প্রতি কদমে কদমে সফলতার দোয়া Dua for Success

 

প্রতি কদমে কদমে সফলতার দোয়া, দ্রুত ধনী হওয়ার আমল ও 

প্রতি কদমে সফলতার জন্য হযরত খিজির (আ) এর ৫টি নসিহত



প্রিয় বন্ধুরা আজ এমন ৩টি ওজিফা আপনাদের সাথে শেয়ার করব যে ওজিফা গুলি খুবই সহজ কিন্তু এর ফজিলত তুলনাহীন, আপনি এই ওজিফার বরকতে কোনদিন ব্যথ হবেন না ইনশা আল্লাহ, আল্লাহ তায়ালা আপনার সকল কাজে সফলতা দান করবেন, প্রতি কদমে কদমে আপনি সফলতা লাভ করতে পারবেন।

২য় ওজিফাটি হযরত মুসা (আ) কে হযরত খিজির (আ) দিয়েছেন তাও খুবই ইন্টারেস্টিং

 বিশেষ করে সবশেষে যে ওজিফাটি বলব সেটি সবচেয়ে সহজ কিন্তু এই সহজ ওজিফাটি করলে আপনি এলাকায় সবচেয়ে ধনী লোক হয়ে যাবেন, খুব অল্প দিনেই আপনি আর্থিক সফলতা লাভ করতে পারবেন। তাই আসুন খুব মনযোগ দিয়ে সবগুলি ওজিফা বিস্তারিত জেনে নিই।

প্রথম ওজিফা হল কোরআনের আয়াতের ওজিফা

প্রতিটি মানুষ কোথাও না কোথাও প্রবেশ করছে কিংবা বের হচ্ছে। আর প্রত্যেকেই চাই প্রতিটি ক্ষেত্রে যেন ভাল কিছু নজরে পরে, যখন ঘরে প্রবেশ করে তখন কামনা করে যেন ভালো কিছু চোখে পরে। প্রত্যেকে চাই আমার ঘরের বাসিন্দারা সুন্দর চরিত্রের হউক। শান্ত মেজাজের নিরাপদ হউক। সুস্থ সবল হউক। খোশ মেজাজের হউক। যখন ঘর থেকে বের হয় তখনও সে এমনই কামনা করে বের হয়। তেমনি ভাবে কেহ চাকরীজিবী সে যখন চাকরীতে ঢুকে তখনও তার কামনা থাকে নিরাপদ জীবনের, কেহ মাদরাসা স্কুল কলেজে শিক্ষক সেও যখন প্রতিষ্ঠানে প্রবেশ করে তখনও কামনা করে নিরাপদ সময় কাটানোর, তেমনি ছাত্র ছাত্রী যারা তারাও একই কামনা করে, যেন ভালো ভাবে পড়া বুঝে আসে, সঠিক শিক্ষা অজিত হয়, তেমনি কেহ হাসপাতালে প্রবেশ করছে সেও এটাই কামনা করে যেন কোন ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, দুঃসংবাদ বা কোন দুরারোগ্য ব্যধীর সংবাদ যেন না শুনে, যেন একজন ভাল ডাক্তারের সাথে মোলাকাত হয়, ভালো ঔষধ যেন হয় যা খেয়ে যেন সহসাত সুস্থতা হাসিল হয়, এভাবে প্রতিটি কদম কদম কামিয়াবি, মনের আকাংখা পুরণ, নিরাপত্তা, শান্তির জন্য মানুষ ১টি কুরআনের দোয়ার আমল করতে পারে, যখনই কোথাও প্রবেশ করে তখন এই দোয়া পড়তে হবে যে দোয়াটি আল্লাহ তায়ালা একটি স্বয়ং সম্পূর্ণ দোয়া জামে দোয়া হিসেবে তলকিন ফরমায়েছেন যখনই কোথাও প্রবেশ করেন তখন এই দোয়াটি করে নিবেন- সুরা বনি ইসরাইলের ৮০ নং আয়াতে দোয়াটি আছে

 

رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا

উচ্চারণ : রাব্বি আদখিলনি মুদখালা ছিদক্বিও ওয়া আখরিঝনি মুখরাঝা ছিদক্বিও ওয়াঝআললি মিল্লাদুনকা সুলত্বানান নাছিরা। (সুরা বনি ইসরাইল : আয়াত ৮০)

অনুবাদঃ হে পালনকর্তা! আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য। [ সুরা বনী-ইসরাঈল ১৭:৮০ ]

হিজরতের সময় আল্লাহ তাআলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দোয়া শিক্ষা দেন। মক্কা থেকে বের হওয়া থেকে শুরু করে মদিনায় পৌঁছা পর্যন্ত সমূহ বিপদাপদ থেকে নিরাপদ থেকে সফর সম্পন্ন হয়

