১০০%পরীক্ষিত আমল সব দোয়া কবুল হবে। কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া। আল্লাহর সাহায্য লাভের আমল।
১০০%পরীক্ষিত আমল সব দোয়া কবুল হবে। কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া। আল্লাহর সাহায্য লাভের আমল।
রাসুলে করিম (দ) এরশাদ করেন ফজরের পরে ১টি কালমা কেহ যদি ৭ বার পড়ে এবং মাগরিবের পরও সেটি ৭ বার পড়ে আল্লাহ বলেন বান্দা দুনিয়া ও আখেরাতে যখন যা লাগে তার জন্য আমি যথেষ্ট।
নবী, রসুল, সাহাবী, হাজার হাজার আলেম ওলামা বুযুর্গানে দ্বীন এই আমলটি করেছেন এবং পরীক্ষা করে দেখেছেন ১০০% ফল পেয়েছেন যদি কেহ দোয়াটি ১০০০ বার পড়ে তারপর যে দোয়া করে সে দোয়াই কবুল। আপনিও পরীক্ষা করে দেখুন।
দোয়াটি ১০০০ বার পড়তে সর্বোচ্চ ৪৫ মিনিট লাগবে যারা প্রতিদিন অফিসে যেতে ১ ঘন্টা সময় ব্যয় করেন তারা পথের মধ্যেই গাড়িতে বসে বসেই দোয়াটি ১০০০ বার পড়ে ফেলতে পারেন হযরত ইবরাহিম (আ) ও এই দোয়াটি পড়েছেন সাথে সাথে আল্লাহ তায়ালা ইবরাহিম (আ) এর ফরিয়াদ কুবল করে নিলেন কঠিন বিপদ মুহুর্তের মধ্যে দুর করে দিলেন।
উহুদের যুদ্ধের শত্রুদের কঠিন আক্রমনে যখন মুসলমানরা তছনছ হয়ে গেল এমন কঠিন মুহুর্তে রাসুলে করিম (দ) এই দোয়াটি পড়লেন এভাবে যখনই নবীগন, সাহাবাগন, ঈমানদারগণ এই দোয়াটি পড়ে আল্লাহর সাহায্য কামনা করেছেন আল্লাহ তায়ালা সাথে সাথে সাহায্য পাঠিয়ে দিয়েছেন সমস্যা সমাধান করেদিয়েছেন, বিপদ দুর করে দিয়েছেন, দোয়া কবুল করে নিয়েছেন। তখন যে রব ছিল এখনও সে রব আছেন তখন আল্লাহ যেভাবে সাহায্য করেছেন এখনও আমরা সে দোয়াটি পড়ে আল্লাহর কাছ থেকে সরাসরি সাহায্য লাভ করতে পারি।
আমাদের আল্লাহতো আগের মতই আছেন তবে বদলে গেছি আমরা সে দোয়াটি বলব সাথে সাথে সকাল সন্ধ্যার আরো ২টি আমল করব যা করলে সারা দিন হঠাৎ বিপদ, দুঃখ, কষ্ট, মসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন ৩টি আমল খুব মনযোগ দিয়ে শুনার অনুরোধ রইল, ১ম দোয়াটির ব্যপারে আবু দাউদ শরীফের হাদীসে আছে
مَنْ
قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى، حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ،
عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ
رَبُّ
الْعَرْشِ الْعَظِيمِ، سَبْعَ مَرَّاتٍ، كَفَاهُ اللَّهُ مَا أَهَمَّهُ صَادِقًا
كَانَ بِهَا أَوْ كَاذِبًا
যে ব্যক্তি সকালে ও সনধ্যায় ৭ বার পড়বে (হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম)
আল্লাহ তার জন্য যথেস্ট হবে, যা তাকে দুশ্চিন্তাগ্রস্থ করে, যে ভয়ে বান্দা ভীত, যে বিপদে বান্দা লিপ্ত তা থেকে মুক্তির জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ যথেষ্ট হওয়ার জন্য সকাল সন্ধ্যার আরো ১টি আমল আছে যেমন তিরমিজি শরীফের ৫০৮২ নং হাদিস মু’আয ইবনু আব্দুল্লাহ ইবনু খুবাইব (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক বৃষ্টির দিন খুবই অন্ধকার কালো রাতে আমাদের সালাত পড়ার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খুঁজছিলাম। আমরা তাঁকে পেয়ে গেলাম।
তিনি বললেনঃ বলো। আমি কিছুই বললাম না। পুনরায় তিনি বললেন, বলো। আমি কিছুই বললাম না। তিনি আবার বললেনঃ বলো। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! কি বলবো?
তিনি বললেনঃ তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সূরা কুল হুয়াল্লাহু (সূরা ইখলাস), সূরা নাস ও ফালাক পড়বে; এতে তুমি যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে হঠাৎ বিপদ থেকে নিরাপদ থাকার জন্য সকাল সন্ধ্যায় ১টি দোয়া ৩ বার পড়ার ব্যপারে তিরমিজির ৫০৮৮ নং হাদিসটি চমৎকার
আবান ইবনু উসমান (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবেঃ
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ
اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ
الْعَلِيمُ
বিসমিল্লাহিল্লাজি লা এয়াদুরু মায়াসমিহি শাইয়্যুন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়াহুয়াস সামিউল আলিম প্রিয় নবী এরশাদ করেন যে সকালে ৩ বার দোয়াটি পড়বে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ কোন বিপদ আসবে না। সুবহানাল্লাহ
এ হাদীসের রাবি পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন তিনি বলেন আমি প্রতিদিনএ দোয়া পড়তাম যেদিন আমি এই দোয়া পড়তে ভুলে গিয়েছি সেদিনই আমি এই রোগে আক্রান্ত হই।
আল্লাহ তায়ালা আমাদেরকে আমলগুলি নিয়মিত করার তৌফিক দান করুন সব ধরনের বিপদ দুঃখ কষ্ট মসিবত থেকে হেফাজত করুন আমিন
কোন মন্তব্য নেই