১৫ রমজান জুমাবার বিশ্ববাসীর জন্য মহাবিপদ বাঁচার ৬টি দোয়া ও আমল
১৫ রমজান জুমাবার বিশ্ববাসীর জন্য মহাবিপদ
বাঁচার ৬টি দোয়া ও আমল
হাদীসে আছে ১৫ রমজান শুক্রবার হলে একটি ভয়ংকর
আওয়াজ হবে, এ বছর ১৫ রমজান জুমার দিন সেদিন হাদীস শরীফে ৬টি আমলের কথা বলা হয়েছে
যারা এসব আমল করবে তারা নাজাত পাবে আর যারা এসব আমল করবেনা তারা ধ্বংস হবে, আজকে
আমি সে আমলসমুহ হাদীস শরীফের আলোকে আপনাদের সামনে তুলে ধরব – প্রত্যেকের জন্য
আগামী জুমার দিনের আগে এ আমলগুলি শিখে রাখা জরুরী।
১৫ রমজান যদি শুক্রবার হয় সেদিন একটি ভয়ংকর আওয়াজ হবে – এই হাদিসটি মুসনদ আল শাশির মধ্যে রয়েছে হযরত ইবনে মসউদ (রা) এই হাদিস খানার বর্ণনাকারী। সত্যি সত্যিই ১৫ রমজান যদি শুক্রবার হয় সেদিন একটি ভয়ানক বিকট শব্দ হবে, তবে সেটি এ বছর হবে কিনা তা সিওর না। তবে কেয়ামতের আগে আগে এই ঘটনা অবশ্যই হবে, যদি এ বছর হয় তখন কি করবেন? তাই বাঁচতে হলে জানতে হবে।
হাদীসের মধ্যে আছে এই ঘটনা যে বছর হবে সে বছর ১৫ রমজান হবে জুমার দিন, সে বছর খুব বেশী ভুমিকম্প হবে, ১৫ রমজান জুমার দিন ফজরের নামাজের পরপর একটি বিকট আওয়াজ শুনা যাবে,
সতকতা স্বরুপ হাদীসে ৬টি আমল ও দোয়ার কথা বলা হয়েছে তা কি কি প্রত্যেকের জেনে রাখা দরকার
প্রথম কাজ হল সেদিন ফজরের নামাজের পর (ফা আদখিলু বুয়ুতাকুম) বাহিরে থাকবেন না ঘরে ঢুকে যাবেন
দ্বিতীয়ত (ওয়া আগলিকু আবওয়াবাকুম ওয়া সাদ্দু কাওয়াকুম) সকল দরজা জানালা ভেনটিলেটর বন্ধ করে দিবেন
তৃতীয়ত (ওয়া দাচ্ছিরু আনফুসাকুম) কম্বল দিয়ে নিজেকে ঢেকে রাখবেন
চতুথত (ওয়া ছাদ্দু আজানাকুম) কানসমুহ বন্ধ করে নিবেন
পঞ্চমত যদি আওয়াজ শুনতে পান সে অবস্থায় (ফা হাররুল ল্লাহা সুজ্জাদা) সিজদায় পতিত হয়ে যাবেন
ষষ্টত সিজদায় গিয়ে বলবেন (সুবহানাল কুদ্দুস সুবহানাল কুদ্দুস রাব্বুনাল কুদ্দুস।
এই দিন ফজরের নামাজ পড়ে ঘরে প্রবেশ কর, দরজা জানালা ভালোভাবে বন্ধ করে নাও, নিজেকে কম্বল দিয়ে ঢেকে নাও, কান বন্ধ করে নাও, সে আওয়াজ যদি শুনা যায় সাথে সাথে সিজদায় পতিত হয়ে যাও আর সিজদায় গিয়ে বলতে থাক সুবহানাল কুদ্দুস সুবহানাল কুদ্দুস রাব্বুনাল কুদ্দুস। যে এমন করবে নাজাত পাবে আর যে করবেনা সে ধ্বংস হবে।
এটাই হল হাদীসের মূল কথা তবে কোন সালে এমন ঘটনা হবে তা নিদৃষ্ট নাই, তা এ বছরও হতে পারে কিংবা পরবর্তীতে কোন বছর ১৫ রমজানে জুমার দিন হতে পারে। তবে সে বছর খুব বেশী ভুমিকম্প হবে তা হাদীসে উল্লেখ আছে,
তবে যে বছরই এই ১৫ রমজান শুক্রবার হবে সে দিন ফজরের নামাজের পর প্রত্যেকের সতক থাকা উচিত এবং এই ৬টি বিষয়ের প্রতি খেয়ালা রাখা খুবই জরুরী। আল্লাহ তায়ালা আমাকে ও আপনাদেরকে সব ধরনের আযাব গজব থেকে হেফাজত করুন আমিন।
কোন মন্তব্য নেই