সুতরাং প্রত্যেক কাজে প্রবেশে, প্রত্যেক সফরে, দৈনন্দিন সকল কাজে কামিয়াবির জন্য নিরাপত্তার জন্য কুরানের সুরা বনি ইসরাইলের এই আয়াতটি দ্বারা আল্লাহর কাছে দোয়া করবেন আর নিজ চোখে দেখবেন আল্লাহর সাহায্য।

২য় ওজিফা যা হযরত মুসাকে হযরত খিজির (আ) দিয়েছেন

একদিন হযরত আলী (রাঃ) লোকজনকে নসিহত করছিলেন,

এমন সময় একজন প্রশ্ন করল হে আলী আমাকে দুনিয়ার জীবনের এমন গোপন রহস্য বলে দিন যাতে দুনিয়ার সকল নেয়ামত আমার কদমে এসে যায়।

তখন হযরত আলী (রাঃ) বললেন- যখন হযরত মুসা (আঃ) হযরত খিজির (আঃ) থেকে পৃথক হচ্ছিলেন তখন হযরত মুসা (আঃ) হযরত খিজির (আঃ) কে আরজ করলেন আমাকে এমন কিছু জ্ঞানের কথা বলুন যা সফলতার চাবিকাঠি।

তখন হযরত খিজির (আঃ) হযরত মুসাকে ৫টি গোপন জ্ঞানের কথা বলে দিলেন-

তখন সে লোক প্রশ্ন করল হে আলী সে গোপন জ্ঞানের কথা কি?

হযরত আলী (রাঃ) বললেন

প্রথম অছিয়ত- খবরদার ঝগড়া ফাসাদ থেকে বেঁচে থাকবে
দ্বিতীয় অছিয়ত- কোন কাজ ছাড়া কোথাও যাবে না

তৃতীয় অছিয়ত- বেহুদা কথাবার্তায় কখনো হাসবে না

চতুর্থ অছিয়ত- নিজের ভুল ত্রুটিগুলিকে বার বার স্মরণ কর এবং সে ভুল সংশোধন করার চেষ্টায় লিপ্ত থাকবে

পঞ্চম অছিয়ত- মানুষের ভুলত্রুটি সমুহ মানুষের সামনে প্রকাশ করবে না।

মনে রাখবে যে মানুষ এই ৫টি অছিয়তের উপর আমল করবে তাহলে দুনিয়ার সকল নেয়ামত তার কদমের নিচে হবে।আর আল্লাহ তার সম্মান মানুষের কাছে বাড়িয়ে দিবেন।

বিশিষ্ট সাহাবী হযরত সাহল ইবন সাদ সায়েদি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে দারিদ্র্যের অভিযোগ করল, (সে বলল আমি খুবই দরিদ্র দারিদ্রতা যেন আমাকে গিলে খাবে, কোন কাজ কারবারেই সফলতা অর্জন করতে পারি না, যে কাজই শুরু করি তাতেই ব্যর্থ হয়ে যাই) তখন  মহানবী (সা.) তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সুরা ইখলাস পড়বে। রাবি বলেন সে লোকটি বিশ্বনবীর শিখিয়ে দেয়া এই সহজ আমলটি করার ফলে কিছু দিনের মধ্যে তার দারিদ্র্য দূরীভূত হয়ে যায়। এমনকি সে তার এলাকায় সবচেয়ে ধনী লোকে পরিনত হয়ে যায়, এই আমল করার পর সে যে কাজই শুরু করত তাতেই সে সফলতা পেয়ে যেত, এবং অল্প সময়েই তার সকল অভাব অনটন দারিদ্রতা দুরিভুত হয়ে গেল। এ হাদীসটি ইমামে কুরতুবি তার বিখ্যাত তফসীরের কিতাব তফসীরে কুরতুবির ২০ তম খন্ডের ১৮৫ পৃষ্ঠায় উল্লেখ করেছেন।

অতএব আসুন আমরা আজ থেকে যখনই ঘরে প্রবেশ করব সালাম দিব, এরপর ১ বার শুধু সুরা এখলাস পাঠ করব, তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তায়ালা আমাদের সকল কাজে বরকত দান করবেন সফলতা দান করবেন দারিদ্রতা অভাব অনটন দুর করে দিবেন।

জন্ম আমার নবীর যুগে

হলে কেমন হতো

দুনয়নে রাসুলে (দঃ) পাক

দেখিলে কেমন হতো

আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান

যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান..২

দয়াল নবীর পিছে নামায পডলে কেমন হতো।।

দ্বীনি কতো আলোচনায় থাকতাম আমি অধম

সামনে রাসুলে (দঃ) পাক হতো পাশে সাহাবাগণ..২

বুবকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো।।

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.