১‘টি আমল করলে আপনার মত সুখি মানুষ খঁজে পাওয়া যাবেনা সুখী হওয়ার দোয়া ও আমল

 


টি আমল করলে আপনার মত সুখি মানুষ খঁজে পাওয়া যাবেনা

হযরত হামযাকে নবীজি আমলটি শিখিয়েছেন

প্রিয় দ্বীন ভাই বোনেরা আজকে এমন একটি আমলের কথা বলব যে আমলটি নবী করিম () হযরত হামযা (রা) কে বলেছেন যে আমলটি করতে পারলে দুনিয়াতে আপনার মত সুখি মানুষ খুঁজে পাওয়া মশকিল, সাথে সাথে এমন একটি খাদ্যের সাথে পরিচয় করিয়ে দিব যে খাদ্যটি জাহান্নামের একটি খাদ্যের সাথে মিলে যায় যে খাদ্য পৃথিবীর অসংখ্য মানুষ খায়

সুরা মাযেদার ৩২ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন-

مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করেএবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে।

#ইবনে আব্বাস (রা) বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাহাকেও হত্যা করিল, সে যেন বিশ্বমানবকে হত্যা করিল।

আর কেহ যদি কোন একজন মানুষের জীবন বাঁচায় সে মুলত সারা বিশ্ব বাসীর জীবন বাঁচাল।

# চিকিৎসা সেবা দিয়ে একজন অসুস্থকে যদি বাঁচাবার পারেন তাহলে আপনি মুলত সারা বিশ্বের মানুষকে বাঁচালেন

# ক্ষুধায় কোন মানুষ মারা যাচ্ছে তাকে খাদ্য  দিয়ে জীবন বাঁচালে মুলত আপনি সারা বিশ্বের সকল মানুষকে বাঁচালেন

# একজন লোক হতাশায় ডুবে তিলে তিলে মারা যাচ্ছে তাকে হতাশা থেকে বের হওয়ার জন্য সাহস দিয়ে যদি বাঁচান তাহলে মুলত আপনি সারা বিশ্বের মানুষকে বাঁচালেন

মানসিক সুখের আমল: মানুষের সেবা করার মধ্যে যে সুখ আছে তা আর কোন কিছুতে নাই যেমন

তফসিরে ইবনে কাসিরের ৩য় খন্ডের ৫১৪ পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ আছে

ইমাম আহমদ (রহ) বলেন- আবদুল্লাহ ইবনে আমর (রা) হতে বর্ননা করেন- একদিন হযরত হামযা ইবনে আবদুল মুত্তালিব নবী করিম () এর কাছে গিয়ে বলেন এয়া রাসুলাল্লাহ! আমাকে এমন একটি আমল বলে দিন, যাতে আমার জীবন সুখের হয়, তখন নবী করিম () বললেন হে হামযা! আপনি মানুষের জীবন রক্ষা করা পছন্দ করেন নাকি মানুষ হত্যা করা পছন্দ করেন? উত্তরে তিনি বলেন মানুষের জীবন রক্ষা করা আমি পছন্দ করি, তখন রাসুলুল্রাহ () বললেন, তাহলে আপনি এই কাজ করতে থাকুন। তাহলে আপনার জীবন সুখের হবে। সুবহানাল্লাহ।

আমরাও যদি মানুষের জীবন রক্ষার কাজ করি, মানবিক কাজ করি, তার মধ্যেই আমরা জীবনের সুখ খুঁজে পাব। ইনশা আল্লা

অনেকে টেনশন হলে সিগারেট পান করে অথচ সিগারেট পান করাও একরকম নিজেকে নিজে হত্যা করার শামিল

আল্লাহ বলেন- সুরা বাকারার ১৯৫ নং আয়াতে

وَأَنفِقُواْ فِي سَبِيلِ اللّهِ وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوَاْ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

আর ব্যয় কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। [সুরা বাকারা - :১৯৫]

জাহান্নামের একটি খাদ্য হল দরি যা খেলে ক্ষুধাও নিবারন হয়না     স্বাস্থ্যও ভালো হয়না - তেমনি সিগারেট খেলেও ক্ষধুও নিবারন হয়না স্বাস্ত্যও ভালো হয়না বরং স্বাস্থ্যের আরো ক্ষতি হয়, অতএব যেহেতু জাহান্নামের একটি খাদ্যের সাথে মিলে যায় তাই এটি থেকে বিরত থাকাই উচিত আমাদের উচিত এই বদ অভ্যাসটা ত্যাগ করা।

দলিল- সুরা গাশিয়াহ

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ

কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত জাহান্নামীদের জন্যে কোন খাদ্য নেই। [সুরা গাশিয়াহ - ৮৮:৬]

لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ

এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। [সুরা গাশিয়াহ - ৮৮:৭]

 

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.