টেনশন বিপদ থেকে মুক্তির আমল, ঋণ থেকে মুক্তির দোয়া

                                                       বিসমিল্লাহির রাহমানির রাহিম

টেনশন বিপদ থেকে মুক্তির আমল, ঋণ থেকে মুক্তির দোয়া



প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম

যারা টেনশনে আছেন বিপদে আছেন ঋণে ডুবে আছেন তাদের জন্য সুখবর, এই রজব মাসব্যাপী কয়েকটি সহজ আমল দোয়া করতে থাকুন, ইনশা আল্লাহ রজব মাস শেষ হওয়ার আগেই আপনার সব টেনশন সকল বিপদ সকল ঋণ আল্লাহ তায়ালা দুর করে দিবেন

প্রতিটি দোয়া আমল হাদিস শরীফ থেকে বননা করব, তাই খুব মনযোগ দিয়ে প্রতিটি হাদিস শুনবেন

প্রথম হাদিসটি  আবু দাউদ শরীফের ১৫৫৫ নং হাদিস মোতাবেক দোয়া যে দোয়াটি পড়লে আল্লাহ তায়ালা আপনার সকল দুশ্চিন্তা টেনশন দুর করে দিবেন, এবং যত ঋণ আছে সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবূ উমামাহ নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাকে বললেনঃ হে আবূ উমামাহ! কি ব্যাপার! আমি তোমাকে সালাতের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি? তিনি বললেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহর রসুল! তিনি বললেনঃ আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিবো না, তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দুর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিবেন? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ, হে আল্লাহর রসূল! (আমাকে অবশ্যই শিখান) তিনি বললেনঃ তুমি সকাল-সন্ধ্যায় এ দোয়াটি পড়বে

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ "

 

আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান,

আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা অস্থিরতা থেকে আশ্রয় চাই

ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল,

আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা হতে,

ওয়া আউজুবিকা মিনাল জুবুনি ওয়াল বুখুল

আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পন্য হতে

ওয়া আউজুবিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কাহরির রিজাল

আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল হতে’’

আবূ উমামাহ (রাঃ) বলেন, আমি (কিছুদিন) সে দোয়াটি (সকাল সন্ধ্যায়) পাঠ করলাম করলাম। ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যাবস্থাও করে দিলেন

বিপদ দুর করার আরো ১টি আমল হাদিস থেকে জেনে নিই

তিরমিজি শরীফের ৩৩৮১ নং হাদিস

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কোন ব্যক্তি আল্লাহর কাছে কোন দুআ করলে আল্লাহ তাআলা তার হয়ত সে দুআ কবূল করেন অথবা  কোন বিপদকে তার ওপর থেকে দূরে সরিয়ে দেন,

তবে এর জন্য ২টি শর্ত আছে () যদি সে গুনাহের দোয়া না করে () আত্মিয়তার সম্পর্কচ্ছেদের জন্য দোয়া না করে তাহলে তার যে কোন দোয়ার বরকতে আল্লাহ তায়ালা তার বিপদকে দুর করে দিবেন

অতএব আমাদের উচিত সদা সবদা আল্লাহর কাছে দোয়া করা, গুনাহ মাফের দোয়া করতে পারেন, রিজিকে বরকতের দোয়া করতে পারেন, নিজের জন্য দোয়া করতে পারেন অন্যের জন্য দোয়া করতে পারেন যে কোন দোয়াই করুন এর বদলার মধ্যে ১টি বদলা হল আল্লাহ আপনার বিপদ দুর করে দিবেন যেমন আপনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে ১ কোটি টাকার ব্যবস্থা করে দেন এখন আপনার যদি ১ কোটি টাকার ব্যবস্থা নাও হয় এই দোয়ার বদলায় আল্লাহ আপনার ১টি বিপদ দুর করে দিবেন

আগত বিপদ থেকে বাঁচার ১টি আমল

ইবনে মাজার এক হাদিস বান্দা যখন গুনাহ করেন তখন তার গুনাহের কারনে তার জন্য কোন বিপদ ঝুলে থাকে যা তার উপর আপতিত হবে, কিন্তু সে যখন দোয়া করতে থাকে তার সে দোয়ার বরকতে আল্লাহ তায়ালা তার জন্য যে বিপদ তৈরী হয়ে আছে সে বিপদ দুর করে দেন

যেমন ইবনে মাজার ৪০২২ নং হাদিস

সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সৎকর্ম ব্যতীত অন্য কিছু আয়ুস্কাল বাড়াতে পারে না এবং দোয়া ব্যতীত অন্য কিছুতে তাকদীর পরিবতন হয় না। মানুষ তার পাপকাজের দরুন তার প্রাপ্য রিযিক থেকে বঞ্চিত হয়। 

এই হাদীসেও দেখা যায় দোয়া দ্বারা তকদীরও পরিবতন হয় অতএব আপনার তকদিরে যদি কোন বিপদ আপদ নির্ধারিত হয় যা আপনার গুনাহের কারনে রেডি হয়েছে তা আপনার দোয়ার দ্বারা পরিবতন হয়ে যেতে পারে তাই গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে নেয়া উচিত তওবা করে নেয়া উচিত

আর তিরমিজি শরীফের ৩৫৭১ নং হাদিসে আছে আল্লাহ তায়ালা বান্দার দোয়াকে খুব বেশী ভালো বাসেন

অপর হাদিসে আছে যে বান্দা বেশী বেশী দোয়া করেন তার জন্য আল্লাহ তায়ালা তার রহমতের দরজা খুলে দেন

সুতরাং আমাদের উচিত সকালে সন্ধ্যা দিনে রাতে প্রতি নামাজের পর সদা সবদা আল্লাহর কাছে দোয়া করতে থাকা তবে সে দোয়াতে যেন কোন গুনাহের প্রাথনা এবং কোন আত্মিয়ের ক্ষতির প্রাথনা না থাকে

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.