খাওয়ার পর ১টি আমলে ভাগ্য বদলে যাবে। অভাব দূর হবে। সন্তান নেককার হবে। বড় বড় রোগ থেকে মুক্তি মিলবে।



খাওয়ার পর ১টি আমলে ভাগ্য বদলে যাবে। অভাব দূর হবে। সন্তান নেককার হবে। বড় বড় রোগ থেকে মুক্তি মিলবে।

খাবারের পর যে সহজ আমলটি করলে যদি অভাব থাকে অভাব দুর হবে,  খতরনাক রোগ ব্যধী থেকে বেঁচে থাকবে,

তার সন্তানরা মেধাবী হবে এবং পাগলামি থেকে হেফাজতে থাকবে, সন্তানরা নেককার হবে, ও দারিদ্রতা থেকে মুক্ত থাকবে।

এই আমলকারী টাকা পয়সা ধন সম্পদে বরকত হবে। এই আমলকারীর আরো ফায়দা হল তার ঠিকানা হবে জান্নাতে।

যে আমলটি খাবার খাওয়ার পর করতে হবে অত্যন্ত সহজ আমলটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন

নবী করিম (দ) এর পন্থা, নবী করিম (দ) এর দেখানো রাস্তা আমাদের জন্য সবচেয়ে উত্তম রাস্তা।

আল্লাহ তায়ালা সুরা আহযাবের ২১ নং আয়াতে বলেন (লাকাদ কানা লাকুম ফি রাসুলিল্লাহি উসওয়াতুন হাসানা)

অর্থঃ "রাসুলুল্লাহ (স) এর জীবনে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে।"(সূরা আহসাব:২১)

আবার সুরা হাশরের ৭ নং আয়াতে এরশাদ করেন
وَ مَاۤ اٰتٰىکُمُ الرَّسُوۡلُ فَخُذُوۡهُ وَ مَا نَهٰىکُمۡ عَنۡهُ فَانۡتَهُوۡا

আর রাসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাক।

হজরত আবু মুসলিম মতান্তরে আবু ইয়াস সালামাহ ইবনু আমর ইবনু আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বাম হাতে খাবার খেলো।

নবিজী (সা.) বললেন, ‘তুমি তোমার ডান হাতে খাও।সে বলল- আমি পারব না।তখন তিনি বললেন- তুমি যেন না পারো।

একমাত্র অহংকার তাকে ডান হাতে খাওয়া থেকে বাধা দিয়েছিল। এরপর সে তার ডান হাত তার মুখ পর্যন্ত উঠাতে পারেনি।’ (মুসলিম, মুসনাদে আহমাদ, দারেমি)

আল্লাহ তাআলা আরও বলেন- مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَ
যে রাসুলের আনুগত্য করলো, সে আসলে আল্লাহরই আনুগত্য করলো।’ (সুরা নিসা : আয়াত ৮০)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের যথাযথ অনুসরণ ও অনুকরণ করা।

আমার নবীজির অনেক মূল্যবান সুন্নত আছে তার মধ্যে একটি সুন্নত হল দস্তারখানায় পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া

মানুষ যখন খাবার খায় তখন দস্তারখানায় খাবারের টুকরা পরে যায়, আর দস্তরখানায় পরে থাকা এসব খাবারের টুকরা খেয়ে নেয়া সুন্নত।

হযরত আবদুল্লাহ ইবনে উম্মে হারাম (রা) হতে বর্ণিত নবী আকরাম (দ) এরশাদ করেন যে লোক দস্তারখানায় পরে যাওয়া টুকরা তালাশ করে তুলে খায়

আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিবেন। (মাজমাউ জাওয়ায়েদ ৫ম খন্ডের ৩৭ পৃ)

অতএব যখনই খাবার খাবেন খাবারের পর দস্তারখানা বা টেবিলে যদি খাবারের কিছু অংশ পরে যায় তা তুলে নিয়ে খেয়ে নিবেন।

হযরত আবু সাঈদ (রহ) বর্ননা করেন, যে লোক দস্তারখানা থেকে খাবারের টুকরা খায়, সে অনেক উপকৃত হবে যেমন

১) সে লোক অভাব অনটন থেকে মুক্ত থাকবে। আর যদি অভাবী হয় তাহলে সে সম্পদশালী হয়ে যাবে

২য় ফায়দা হল: সে সব ধরনের মারাত্মক রোগ ব্যধী, মহামারী থেকে মুক্ত থাকবে,

৩য় ফায়দা হল : যে ব্যক্তি দস্তারখানা থেকে খাবারের টুকরা তুলে খাবে তার সন্তানরা মেধাবী হবে এবং কখনো মানসিকভাবে অসুস্থ হবেনা।

আজকাল দেখা যায় ছোট শিশু ২/৩ বছর সুস্থ থাকে কিন্তু ৩ বছর ৪ বছর হতে হতে তার মধ্যে বিভিন্ন মানসিক সমস্যা লক্ষ্য করা যায়

যারা বাচ্চাদের মধ্যে এমন সমস্যা লক্ষ্য করেন তারা নিজেরা খাবার নষ্ট করবেন না, দস্তারখানায় খাবার ফেলে রাখবেন না আর সে খাবার নিজেও খাবেন সে বাচ্চাকেও খাওয়াবেন

আর দোয়া করবেন হে আল্লাহ আমি নবীজির এই সুন্নতের উপর আমল করছি, আর আমার এই সন্তানকেও এই সুন্নতী আমল করাচ্ছি, এর বরকতে তাকে সুস্থতা দান করুন

ইনশা আল্লাহ দেখবেন আপনার সন্তানের সমস্যা আল্লাহ তায়ালা সে সুন্নতের বরকতে দুর করে দিবেন।

৪র্থ ফায়দা: এই সুন্নতের উপর আমলকারীর সন্তানগুলি নেককার হবে, ফরমাবরদার হবে এবং দারিদ্রতা থেকে মুক্ত থাকবে।

৫ম ফায়দা: এই সুন্নতের উপর আমলকারীকে আল্লাহ তায়ালা টাকা পয়সা ধন সম্পদে সচ্ছলতা দান করবেন।

৬ষ্ঠ ফায়দা: খাবারের টুকরাকে তুলে খাওয়া মুলত জান্নাতের হুরের মহর । সুতরাং আপনি যদি এই সুন্নত আমল করেন তাহলে মুলত আপনি জান্নাতের হুরের মহর আদায় করে দিলেন

আর মহর আদায় করে দেয়ার অর্থ আপনি জান্নাতের হুরের মালিক হবেন, আর যারা জান্নাতি তারাই মুলত জান্নাতি হুরের মালিক হতে পারবেন

দেখুন কত বড় বড় ফায়দা খাবারের পর দস্তারখানায় পরে যাওয়া খাবার তুলে খাওয়ার, যে সুন্নতকে মানুষ অহংকারের কারনে পরিত্যাগ করে।

ইমাম গাজ্জালি (রহ) ইহিয়ায়ে উলুম কিতাবের ২য় খন্ডের ১২ নং পৃষ্ঠায় এই ফায়দা বর্ণনা করেছেন।

আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেককে এই ছোট্ট সহজ সুন্দর সুন্নত আমলটি করে উক্ত ফায়দা হাসিল করার তৌফিক দান করুন আমিন।

কোন মন্তব্য নেই

sbayram থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.