পরীক্ষায় ভালো রেজাল্ট করার দোয়া আমল DUA FOR EXAM SUCCESS

 

AMAZING DUA FOR EXAM SUCCESS

পরীক্ষায় ভালো রেজাল্ট করার

 অসাধারণ ৩টি দোয়া আমল ওজিফা



অবশ্যই জ্ঞান দেয়ার মালিক আল্লাহ তাই আল্লাহর কাছে দোয়া করলে এর বরকতে পরীক্ষায় আল্লাহর তায়ালা গায়েবী সাহায্য করবেন, তবে দোয়া করতে হবে খালেছ নিয়তে, সন্দেহ বা যাচাই করার নিয়তে করলে হবেনা। সামনে এইস এস সি পরীক্ষার্থীরা সহ যে কোন পরীক্ষার্থীরা এই আমল দোয়া ওজিফাগুলি করতে পারবেন, ইনশাআল্লাহ তাদের পরীক্ষাও ভালো হবে রেজাল্টও ভালো হবে

পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য প্রথম দোয়া ওজিফা হল Capture.JPG

Capture.JPG

আল্লাহুম্মা ইন্নি আসতাউদিউকা মা কারাতু ওয়ামা হাফিজতু ফারুদ্দাহু আলাইয়্যা ইনদা হাজাতি ইলাইহ, ইন্নাকা আলা মা তাশাউ কাদিরুন ওয়া আনতা হাসবি ওয়া নেমাল ওয়াকিল।

অর্থ্যাৎ-হে খোদা, আমি যা পড়েছি এবং যা মুখস্থ করেছি তা আমি আপনার কাছে সোপর্দ করছি। আমার যখন এটি প্রয়োজন তখন তা আমাকে ফিরিয়ে দিও। আপনি যা চান তা করতে সক্ষম।

এই দোয়াটি পরীক্ষার জন্য পড়ালেখা শেষ করে করবেন।

২য় ওজিফা হল পরীক্ষার জন্য যখন পড়তে বসবেন অজু করে পড়তে বসবেন, পড়ার আগে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে পড়া শুরু করবেন, এরপর ৩ বার পড়বেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লে আলা সৈয়্যদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সৈয়্যদিনা মুহাম্মদ ওয়াবারিক ওয়াসাল্লিম এরপর ১বার পড়বেন রব্বি জিদনি এলমান, এরপর ১বার পড়বেন রব্বিশরহলি ছদরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উক্বদাতাম মিল লিসানি, ইয়াফক্বাহূ ক্বওলি। এরপর ১ বার সুরা আলামনাশরাহলাকা সাদরাক পড়ে পড়ালেখা শুরু করবেন। এই সুরাটি পড়ে যে কোন পড়া পড়লে তা সহজে মুখস্ত হয়ে যায়।

সুরা আলাম নাশরাহ হল

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ

আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? [সুরা আলাম-নাশরাহ - ৯৪:১]

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ

আমি লাঘব করেছি আপনার বোঝা, [সুরা আলাম-নাশরাহ - ৯৪:২]

الَّذِي أَنقَضَ ظَهْرَكَ

যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৩]

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ

আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৪]

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৫]

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৬]

فَإِذَا فَرَغْتَ فَانصَبْ

অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৭]

وَإِلَى رَبِّكَ فَارْغَبْ

এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। [সুরা আলাম-নাশরাহ - ৯৪:৮]

 

তৃতীয় ওজিফা হল পরীক্ষার দিনসমুহে মাগরিবের নামাজের পর ৩ বার দরুদ শরীফ পড়বেন তারপর ১০০ বার পড়বেন এয়া সুব্বুহু, এয়া কুদ্দুসু, এয়া গাফফারু, এয়া ওয়াদুদু তারপর ৩ বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে পরীক্ষায় ভালো করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।

 

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.