২৪ ঘন্টা আল্লাহর গায়েবী সাহায্য লাভের দোয়া, সবক্ষেত্রে ১০০% সফলতার দোয়া ও আমল

২৪ ঘন্টা আল্লাহর গায়েবী সাহায্য লাভের দোয়া, সবক্ষেত্রে ১০০% সফলতার দোয়া ও আমল


 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতু

সন্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আমি আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি 

আজ আমি আপনাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু দোয়া ও আমলের তোহফা নিয়ে হাজির হয়েছি

ফজরের ওয়াক্তে আপনারা যদি এই ছোট্ট আমল ও দোয়া গুলি করেন তাহলে সারাটা দিন আপনার জন্য  

মহান আল্লাহ তায়ালা মদদগার হয়ে যাবেন, আপনার সকল    সমস্যায় আল্লাহ তায়ালা আপনাকে পানাহ দিবেন

আপনার সকল দুঃখ বিপদে আল্লাহ তায়ালা আপনার সহায় হবেন, আপনার সকল ভয় কেটে যাবে

আল্লাহ তায়ালার পক্ষ থেকে আপনার জন্য গায়েবী সাহায্য নেমে আসবে

সারাটা দিন কেহ আপনার কোন ক্ষতি করতে পারবেনা, আপনার সাথে এমন কিছু ঘটবেনা যা আপনার অপছন্দ

আমি এর আগে যাদেরকেই এই আমলগুলির কথা বলেছি সকলেই এর দ্বারা উপকৃত হয়েছেন

আপনিও যদি প্রতিদিন সকালে এই দোয়া ও আমলগুলি নিয়মিত করেন তাহলে আপনার জন্য ও রয়েছে বিশাল নিরাপত্তা

যা সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা দানকারী মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে সারাটা দিন আপনার জন্য মওজুদ থাকবে

আমি অনুরোধ করছি আজকের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার আর নিজের আত্মিয় পরিজন এর সাথে ভিডিও শেয়ার করার

রাসুলুল্লাহ (দ) বলেছেন— যদি তারা জানতো যে, এশা ও ফজরের নামাজে কি ফজিলত রয়েছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও (ফজর ও ইশার ) জামাতে এসে শামিল হতো (মুসলিম)  

সহি মুসলিমের আরো একটি হাদিসে আছে— প্রিয় নবী (দ) বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে সারাদিন আল্লাহর জিন্মায় (নিরাপত্তায়) থাকে। সুবহানাল্লাহ

একজন মুমিন বান্দার জন্য আল্লাহর নিরাপত্তার চেয়ে উত্তম নিরাপত্তা আর কি হতে পারে

নবীজি (দ) এভাবে বলেছেন— যে ব্যক্তি জামাতে ইশার নামাজ আদায় করে, সে অর্ধ রাত ইবাদতের সাওয়াব পায়, আর যে ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করে সে সারারাত ইবাদত করার সাওয়াব পায়। 

ফজরের মাত্র দুই রাকাত নামাজ জামাতে আদায় করার ফলে আল্লাহ তায়ালা বান্দাকে সারারাত ইবাদতের সাওয়াবের পাশাপাশি সারাদিনের

নিরাপত্তা দান করেন। একজন মুমিন বান্দার জন্য এরচেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে?

তাই যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফজরের ওয়াক্তে উঠবেন এবং ফজরের নামাজের সৌভাগ্য যদি হয়ে যায় তারপর 

কয়েকটি জিকির ও দোয়ার কথা বলব সে দোয়া গুলি কয়েকমিনিট খরচ করে পাঠ করবেন।

আমি আবারো অনুরোধ করছি যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ফজরের জামাতে শামিল হবেন

নামাজ শেষে কিছুক্ষণ সময় যে আমলগুলি করবেন তার মধ্যে 

প্রথম হল— প্রতিদিন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হল কোরআন তেলাওয়াত  

কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে, কোন দিন যেন কোরআন তেলাওয়াত থেকে খালি না হয়

তেলাওয়াত এর পর কিছু জিকির আযকার করবেন, প্রতিটি জিকির কমপক্ষে ৩ বার করবেন প্রথমত সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম 

তারপর পড়বেন (ছুবহানাল্লাহে ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম)

তারপর এসতেগফার পড়বেন (আসতাফিরুল্লাহাল আলিয়িল আজিম আল্লাজি লা ইলাহা ইল্লাহু)

তারপর পড়বেন (আসতাগফিরুল্লাহা রাব্বি মিনকুল্লি জানবিয়াও ওয়াতুবু ইলাই)

৩ বার পড়বেন (আউজু বিকালিমাতিল্লাহি তান্মাতি মিন শাররি মা খালাক)

৩ বার পড়বেন (বিসমিল্লাহিল্লাজি লা এয়াদুররু মাইসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়াহুয়াস সামিয়ুল আলিম

৩ বার পড়বেন (সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি)

৩ বার পড়বেন (রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহান্মাদিন নাবিয়া)

১ বার সৈয়দুল ইসতিগফার পড়বেন আল্লা—হুন্মা আনতা রব্বী লা ইলা—হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, 

আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ  বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

তারপর ৩ বার সুরা ইখলাস, ৩ বার সুরা ফালাক, ৩ বার সুরা নাস পড়বেন

তারপর— ১০ বার দরুদ শরীফ পড়বেন (আল্লাহুন্মা ছাল্লে আলা মুহান্মাদিন নাবিয়িল উন্মিয়ি ওয়া আলিহি ওয়াসাল্লিম)

এই আমল করার পর বলবেন আল্লাহুন্মা ইন্নি আসআলুকা খাইরা হাজাল এয়াউম ওয়া খাইরা মা বাদা

ওয়া আউজুবিকা মিন শাররি মা ফি হাজাল ইয়াউম ওয়া শাররি মা বাদা

আল্লাহুন্মা ইন্নি আসআলুকা খায়রা হাজাল ইয়াউম ওয়া ফাতহাহু ওয়া নাসরা ওয়া নুরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদা

আল্লাহুন্মা জাআল আউয়্যালা হাজান নাহারি ফালাহা ওয়া আউসাতাহু ফালাহা, ওয়া আখেরাহু নাজাহা

যদি আরবি না পারেন তাহলে বাংলাতে দোয়া করবেন হে আল্লাহ দিন শুরু হচ্ছে আপনি আমাকে সারাদিন খাইর বরকত দান করুন

এবং এর সকল অকল্যান থেকে আমাকে হেফাজত করুন।হে আল্লাহ আমি এই দিনে সফলতা চাই, বরকত চাই, হেদায়েত চাই, 

সবশেষে বলবেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন

 হে আল্লাহ আমি যে কাজ করব তা কেবল আপনার জন্যই করব, আপনার সন্তুষ্টির নিয়তেই করব

সারাদিন যা যা করবেন তা মনে মনে চিন্তা করুন আর সব কাজ একমাত্র আল্লাহর রেজামন্দি হাছিলের নিয়তেই করার এরাদা করুন।

যারা এই আলোচনাটি শুনলেন প্রত্যেককে এই বরকতময় আমলগুলি করার তৌফিক দান করুন আমিন


কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.