কাজে বের হতে এই আয়াতটি পড়ে বের হলে আল্লাহ তায়ালা আপনাকে প্রতিটি কদমে কদমে কামিয়াবি দান করবেন।

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.