নবী (দ) কসম করে বলেন দোয়া পড়ে যা চাইবেন তাই পাবেন। ইসমে আজম

 

নবী (দ) কসম করে বলেন দোয়া পড়ে যা চাইবেন তাই পাবেন। ইসমে আজম



যদি প্রশ্ন করেন এ দোয়াটি কি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সমর্থিত? The Answer is Yes

যদি প্রশ্ন করেন এই দোয়াটি পড়ে যা চাইব তাই পাব এ কথাকি রাসুলুল্লাহ (দ) বলেছেন? উত্তর হবে ইয়েস

যদি প্রশ্ন করেন এই দোয়ার ব্যপারে নবী করিম (দ) কি কসম করেছেন? উত্তর হবে ইয়েস

যদি প্রশ্ন করেন দোয়াটি কি হাদীস শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে? The Answer is Yes

যদি প্রশ্ন করেন হাদীস খানা কি সহিহ? The Answer is Yes

হাদীস নাম্বার মসনদে আহমদ এর ২২৯৫২, মিশকাত শরিফের  ২২৯৩, এবং একই দোয়া পাবেন

আবূ দাঊদ ১৪৯৩, তিরমিযী ৩৪৭৫, ইবনু মাজাহ ৩৮৫৭, ইবনু হিব্বান ৮৯১, শুআবূল ঈমান ২৩৬৬, সহীহ আত্ তারগীব ১৬৪০ নং হাদিসে

বুরায়দাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ইশার নামাজের সময় মসজিদে প্রবেশ করলাম। তখন দেখি জনৈক ব্যক্তি (সালাতে) কুরআন পড়ছেন এবং তিনি ( নামাজে) উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করছেন আমি তখন বললাম, হে আল্লাহর রসূল!

এভাবে (নামাজে) কুরআন পড়াকে কি আপনি রিয়া বা লোক দেখানো বলবেন? উত্তরে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, না। বরং এ ব্যক্তি একজন বিনয়ী মুমিন। বুরায়দাহ্ (রাঃ) বলেন, যিনি উচ্চস্বরে কোরআন পড়ছিলেন তিনি ছিলেন আবু মুসা আশআরী (রা) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিরাআত শুনছিলেন। তারপর আবূ মূসা বসে এ দুআ করতে লাগলেন,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ
 الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম এয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম এয়াকুন লাহু কুফুয়ান আহাদ

’’হে আল্লাহ! আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি আল্লাহতুমি ছাড়া প্রকৃতপক্ষে কোন মাবূদ নেইতুমি এক ও তুমি সকলের নির্ভরস্থল, অমুখাপেক্ষী। যিনি কাউকে জন্মও দেননি, কারো থেকে জন্মও নন এবং যার কোন সমকক্ষও নেই।’’

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সে আল্লাহর ঐ নামের সাথে তাঁর কাছে প্রার্থনা করল,যে নাম ধরে যখন যা প্রার্থনা করা হয়, তখন তিনি তা দান করেন এবং ঐ নামের সাথে যখন তাঁকে ডাকে, তখন তিনি সে ডাকে সাড়া দেন।

বুরায়দাহ্ (রাঃ) বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি কি তাকে এটা বলব, যা আপনার কাছে শুনলাম?

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ (বলো)। অতঃপর আমি তাঁকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বললাম

তখন আবূ মূসা (রাঃ) আমাকে বললেন, আজ থেকে আপনি আমার প্রিয় ভাই। কারণ আপনি আমাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষ থেকে (মূল্যবাণ) সব কথা শুনালেন।

হাদীস থেকে বুঝা যায় দোয়াটি নামাজের পর বসে বসে করছিলেন, আমরাও নামাজের পর এই দোয়া করতে পারিএখন কেহ যদি নফল নামাজের সিজদায় এই দোয়া করতে চায় তাও করতে পারবেদোয়াটি পড়ার পর আপনার যা চাওয়ার তা চাইবেন ইনশা আল্লাহ যা চাইবেন তাই পাবেনকারন স্বয়ং সাদিকুল আমিন আল্লাহর রাসুল (দ) এর নুরানি জবানেই এই ঘোষণা দিয়েছেন

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ
 الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

তিরমিজি শরীফের ৩৪৭৫ নং হাদিসে আছেনবীজি(দ) কসম করে বলেন

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى "‏ 

যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম! এই ব্যক্তি আল্লাহর কাছে এমন ইসমে আজমের মাধ্যমে দুআ করছে যার ওয়াসীলায় দুআ করা হলে আল্লাহ তাআলা কবুল করেন এবং যার ওয়াসীলায় যাঞ্চা করা হলে তিনি দান করেন।

আমাদের ইউটিউব চ্যানেল https://www.youtube.com/@Allahwalamedia https://www.youtube.com/@Allbangladua https://www.youtube.com/@Jaalhaq আমাদের ফেসবুক পেজ

আমাদের ফেসবুক গ্রুপ

ইনস্টাগ্রাম https://www.instagram.com/jaalhaq.bd/ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.